GoWild

GoWild This page is for those who love to travel. Those who are interested in learning about new places.

24/07/2025

পাহাড়ের বুকে আগুন, প্রতিশ্রুতি আর সম্পর্কের এক বিস্ময়কর অধ্যায়…

পাহাড়ের জীবনে বসন্ত আসে অন্যভাবে। এইখানে গাছ পোড়ে, পাতা ঝরে, মাটি নরম হয়—তবেই নতুন চাষের শুরু। জুম চাষের আগুন এ পাহাড়ের জীবনের প্রথম পৃষ্ঠা,
যেখানে আগুন মানে শেষ নয়—নতুন শুরুর ঘোষণা।

ঠিক সেই আগুনের মতোই, আজও জ্বলছে একটি পুরনো প্রতিশ্রুতি।

একটি বিয়ে হয়েছিল ৩০ বছর আগে। ছেলের পরিবার দিয়েছিল ৫০০ রূপার মুদ্রা।
মেয়ের পরিবার বলেছিল—তিনটি শুকর উপহার দেবে।

তাদের তখন সামর্থ্য ছিল না। তবু কথা রেখেছিল তারা—একদিন দেবে।

তিন দশক কেটে গেছে, আজ সেই শুকরগুলো এসে পৌঁছেছে ছেলের পরিবারের কাছে।

শুধু শুকর নয়, এসেছে হৃদয়ের ঋণ শোধের আনন্দ, এসেছে পাহাড়ের মানুষের শান্ত বিনয়,
এসেছে সম্পর্কের গভীরতম সম্মান।

এই ভিডিও শুধুমাত্র একটি বিবাহ বা সংস্কৃতির গল্প নয়। এটি পাহাড়ি জীবনের এক সৎ এবং নিঃশব্দ অধ্যায়, যেখানে আগুন পুড়িয়ে দেয় গাছ, আবার জন্ম দেয় ফসলের—
ঠিক তেমনি সম্পর্কের আগুনেও পুড়ে গিয়ে উঠে আসে ভালোবাসার নতুন কুঁড়ি।

এই ভিডিওর ট্রেলারটি মাত্র শুরু.............
সম্পূর্ণ গল্প শিগগিরই আসবে ইউটিউবে।

16/07/2025

বান্দরবানের চিম্বুক রেঞ্জের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য পাহাড়—লিবলু হুং। দূর থেকে পাহাড়টার চূড়া দেখলে মনে হয় যেন কোনো বিশাল কচ্ছপ মাথা তুলে তাকিয়ে আছে আকাশের দিকে। তাই স্থানীয় আদিবাসীরা এই পাহাড়টার নাম রেখেছে “লিবলু হুং”—যার মানে কচ্ছপের মাথার পাহাড়।

15/07/2025

আগুন পুড়ে যাওয়া পাহাড়ের রুক্ষ পথে হেঁটে লিবলু হুং সামিট

14/07/2025

মাটির নিচে মৌচাক!

12/07/2025

এপ্রিলের শেষ সপ্তাহে, তীব্র গরম আর শুষ্ক হাওয়ার মাঝে আমরা পা রেখেছিলাম আলীকদমের দুর্গম পাহাড়ে। বর্ষায় যেসব পাহাড় সবুজে মোড়ানো থাকে, শুষ্ক মৌসুমে সেগুলোর রূপ যেন একেবারে ভিন্ন—ধূসর, বাদামি, লাল আর হলুদ রঙের এক অপরূপ ছবি।

10/07/2025

থানচি থেকে দুসরি বাজার –বিপদজনক পাহাড়ি রাস্তা!

ঝর্না
09/07/2025

ঝর্না

09/07/2025

বন্য পাহাড়ি ফুল যে রাস্তায় আপনাকে স্বাগতম জানাবে..........

08/07/2025

নিঃসন্দেহে বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তা.......

07/07/2025

এক্সট্রিম দুসরী বাজার রোড.

05/07/2025

প্রাণের বান্দরবান শহর থেকে দুসরী বাজার

Address

Matikata

Alerts

Be the first to know and let us send you an email when GoWild posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share