শেষ চিঠি

শেষ চিঠি Welcome to my page.

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খাবারের খাওয়ায় বাড়ির পাশে।...
06/06/2025

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।

২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খাবারের খাওয়ায় বাড়ির পাশে।

এক বছর পরে,২০১৬ সালে,ক্যামেরা আবার তাদের বন্দী, এখনও একই জায়গায় বসে,শুধুমাত্র ভিন্ন আসন। তাদের পৃথিবী ছোট,কিন্তু একে অপরের যত্নবান দুটি হৃদয়ের জন্য যথেষ্ট।

২০১৭ সালে শুধু বৃদ্ধা মহিলাটিকে দেখা গিয়েছিল এক চেয়ারে বসে সামনে তাকিয়ে। কিন্তু দাদুকে আর ছবিতে দেখা যাবে না!

২০১৮ সালে,দাদী এখনও সেখানে ছিলেন,কিন্তু তিনি আর তার স্বাভাবিক চেয়ারে বসেন না। ঘরের অর্ধবন্ধ দরজার সামনে বসেছিলেন,শরীর দুর্বল হয়ে পড়েছিলেন।

২০২০ সালে দাদী আবার স্বাভাবিক চেয়ারে ফিরে এলেন, চিন্তায় এলোমেলো হয়ে বসে, হাত দিয়ে থুতুকুকে আদর করে, যেন এমন কারো অপেক্ষায় যে আর ফিরবে না।

২০২১ সালে তার শরীর দু"র্বল হয়ে পড়ে,তার পদক্ষেপ আর স্থিতিশীল ছিলো না। সে শুধু তার অতীতের ছায়া,
আজও স্মৃতি আঁকড়ে আছে।

২০২২ সালে নীল ঘরের দরজা শক্ত করে বন্ধ ছিলো। ওই বৃদ্ধা মহিলার কোনো খোঁজ নেই। হয়তো সে তার প্রিয়তমার সাথে গিয়েছিলো। তারা সম্ভবত এখন আরো শান্তিপূর্ণ জায়গায় একসাথে।😊

২০১৩ সালে বাড়ির চারপাশে আগাছা বেড়ে গেলো,তার রঙ ম্লান হয়ে গেলো,এবং দরজা বন্ধ হয়ে গেলো। সিট খালি আছে আগের মতো বের করা হয়নি!

২০২৪ সালে আগাছা সরিয়ে ফেলা হয়েছিলো,কিন্তু ঘরটা চুপ করে ছিলো। চেয়ারগুলো দাঁড়িয়ে আছে,অপেক্ষা করার মতো,কিন্তু দেখা হয়নি।

এবং এখন, ২০২৫ সালে,বাড়িটি চলে গেছে,। সেখানে তাদের কোনো সন্ধান নেই। শুধু স্মৃতি,শুধু ছবি। ভালোবাসা... সত্যিই সুন্দর। সত্যিকারের ভালোবাসারও বি"চ্ছেদ হতে হয়।💔

Address

Mathbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেষ চিঠি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category