বলেশ্বর টিভি-Bolessor Tv

বলেশ্বর টিভি-Bolessor Tv তথ্য দিয়ে সহযোগিতা করুন, 01718-857169
(1)

18/07/2025

পর"কীয়ার সংবাদ প্রচার করায় মা'কে তুলে গালি ও হ/ত্যার হুম"কি

17/07/2025

ভাণ্ডারিয়ায় হাত-পা বাঁ"ধা যুবকের ঝু"লন্ত মর"দেহ উ"দ্ধার

#পিরোজপুর

ছবির এই যুবক টিকিকাটা ইউনিয়নের তেতুলতলা বাজারে রাস্তায় অ"জ্ঞান অবস্থায় পাওয়া গেছে। চিনতে পারলে দ্রুত যোগাযোগ করুন 01703...
17/07/2025

ছবির এই যুবক টিকিকাটা ইউনিয়নের তেতুলতলা বাজারে রাস্তায় অ"জ্ঞান অবস্থায় পাওয়া গেছে। চিনতে পারলে দ্রুত যোগাযোগ করুন 01703-040393

পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল বুধবার (১৬ জুলাই ২০২৫ ইং) বিকেলে দুর্বৃত্তদের হাম"লায় গুরুতর আহত মুবিন ঢাকার একটি হাসাপাতালে ...
17/07/2025

পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল বুধবার (১৬ জুলাই ২০২৫ ইং) বিকেলে দুর্বৃত্তদের হাম"লায় গুরুতর আহত মুবিন ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে ই'ন্তে'কা'ল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃ'ত্যু'তে আমরা গভীরভাবে শোকাহত। নি'হ'ত মুবিন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে।

সাংবাদিক সেজে চাঁ"দা দাবি : মঠবাড়িয়ায় দুই ইউটিউবার আ"টকস্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হিন্দু পরিবারের বাড়িতে ...
17/07/2025

সাংবাদিক সেজে চাঁ"দা দাবি : মঠবাড়িয়ায় দুই ইউটিউবার আ"টক

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হিন্দু পরিবারের বাড়িতে সাংবাদিক সেজে চাঁদা দাবি করার অভিযোগে দুই ইউটিউবারকে আটক করেছে স্থানীয় জনতা।

উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়ায় সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে রাবিন্দ্রনাথ হালদার নামে এক হিন্দু নাগরিকের বাড়িতে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে সাইদুল ইসলাম (৩২) ও মো. জহির আকন (২৫) নামের দুইজন ব্যক্তি। তারা মঠবাড়িয়া উপজেলার জানখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থানায় নিয়ে যায়।

পুলিশ হেফাজতে থাকাকালীন চাঁদাবাজরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ভুক্তভোগী রাবিন্দ্রনাথ হালদার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরদিন মঙ্গলবার (১৬ জুলাই) আদালতে হাজির করার সময় চাঁদাবাজদের একজন প্রকাশ্যে ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে হুমকি প্রদান করে।

অভিযুক্তরা হলেন উপজেলার জানখালী বাজার সংলগ্ন সাইদুল ইসলাম (৩২)পিতা, মোতালেব আকন মো. জহির আকন (২৫) পিতা জোব্বার আকন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।

16/07/2025

মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতির বাসায় চু/রি

16/07/2025

মঠবাড়িয়া পৌর বিএনপির বি'ক্ষো'ভ মিছিল পরবর্তী আলোচনা সভা

তাং ১৩.০৭.২০২৫ ইং, রোজ- রবিবার।

কাঠালিয়ায় ২২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পাইনি পঞ্চম শ্রেণির ছাত্রীর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধেস্টাফ রিপোর্টার : ঝাল...
16/07/2025

