EP U আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি 🇧🇩

ধ/র্ম,  ব/র্ন,  জা/ত যাই ব্যবহার করা হোক, লক্ষ্য একটাই শোষণ, আর এটি হাজার হাজার বছর ধরেই চলে আসছে।
15/07/2025

ধ/র্ম, ব/র্ন, জা/ত যাই ব্যবহার করা হোক, লক্ষ্য একটাই শোষণ, আর এটি হাজার হাজার বছর ধরেই চলে আসছে।

আজ চাচা থাকলে ফেইলের সংখ্যা এত বেশি হতো না। ।
12/07/2025

আজ চাচা থাকলে ফেইলের সংখ্যা
এত বেশি হতো না।

এইসবের জন্য ছাত্র সমাজ দ্বায়ী, ৫ আগস্টের পর কারাগার থেকে সকল স/ন্ত্রা/সীদের ছেড়ে দিয়েছে এই ছাত্রসমাজ। আর তার পরিনতি ভোগ ...
11/07/2025

এইসবের জন্য ছাত্র সমাজ দ্বায়ী,

৫ আগস্টের পর কারাগার থেকে সকল স/ন্ত্রা/সীদের ছেড়ে দিয়েছে এই ছাত্রসমাজ। আর তার পরিনতি ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণের। লোকটিকে জীবিত অবস্থায়, পাথর দিয়ে তেথলে তেথলে মা/রা হয়েছে, যা দেখে কোনো সুস্থ মানসিকতার মানুষ সয্য করতে পারবেনা। এইদেশের পুলিশ, সেনাবাহিনী বলতে কিচ্ছু নেই। এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে, রাজনৈতিক দল থেকে বহিষ্কার, আর কয়েকমাস পর জামিন।

উপরে একজন আছে, তার দিকে তাকিয়ে ছাড়া কোনো উপায় নেই 😭

যৌতুক কে নেয় ?আমাদের সমাজে মেয়ে দেখতে যায় ছেলের মা,বোন, বাবা। বিয়ের সম্পুর্ণ কিছু থাকে তাদের হাতে। বিয়ের দিন তারিখ, গয়না...
08/07/2025

যৌতুক কে নেয় ?

আমাদের সমাজে মেয়ে দেখতে যায় ছেলের মা,বোন, বাবা। বিয়ের সম্পুর্ণ কিছু থাকে তাদের হাতে। বিয়ের দিন তারিখ, গয়না, দেনমোহর, খাট পালং,আলমারি ফ্রিজ,টিভি নামের যত যৌতুক আছে। সবকিছু নির্ধারণ করেন ছেলের মা বোন। মা যদি ছেলেকে বলে বাবা তোমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে, পৃথিবীর কোনো ছেলে মায়ের এই আদেশ মানা করার সাহস রাখেনা। বোন যদি ভাইকে অনুরোধ করে ভাই তকে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে, পৃথিবীর কোনো ভাই বোনের এই অনুরোধ মানা করতে পারবে না। এমন কী যৌতুকের পরিমাণটাও নির্ধারিত করে, ছেলের মা এবং বোন। তাহলে পুরুষ যৌতুক নিলো কীভাবে? আপনারা নারীরা নিজের ছেলে অথবা ভাইকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সামাজিক নিয়মে সবকিছু লাগবে, আবার নিজেরা বিয়ে করার সময় এই সামাজিক নিয়মের বিরোধিতা করেন। নিজে বউ হলে শাশুড়ী খারাপ, নিজে শাশুড়ী হলে বউ খারাপ। নিজে ভাবি হলে ননাস খারাপ, নিজে ননাস হলে ভাবি খারাপ। আপনাদের এমনি এমনি শ* য়তানের সাথে তুলনা করা হয়না। মা বোন তো নারীরাই হয়। সকল মা বোন নামের নারী যদি ঠিক করে, তাদের সন্তান, তার ভাইকে, যৌতুক ছাড়া বিয়ে দিবে তাহলে তো যৌতুকটাই তো বিলুপ্ত হয়ে যায়

বিয়ে ঠিক হতেই ছড়িয়ে পড়ল ‘ডান্সে’র ভিডিও। আপনি একবার ভাবুন, মেয়েটার কী পরিমাণ কষ্ট হচ্ছে!সে এখন আড়ালে গিয়ে কাঁদবে নিশ্চিত...
05/07/2025

বিয়ে ঠিক হতেই ছড়িয়ে পড়ল ‘ডান্সে’র ভিডিও। আপনি একবার ভাবুন, মেয়েটার কী পরিমাণ কষ্ট হচ্ছে!
সে এখন আড়ালে গিয়ে কাঁদবে নিশ্চিত। সামান্য একটা নাচের ভিডিওর কারণে কেউ বিয়ে ভেঙে দেয়?

অথচ কত মেয়ের অ'শ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পরও বিয়ে হচ্ছে। বিয়ের সময় সামান্য নাচের জন্য, ভিডিওর জন্য কিংবা হিডেন কোনো অতীতের জন্য বিয়ে ভেঙে দেওয়া—এগুলো একপ্রকার চরমপন্থা।

একটা মেয়ের ২০-৩০ বছরে অনেক কিছুই ঘটতে পারে। নাচবে, নাইটক্লাবে যাবে, রুমডেটে যাবে সব করবে। এটা তার স্বাধীনতার ভিতরে পড়ে। এসব খুঁজে বিয়ে ভেঙে দেওয়া অন্যায়।

আগামীর বাংলাদেশে এই চ'রমপন্থার কবর রচিত হোক। নারীরা তাদের স্বাধীনতা ফিরে পাক। আমরা আমেরিকার মতো বাবাহীন অর্ধেক জনসংখ্যা পাবো।

“ক্লোজ-আপ—পাশে আসার গল্প!”

সম্পর্ক টিকিয়ে রাখতে কখনো না*রীর কাছে নতো হবেন না, দরকার হয় ভিতর থেকে পু*ড়ে ছাই হয়ে যান, তবুও নতো হবেন না। নারী একবার যদ...
02/07/2025

সম্পর্ক টিকিয়ে রাখতে কখনো না*রীর কাছে নতো হবেন না, দরকার হয় ভিতর থেকে পু*ড়ে ছাই হয়ে যান, তবুও নতো হবেন না। নারী একবার যদি বুঝে যায়, তাকে ছাড়া আপনি অসহায়। খোদার কসম আপনাকে সারাজীবনের জন্য অসহায় করে রেখে দিবে।

এই খাবারগুলো কিনতে গেলে ৬ বাচ্ছার বাবাও কেঁদে দিবে। ।
29/06/2025

এই খাবারগুলো কিনতে গেলে ৬ বাচ্ছার বাবাও কেঁদে দিবে।

একবেলা খাবারের দাম (১৬ রিয়াল 🇸🇦) যা বাংলা টাকায় ৫২৮ টাকা। এইদেশে জিনিসপত্রের দাম অনুযায়ী ১ লাখ টাকা বেতনও খুবই কম 😐
26/06/2025

একবেলা খাবারের দাম (১৬ রিয়াল 🇸🇦) যা বাংলা টাকায় ৫২৮ টাকা। এইদেশে জিনিসপত্রের দাম অনুযায়ী ১ লাখ টাকা বেতনও খুবই কম 😐

24/06/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সাকিব সারা বাংলায়, নবাব 75❤️
13/05/2025

সাকিব সারা বাংলায়, নবাব 75❤️

মাত্র ১৫০ টাকার বাজার ❤️
06/05/2025

মাত্র ১৫০ টাকার বাজার ❤️

রাজুতে চল
27/04/2025

রাজুতে চল

Address

Matikata

Telephone

+966511272516

Website

Alerts

Be the first to know and let us send you an email when EP U posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EP U:

Share