গাড়াদিয়া গ্রাম - Garadia Village

গাড়াদিয়া গ্রাম - Garadia Village Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গাড়াদিয়া গ্রাম - Garadia Village, Digital creator, গাড়াদিয়া দক্ষিণ পাড়া/বায়রা/সিংগাইর/মানিকগঞ্জ, Manikganj.

📍গাড়াদিয়া – আমাদের শিকড়, আমাদের গল্প
ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি আর গ্রামের জীবনধারা—সবকিছুর মিলনস্থল গাড়াদিয়া গ্রাম।
আপন ঠিকানার স্মৃতি, ছবি আর খবর জানুন, শেয়ার করুন, ভালোবাসুন। 💚

https://www.facebook.com/groups/1408749850314646 📍 গাড়াদিয়া গ্রাম - Garadia Village
বায়রা, সিংগাইর, মানিকগঞ্জ এর হৃদয়ে অবস্থিত একটি ঐতিহাসিক ও সংস্কৃতিময় গ্রাম।
📜 এখানে উঠে আসে গাড়াদিয়ার অতীত, বর্তমান ও ভবিষ্যতের গল

্প—
🎉 ইতিহাস • 📷 ছবি • 📰 স্থানীয় খবর • 🪔 সংস্কৃতি
গ্রামের প্রতিটি মুহূর্ত, প্রতিটি মুখ, আর প্রতিটি স্মৃতি—আমাদের গর্ব।
🤝 আমাদের সাথে থাকুন, গাড়াদিয়াকে জানুন।

30/05/2025
28/05/2025

পথের দুই পাশে গাছের সারি, মাথার উপর নীল আকাশ – এমন রাস্তায় হাঁটলে মনটাই বদলে যায়।
এটাই তো আমাদের গাড়াদিয়া – যেখানে প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসে শান্তি!

26/05/2025

তুমি যে নেতার খুটির জোরে লাফাও সেই নেতা কিন্তু টাকার কাছে বিক্রি হয়
সুতরাং একটু হিসেব কইরা ফাল পাইরো

🇧🇩 বাংলাদেশের গর্ব — সোনালি আশ! 🌾যে ফসল একদিন বিশ্বের বাজার কাঁপিয়েছে,যার নামে বাংলাদেশ পরিচিত ছিল "সোনালি আশের দেশ" — স...
19/05/2025

🇧🇩 বাংলাদেশের গর্ব — সোনালি আশ! 🌾

যে ফসল একদিন বিশ্বের বাজার কাঁপিয়েছে,
যার নামে বাংলাদেশ পরিচিত ছিল "সোনালি আশের দেশ" — সেটি হলো আমাদের পাট।

🔸 এক সময়ের প্রধান রপ্তানি পণ্য
🔸 পরিবেশবান্ধব ও টেকসই উপকরণ
🔸 বিশ্বজুড়ে প্লাস্টিকের বিকল্প হিসেবে আবার ফিরে আসছে এই সোনালি আশ!

আজও গ্রামের কৃষকেরা বর্ষার পানিতে পাট জাগ দেয় — সেই পুরোনো দৃশ্য, সেই গন্ধ, আর সেই গর্ব যেন বাংলার আত্মা।

🟢 পাট শুধু একটা ফসল না, এটা আমাদের অর্থনীতি, সংস্কৃতি আর ইতিহাসের প্রতীক।

🌍 আসুন আবার ফিরিয়ে আনি পাটের গৌরব,
বাঁচাই প্রকৃতি, বাঁচাই দেশীয় ঐতিহ্য।

📸 #সোনালি_আশ #বাংলার_পাট

গ্রাম এখন বদলাচ্ছে, কিন্তু চালকের চোখে সেই আগেরই বিস্ময়!এই দৃশ্যটা না দেখলে বিশ্বাস হতো না! 😄📸 ছবি তুলেছেন: সময়ের সাক্ষী...
18/05/2025

