Md. Bayzid

Md. Bayzid ••𝐂𝐡𝐚𝐧𝐠𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐥𝐢𝐟𝐞...!🖤
••𝐃𝐞𝐬𝐭𝐢𝐧𝐲 𝐰𝐢𝐥𝐥 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞 𝐢𝐭𝐬𝐞𝐥𝐟 ..!🖤
====

Description:Repairs in the home can never end sometimes and finding the right tools at the right time is always a huge p...
17/06/2025

Description:

Repairs in the home can never end sometimes and finding the right tools at the right time is always a huge problem! With the Home Screwdriver Toolkit, you can be assured that you will have the right tool for the job almost every time! Material and Finish the Home Screwdriver Toolkit is a very handy set of stainless steel screwdriver. This compact screwdriver set is neatly fitted into one box that is easy to carry and store so you won't have to worry about losing parts or leaving them all over the house! Unique Features This unique screwdriver set with 41 different types of heads for the comfortable plastic grip handle gives you limitless options to work with. Simply select the type you need and it slips right into the hold with a magnetic system. This screwdriver can also be bent at the neck, which gives you more flexibility to work in difficult areas or small spaces. O Pcs Combination Socket Toolkit the Best Quality for Car Machine and House. 40 pc Set 1/4" and 3/8" Drive Metric Socket Wrench Set. 1-3/8" DR.Reversible Ratchet Handle 8". 1 Spinner Handle. 1-Extension Bar 3". 1-1/4" (M) X X 3/8"(F) Adapter. 1-Big Spark Plug Socket 21MM. 1-Spin Disc. 3-1/4" DR.SPT.Sockets: 1/4,5/16, 3/8". 12-1/4"DR.SPT.Sockets: 4, 4.5, 5, 5.5, 6, 6.5, 7,8,9,10,11,12 MM. 3-3/8" DR. SPT. Sockets: 9/16, 5/8, 11/16". 3-3/8" DR.SPT. Sockets: 14,15,17 MM. 12-1/4" DR.SPT Socket. 5/32, 3/16, 7/32, 1/4, 9/32, 5/16, 11/32, 3/8, 13/32, 7/16, 15/32, 1/2"

Click this link to order now.
👇👇👇👇👇👇👇👇👇👇
https://s.daraz.com.bd/s.ZSGEQ

যমুনা টেলিভিশনের তথ্যটা যদি সঠিক থাকে এবং এই তথ্যটা যদি কার্যকর হয় তাহলে ডা. ইউনুস স্যারের জন্য  অসংখ্য ধন্যবাদ
18/08/2024

যমুনা টেলিভিশনের তথ্যটা যদি সঠিক থাকে এবং এই তথ্যটা যদি কার্যকর হয় তাহলে ডা. ইউনুস স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ

লাইভ টকশোতে মুগ্ধর কথা তুলে অঝোরে কাদলেন যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুম নিকল। রেস্পেক্ট ম্যাম😅🫡
05/08/2024

লাইভ টকশোতে মুগ্ধর কথা তুলে অঝোরে কাদলেন যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুম নিকল। রেস্পেক্ট ম্যাম😅🫡

একজন গর্বিত মা বাবার গর্বিত সন্তান ফাহিম আহমেদ Jamuna Television সিইও ❤️👏দেশ বাসী,নিরস্ত্র ছাত্র সমাজ সবচেয়ে খারাপ সময়ে ...
05/08/2024

একজন গর্বিত মা বাবার গর্বিত সন্তান ফাহিম আহমেদ Jamuna Television সিইও ❤️👏

দেশ বাসী,নিরস্ত্র ছাত্র সমাজ সবচেয়ে খারাপ সময়ে আপনাদের সার্পোট পেয়েছে! আমরা আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।

আগে সবার বাড়ীতে 100W জ্বলতো, তাতে বিল আসতো ৩০০ টাকা। এখন 9W LED জ্বলে বিল আসে ১৭০০ টাকা! এটাই স্মার্ট বাংলাদেশ!! তার পরে...
16/07/2024

আগে সবার বাড়ীতে 100W জ্বলতো, তাতে বিল আসতো ৩০০ টাকা। এখন 9W LED জ্বলে বিল আসে ১৭০০ টাকা! এটাই স্মার্ট বাংলাদেশ!! তার পরেও যেই পরিমান লোডশেডিং হচ্ছে তা আর কি বলতাম! সারাদিন মানুষ অফিসে /মাঠে কাজকরে সারাদিনের ক্লান্তি শেষে রাতে একটু শান্তিতে ঘুমাবে তখনই লোডশেডিং!! আর সারাদিনতো যাওয়া আর আসার তালেই থাকে🥺 তারপরেও বিদ্যুৎ বিল কমেনা!!

