
18/12/2024
স্কুল ছাত্র সিয়াম নিখোঁজ হবার তিন দিন পর আজ বুধবার দুপুরে পশ্চিম মিঠাখালী কালিরহাট বাজার নিকটবর্তী জেসমিন সেভেন ফ্যাকটরির বিপরীতে খালে লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
পশ্চিম মিঠাখালী(কাস্মির)এলাকার বাসিন্দা কৃষক আবদুল জলিল গোসল করতে নেমে লাশ দেখতে পান।