HaSib

HaSib Hey,this is HaSib

One Dress.One Direction in Muslims Area❤️
29/05/2025

One Dress.One Direction in Muslims Area❤️

This tree is on a different level 😳
22/03/2025

This tree is on a different level 😳

Alhamdulillah 🌃FIRST TARAWEEH PRAYER AT AL AQSA🤲🏻
01/03/2025

Alhamdulillah 🌃
FIRST TARAWEEH PRAYER AT AL AQSA🤲🏻

A Saudi mother of 19, Hamda Al Ruwaili, achieved her academic dream by earning a doctoral degree while raising 10 boys a...
17/01/2025

A Saudi mother of 19, Hamda Al Ruwaili, achieved her academic dream by earning a doctoral degree while raising 10 boys and 9 girls.

Balancing work, e-commerce, and childcare, she credits meticulous planning and family support for her success.

Hamda completed her bachelor’s, master’s, and doctorate before turning 43, drawing inspiration from teachers and army officers to manage her large family.

Her children excel academically, with some scoring 100%.

Despite immense responsibilities, Hamda remained determined, proving that dedication and support make any goal achievable. Her journey is a testament to resilience and ambition.

01/01/2025

প্রিয়, চোখ বুলানো সমাজ। রাতে যে আপনারা কত লাখ লাখ টাকা খরচ করে,কারো ঘুম,কারো ফজরের নামাজ,কারো রাতের নামাজ, ছোট শিশু, পশুপাখি র উপর জুলুম করলেন,কোন ভাবেই বসে থাকতে পারছিলাম না, আপনাদের করা সুমধুর আওয়াজে,তারপর দিব্যি ঘুমাচ্ছেন বাহ্।

অন্য জাতির সাথে তাল মিলিয়ে নিজের স্থান ভুলে বসলেন,তো সেখানে আবার বলবেন ইসলামি সব চাই,হাস্যকর।
দায়িত্ব আপনার ও ছিলো এ থেকে বিরত থাকার,কিন্তু উল্টো আপনিই শিখাচ্ছেন।
কিভাবে থার্টিফার্স্ট উদযাপন করতে হয় আপনার শিশুদের কে, আপনিই দেখাচ্ছেন আফসোস! হ্যা, ভুল না করলে অনেকটা ঠিক বলছি,আপনারা ই পরিপূর্ণ মুসলিম এই সমাজের।

আহ! কি শান্ত ই না ছিলো তখন চারপাশ ! বাসাবো থেকে রাতের অবস্থা ছিলো এরকম ই।

কি ধরনের নিরবতা ছিলো বিরাজমান সর্বত্র !
হে আল্লাহ আমাদের এই ধরনের সকল সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দিন।সবাইকে সঠিক বুঝ দান করুন।

আমিন। নিশ্চয়ই আপনার সাহায্য অতি নিকটে,যা আমাদের দরকার !
আল্লাহুম্মাগফিরলি!

স্ত্রী কেমন হওয়া চাই?" একবার কোনো এক কারণে হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদি. কাঁদলেন তা দেখে তার স্ত্রী'ও কাঁদলেন, তিনি জ...
04/12/2024

স্ত্রী কেমন হওয়া চাই?

" একবার কোনো এক কারণে হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদি. কাঁদলেন তা দেখে তার স্ত্রী'ও কাঁদলেন, তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদলে? স্ত্রী উত্তর দিলো, আপনাকে কাদঁতে দেখলাম তাই আমিও কাঁদতে লাগলাম।

একজন ভাইয়ের রিসেন্টলি বিয়ের অনুগল্প!
18/11/2024

একজন ভাইয়ের রিসেন্টলি বিয়ের অনুগল্প!

🤣
17/11/2024

🤣

29/10/2024
এক দ্বীনি ভাইয়ের সাথে তার বাসায় গেলাম একটা কাজে। কারেন্ট নেই অনেক অন্ধকার, কিন্তু অন্য একটা কামরা থেকে মৃদু আলো, দরজার...
26/10/2024

এক দ্বীনি ভাইয়ের সাথে তার বাসায় গেলাম একটা কাজে।

কারেন্ট নেই অনেক অন্ধকার, কিন্তু অন্য একটা কামরা থেকে মৃদু আলো, দরজার নিচ দিয়ে এক মেয়েলী কন্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসছে।
বুঝতে বাকি রইলো না ইহা ভাইয়ের সহধর্মিনী।

অবাক হলাম এখানে, ভাইয়ের ১৬ মাস ও ৩ মাস বয়স চলতি দুইটা সন্তান আছে।

শুনলাম যত ঝড় বৃষ্টি আসুক না কেন সন্তানদেরকে কাছে নিয়ে তার নিয়মিত কুরআন তিলাওয়াত কখনো বাদ যায়না।

©

সৌন্দর্য ফুরিয়ে যাবে,উত্তম চরিত্র রয়ে যাবে। 🌸অতএব, তাকেই বাছাই করুন যার চরিত্র উত্তম। এখানে চরিত্র বলতে ব্যক্তির কথা, কা...
21/10/2024

সৌন্দর্য ফুরিয়ে যাবে,
উত্তম চরিত্র রয়ে যাবে। 🌸

অতএব, তাকেই বাছাই করুন যার চরিত্র উত্তম। এখানে চরিত্র বলতে ব্যক্তির কথা, কাজ, অন্যের প্রতি আচরণ, দায়িত্ব-কর্তব্য, একনিষ্ঠতা, ধৈর্য, সহনশীলতা ইত্যাদি সকল বিষয়াদিকে বুঝানো হয়েছে।

চেহারার সৌন্দর্য দ্বারা হয়তো কেউ খুব সহজে চোখের পলকে কারও হদয়ে বা কল্পনায় জায়গা করে নিতে পারে। তবে এর ফাউন্ডেশন টা হয় খুব নড়বড়ে। বেশিদিন টিকে না। কিন্তু যে ব্যক্তি উত্তম আচরণ দ্বারা কারও হৃদয়ে জায়গা করে নিলো সে শক্তপোক্তভাবে তার অবস্থানটা কে দৃঢ় করে নিল।

তাই, স্বামী-স্ত্রী উভয়ের প্রতি উপদেশ হচ্ছে এই যে, আপনারা একে অন্যের কাছে নিজেদের উত্তম আখলাক প্রকাশের মাধ্যমে পরস্পরের হৃদয়ে শক্তপোক্তভাবে গেঁড়ে বসুন। এতে করে দিনশেষে ভালোবাসা ও মায়া দু’টোই বৃদ্ধি পাবে এবং সম্পর্ক অটুট থাকবে ইনশাআল্লাহ।

বর্তমানমেনভালুপাসা😵‍💫
18/10/2024

বর্তমানমেনভালুপাসা😵‍💫

Address

Mathbaria
8565

Telephone

+8801703039920

Website

Alerts

Be the first to know and let us send you an email when HaSib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share