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিন...
06/07/2024

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একই বাড়ি, একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার , সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি । কোন লাভ নেই ভাইজান ।। সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সন্ধান করি।। ঐটাই আপনার জন্য প্রকৃত সম্পদ।।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও
আমিন।

(সংগৃহীত)

১০/১৫ হাজার টাকা দিয়ে যাদের সংসার চলে তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন, লাস্ট কবে গরুর গোস্ত খাইছেন? সে উত্তর দিবে  ক...
02/07/2024

১০/১৫ হাজার টাকা দিয়ে যাদের সংসার চলে তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন, লাস্ট কবে গরুর গোস্ত খাইছেন?

সে উত্তর দিবে কোরবানির ঈদে।

এরপর জিজ্ঞাসা করেন, আপনার এলাকায় ফলের দোকান কোন দিকে?

সে আমতা আমতা করবে। কারণ ফলের দোকানে যাওয়ার রাস্তাটা সে ভুলে গেছে অনেক আগেই। সারা বছরে কিছু আম- কাঁঠাল ছাড়া আর কোন ফল তাদের কপালে জোটে না। লিচুর দোকানের পাশ দিয়ে তারা মাথা নিচু করে হেঁটে যায়।

আপেল- কমলা- আঙুরের ঘ্রাণ তারা অনেক আগেই ভুলে গেছে।

মাছে- ভাতে বাঙালী ইলিশ মাছ এখন স্বপ্নেও দেখে না। রুই- কাতলাও এখন দিবাস্বপ্নের মত। শিং মাছ এখন সারাজীবনে একবার কেনা হয়। হ্যা, তারাও মাছ খায়। ঘাস টাইপের তেলাপিয়া আর পাঙ্গাস মাছও এখন বিলাসিতা।

দাম এত কেন? এইটা জিজ্ঞাসা করবেন?

সেই উপায় নাই। দোকানদারদের রেডিমেড উত্তর আছে। তারা বলবে, বেতন বাড়ছে, বেতন ডাবল হইছে। অথচ বেতন বাড়ছে মাত্র ৪% মানুষের। সরকারি চাকরিজীবীদের বেতন যেদিন ডাবল করা হল তার আগের সপ্তাহে গরুর গোস্ত ছিল ৬৫০ টাকা। বেতন ডাবলের ঘোষণার পর হল ৭০০। আর এখন কিনতে গেলে লাগে ৮০০ টাকা।

ব্রয়লার মুরগি, তেলাপিয়া- পাঙ্গাসের ছোট ছোট পিসও এখন সাধ্যের বাইরে..
তারা বলে দেশ দুই দিন পর মালায়েশিয়া হবে, তারপর সিংগাপুর- দুবাই হবে। অথচ এভাবে চলতে থাকলে, আমাদের চোখের সামনেই দেশটা একদিন সোমালিয়া হয়ে যাবে

চালের দাম আমার সাধ্যের মধ্যে এনে দেন। সপ্তাহে একদিন অন্তত ভাল- মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেন, ফলের দোকানে যাওয়ার রাস্তাটায় আমারে একটু আগায়ে দেন...