গ্রাম এখন বদলাচ্ছে, কিন্তু চালকের চোখে সেই আগেরই বিস্ময়!
এই দৃশ্যটা না দেখলে বিশ্বাস হতো না! 😄
📸 ছবি তুলেছেন: সময়ের সাক্ষী

🐶 বনাম 😺 — কুকুর না বিড়াল? চিন্তা করে দেখুন!কুকুর বিশ্বস্ত ঠিকই, কিন্তু খাবারের বেলায় তার "স্বাদ" একটু অদ্ভুত হয়! 🙈অন্যদ...
17/05/2025

🐶 বনাম 😺 — কুকুর না বিড়াল? চিন্তা করে দেখুন!

কুকুর বিশ্বস্ত ঠিকই, কিন্তু খাবারের বেলায় তার "স্বাদ" একটু অদ্ভুত হয়! 🙈
অন্যদিকে, বিড়াল—কিউট, ক্লিন, আর জিম্মার মতো রাজকীয়! 👑
যতই কুকুরকে শিখানো হোক, কিছু স্বভাব কখনও বদলায় না। 😅
তাই অনেকেই বলেন: “কুকুরের লেজ সোজা হয় না” — বিড়ালই ভালো! 🐾

👉 আপনার মতে কোনটা ভালো?
❤️ রিঅ্যাক্ট দিন বিড়ালের জন্য
😆 রিঅ্যাক্ট দিন কুকুরের জন্য

প্রকৃতির কোলে আমাদের গ্রাম্য সকাল – রোদের আলোয় গাছের ছায়ায় পথচলা!
17/05/2025

প্রকৃতির কোলে আমাদের গ্রাম্য সকাল – রোদের আলোয় গাছের ছায়ায় পথচলা!

গাড়াদিয়া ক্রিকেট 🏏 লীগ ২০১৮
16/05/2025

গাড়াদিয়া ক্রিকেট 🏏 লীগ ২০১৮

আমাদের গ্রাম, আমাদের শেকড়—এই ছবিটা যেন মনে করিয়ে দেয়, জীবনের আসল সৌন্দর্য কতটা সহজ আর গভীর।
01/05/2025

আমাদের গ্রাম, আমাদের শেকড়—এই ছবিটা যেন মনে করিয়ে দেয়, জীবনের আসল সৌন্দর্য কতটা সহজ আর গভীর।

গাড়াদিয়ার প্রতিদিনের সকাল, শান্ত আর আপন!ছবিতে দেখা যাচ্ছে আমাদের গ্রামের চেনা মুখ — দোকানপাট বন্ধ, গাছের ডালে পাকা আমে...
01/05/2025

গাড়াদিয়ার প্রতিদিনের সকাল, শান্ত আর আপন!
ছবিতে দেখা যাচ্ছে আমাদের গ্রামের চেনা মুখ — দোকানপাট বন্ধ, গাছের ডালে পাকা আমের ঝুলে থাকা, আর রাস্তার এক পাশে শান্ত নিস্তব্ধতা।
এটাই তো গাড়াদিয়া — সরলতা আর শান্তির প্রতিচ্ছবি।
আপনার স্মৃতিতে গাড়াদিয়ার কোন দৃশ্য সবসময় মনে পড়ে? কমেন্টে জানাতে ভুলবেন না!

#গাড়াদিয়া_গ্রাম #গ্রামীণ_জীবন #আমার_গ্রাম

সফলতা একদিনে আসে না, তবে প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বড় ফল আনে।
01/05/2025

সফলতা একদিনে আসে না, তবে প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বড় ফল আনে।

Address

গাড়াদিয়া দক্ষিণ পাড়া/বায়রা/সিংগাইর/মানিকগঞ্জ
Manikganj
1820

Telephone

01613344201

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাড়াদিয়া গ্রাম - Garadia Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাড়াদিয়া গ্রাম - Garadia Village:

Share