কাঠালিয়ায় ২২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পাইনি পঞ্চম শ্রেণির ছাত্রীর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৬৮ নং পূর্ব ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পাইনি পঞ্চম শ্রেণির ছাত্রীর অভিযোগ প্রধান শিক্ষক বাবুলের বিরুদ্ধে।অভিযোগ করেছেন অর্থ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী, এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, সহকারী শিক্ষক দের সাথে বৈষম্য তৈরি করা, আওয়ামী লীগের দোসর হিসাবে পূর্ণবাসন করা ঐ বিদ্যালয়ের সিলিবের টাকা, বিদ্যালয়ের বিভিন্ন সংস্থারেকের টাকা একক ক্ষমতায় বলে আত্মসাৎ করে প্রধান শিক্ষক, সময় মতন বিদ্যালয় উপস্থিত হয়না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও ওই বিদ্যালয়ে এখনো তার নাম আগলে রেখেছে প্রধান শিক্ষক বাবুল, এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ জুয়েল বলেন - প্রধান শিক্ষক ঠিকমতো ক্লাসে আসে না, শেখ হাসিনার নাম মুছতে বললে সে কোন কিছু তোয়াক্কা করে না, বিদ্যালয় কোন অনুষ্ঠান বা মিটিং হলে বিএনপি'র সভাপতিকে দাওয়াত দেয় না, এবং আমাদের কে না জানিয়ে নিজের মনগড়াভাবে কার্যক্রম পরিচালনা করে, বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক বলেন, সময় মতন সে আসে না বিদ্যালয়ে, স্কুলের বিভিন্ন কাজের কথা বলে স্কুল ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আমরা জিজ্ঞেস করলে স্যার কোথায় গিয়েছিলেন তখন সে বলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির স্যারের কাছে গেছিলাম, বিদ্যালয়ের ২২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তির বিষয় জানতে চাইলে বলেন এটি সম্পূর্ণ প্রধান শিক্ষক বাবুল স্যারের কাজ তার অধীনস্থ আমরা বলে এড়িয়ে যান।

এ অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, গতকালকে অফিসের কাজে আসছে, সাবেক প্রধানমন্ত্রী ছবি লেখা স্কুলে আগলে রাখা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মাসিক মিটিং আমরা বলে দিয়েছি সাবেক প্রধানমন্ত্রী ছবি লেখা কোথাও থাকতে পারবেনা যদি থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে, উপবৃত্তির বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন গত অর্থ বছরের বিষয় তখন আমি দায়িত্বে ছিলাম না" আওয়ামী লীগ সরকারের সময় দোসর হিসাবে ব্যাপক প্রভাব খাটিয়েছে এবং সাবেক সহকারি শিক্ষা অফিসার কে মারধর করে- বাবুল- এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন বিভাগীয় কর্মকর্তার কাছে ঐ সহকারি শিক্ষা কর্মকর্তা। আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গফুর মাওলানা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর, এখনো সাবেক প্রধানমন্ত্রী ছবি লেখা এখনো আগলে রেখেছে - উপবৃত্তি না পাওয়ার কারণ হচ্ছে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, এবং বিদ্যালয় হচ্ছে কাঠালিয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, বাবুলের বিরুদ্ধে যে অভিযোগের কথা শুনেছি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, এক চুল পরিমান ও ছাড় দেওয়া হবে না। এই অভিযোগের বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলের মুঠো ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

16/07/2025

বড়মাছুয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপি'র সম্মেলন

#মঠবাড়িয়া #পিরোজপুর

আগামী ১৮ জুলাই সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে, আমাদের মঠবাড়িয়ার কৃতি সন্তান সবার পরিচিত শওকত সজল Sowkat Sajal অভিনীত "আ...
16/07/2025

আগামী ১৮ জুলাই সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে, আমাদের মঠবাড়িয়ার কৃতি সন্তান সবার পরিচিত শওকত সজল Sowkat Sajal অভিনীত "আলী" সিনেমাটি। মঠবাড়িয়া আলিম সিনেমা হলেও মুক্তি পেতে যাচ্ছে। সকলকে নিয়ে দেখার মত সুন্দর একটি ছবি। আপনারা সবাই আমন্ত্রিত।

15/07/2025

মিজানুর রহমান মিজান'কে সংবর্ধনা,

মঠবাড়িয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়া দলিল লেখক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা।

তাং ১৪.০৭.২০২৫ ইং, রোজ-সোমবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় হলে খু* হওয়া তোফাজ্জল।ঢাকা মিটফোর্ডের সামনে খু* হওয়া সোহাগ। দুজনেই বরিশালের বরগুনা জেলার বাসিন্দা ছিল...
15/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় হলে খু* হওয়া তোফাজ্জল।
ঢাকা মিটফোর্ডের সামনে খু* হওয়া সোহাগ।
দুজনেই বরিশালের বরগুনা জেলার বাসিন্দা ছিলেন।
আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমীন।

Address

Mathbaria

Alerts

Be the first to know and let us send you an email when বলেশ্বর টিভি-Bolessor Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বলেশ্বর টিভি-Bolessor Tv:

Share