ভরসা অটোমেটিক চলে আসবে। কোন ফ্রেম- পোস্টার লাগবে না।

দুঃখিত,
৫০/৬০ টাকা কেজি মোটা চালের ভাত খেয়ে ভরসাটা ঠিকমত আসে না।

©

গত কয়েক বছর আগে:১ কেজি আলু - ১৫ টাকা১ কেজি পিয়াজ - ২০ টাকা১ কেজি রসুন - ৪০ টাকা১ ডজন ডিম - ৯০এখন:১ কেজি আলু - ৬০ টাকা১ ক...
26/06/2024

গত কয়েক বছর আগে:
১ কেজি আলু - ১৫ টাকা
১ কেজি পিয়াজ - ২০ টাকা
১ কেজি রসুন - ৪০ টাকা
১ ডজন ডিম - ৯০

এখন:
১ কেজি আলু - ৬০ টাকা
১ কেজি পিয়াজ - ৮০ টাকা
১ কেজি রসুন - ২০০ টাকা
১ ডজন ডিম - ১৭০ টাকা

আগের ১৬৫ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে ৫১০ টাকা।

মূল্যস্ফীতি কত পারসেন্ট হলো?
আপনার বেতন কত পারসেন্ট বাড়লো?
দিন চলে যাচ্ছে তো?

©

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআল...
20/06/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন...
20/06/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের চরিত্রে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটা নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও। আল্লাহ আমাদের গোটা জাতি কে হেফাজত করুন আমীন...🤲🤲

(সংগৃহীত)

এ যে কি এক প্যরাময় জীবন 😒
14/06/2024

এ যে কি এক প্যরাময় জীবন 😒

এই দেশে জন্ম নিয়ে সন্তুষ্ট আছেন?  নাকি আপসোশ? বিস্তারিত নিচে দেখুন ____________🇧🇩 প্রাথমিকে নিয়োগ হবে-নারী কোটা: ৬০%পোষ্...
05/06/2024

এই দেশে জন্ম নিয়ে সন্তুষ্ট আছেন? নাকি আপসোশ?
বিস্তারিত নিচে দেখুন ____________
🇧🇩 প্রাথমিকে নিয়োগ হবে-
নারী কোটা: ৬০%
পোষ্য কোটা: ২০%
মুক্তিযোদ্ধা কোটা: ৩০%
-----------------------------------------
মোট কোটা: ১১০% ।
হয়ত ১১০ পার্সেন্টকে সমন্বয় করে ±৯০% কোটা কার্যকর হতে পারে । আরও অনেক কোটা জাগ্রত হতে পারে ।

🇧🇩 রেলে নিয়োগ হবে-
পোষ্য কোটা: ৪০%
মুক্তিযোদ্ধা কোটা: ৩০% (এখন আছে ১৫%)
প্রতিবন্ধী ও এতিম কোটা ১০%
ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা: ২.৫%
আনসার ও ভিডিপি কোটা: ৫%
জেলা ৫ শতাংশ ও নারী কোটা: ৭.৫% (সমন্বিত)
------------------------------------------------------------------
মোটা কোটা: ৯৫%
হয়ত ৯৫ পার্সেন্টকে সমন্বয় করে ±৯০% কোটা কার্যকর হতে পারে ।

🇧🇩 এনটিআরসিএ নিয়োগ হবে-
নারী কোটা: ৩০%
মুক্তিযোদ্ধা কোটা: ৩০%
মোট ৬০% কোটা ইতিমধ্যে হয়ে যাবে । আরও কোনো কোটা যোগ হবে না এটা ভাবলে পাপ হবে ।

🇧🇩 বিসিএসে নিয়োগ হবে-
সেই আগের ৫৬% কোটা আবার জাগ্রত হবে ।

দ্রষ্টব্য: কোটা'র বাহিরে আরও রয়েছে বিশেষ হাইওয়ে কৌশল । যেমন: প্রশ্নফাঁস, প্রক্সি ও ডিভাইস আর ভাইভাতে অনেকের মামার লাল টেলিফোন ।

ফলাফল: মেধা (সাধারণ পরিবারের চাকরি হবে না এমন) বলতে আর কিছু অবশিষ্ট না থেকে শুধু শ্রমিক তৈরির কারখানা হবে এ দেশে । মুক্তিযোদ্ধারা যদি এত ক্লাসের দেশ এখন দেখত তবে তারা এটাই বলত, আমরা আসলে কেন নিজের আত্মা বিসর্জন দিলাম ?

মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দিক আমরা এটা ভালো মনে করি কিন্তু চাকরিতে কোটা কেন দিতে হবে একেবারে নাতিনাতনি পর্যন্ত ? আর ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কি হবে ?

(সংগৃহীত)

Address


Telephone

+8801752138365

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Bayzid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Bayzid:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share