
22/07/2025
দেশটা যে কবে দুর্নীতি মুক্ত হবে, কবেই বা বন্ধ হবে এই দেশে পুরনো, অচল জিনিসের ব্যবহার কেই বা জানে। কেউ কেউ দেশের অর্থ চুরি করে নিয়ে, বিদেশে আরাম আয়েসে জীবন কাটাচ্ছে। আর কেউ কেউ দেশের ভিতর আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যাচ্ছে।
বন্ধ হোক সকল পুরনো অচল যুদ্ধ যান, যুদ্ধ বিমান, (বিমান) সাবমেরিন, নৌযান, বাস, ও ট্রেন এইসবের ব্যবহার।
যাতে করে এভাবে আর নিষ্পাপ মানুষকে পরবর্তীতে জীবন দিতে না হয়। শুধু শুধু কারো জীবন যেন আর বিপন্ন না হয়। কোনো মায়ের বুক যাতে নতুন করে আর খালি না হয়। কারো সপ্ন ভেঙে যেন আর চুরমার না হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল আহত ও নিহত লোকগুলোর পরিবারকে আল্লাহ যেন এ শোক সহ্য করার মতো তৌফিক দান করে। এবং সবাইকে যেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দেয়। (আমিন)