06/09/2025
আমি শিখতে খুব ভালোবাসি, সবার কাছ থেকেই শেখার চেস্টা করি। আর এই শেখারই একটা অংশ হিসেবে মাঝে মাঝে আবৃত্তি প্র্যাকটিস করি। ভালো লাগলে বা খারাপ হয়ে থাকলে বা কোন ভুল হয়ে থাকলে সকল শুভাকাংখীকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি।