Md Roni Ahmed

Md Roni Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Roni Ahmed, Digital creator, Matikata.

22/07/2025

শীতে এসি বন্ধ রাখার আগে যে সব কাজগুলো আপনাকে করতে হবে।
১ প্রথম যে কাজটা দরকার, সেটা হল ব্যবহার না করলে এসি আনপ্লাগ করে রাখা- এতে শর্ট সার্কিটের ভয় থাকবে না।

২. এবার আসা যাক পরিষ্কারের বিষয়ে। এসির ফিল্টার দিয়ে শুরু করা যাক। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে ফিল্টার বের করে নিলেই হল। উইন্ডো এসির ক্ষেত্রে ফ্রন্ট প্যানেল খুলে তা বের করতে হবে। এর পর পানি দিয়ে ধুয়ে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে লাগিয়ে দিলেই হল

৩. এসির ভিতরে থাকে ইভাপোরেটর কয়েল আর বাইরে থাকে কনডেনসার কয়েল। দুটোই সাফ রাখা দরকার। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ইভাপোরেটর কয়েল মুছে নিতে হবে। আউটডোর ইউনিটের ক্ষেত্রে কয়েল ক্লিনার স্প্রে ব্যবহার করলে ভাল হয়, কেন না কনডেনসার কয়েলে ধুলো জমে বেশি।

৪. অনেকেই নিশ্চয়ই দেখেছেন সার্ভিসিংয়ের সময়ে ইঞ্জিনিয়াররা একটা টুথব্রাশ দিয়ে এসির ভিতরে একটা জায়গা সাফ করেন। ওটাকে বলে ফিন। আমাদেরও টুথব্রাশ দিয়েই তা করতে হবে। কোনও ফিনে বেন্ট থাকলে ফিন কম্ব দিয়ে তা আলতো করে সোজা করে দিতে হবে।
৫. এসির আর্দ্রতা যে অংশ শুষে নেয়, তাকে বলে কনডেনসেশন লাইন। এই জায়গাটা খুঁজে বের করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে জমে থাকা ময়লা টেনে বের করে আনতে হবে।

৬. সবশেষে আসে আউটডোর ইউনিটের কথা। ওটায় ময়লা জমে সবচেয়ে বেশি। তাই ওটা জল দিয়ে ধুতে হবে। একটা পাইপ দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ধোওয়া যায়। তবে খুব বেশি জল দেওয়া চলবে না, যাতে মেশিনের ক্ষতি না হয়।

৭. বাকি থাকে কেবল দুটো কাজ। এর পর ইনডোর আর আউটডোর দুই ইউনিট ঢেকে রাখতে পারলে ভাল হয়। তাতে ধুলো জমবে না।

প্রয়োজনে পোষ্ট টি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন।.

৮. কিন্তু সাবধান অনেক সময় এসির লক ভেঙে যেতে পারে এসির ফ্যান হাতে দিয়ে পরিষ্কার হয় না তাতে হাই প্রেসার মেশিন দিয়ে ওয়াশ করতে হয় এজন্য ভালো একজন টেকনিশিয়ান নিয়ে সার্ভিস করুন তাতে অনেক ভালো হবে তাহলেই আমরা আছি মিরপুরে সার্ভিসের জন্য কল করুন : 01745599013

অথবা আমাদের এই ভিডিওটা দেখেন 👇
https://www.facebook.com/share/v/17wyDmajkk/



18/07/2025
01/06/2025

“বিপদ চলে যাওয়া মাত্রই আমরা খোদাকে ভুলে যাই।”
—জন রে

ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় ফরিদপুর সদর, ফরিদপুর।
01/06/2025

ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়
ফরিদপুর সদর, ফরিদপুর।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অনন্যা।গত মঙ্গলবার বাড়ি...
27/01/2025

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অনন্যা।গত মঙ্গলবার বাড়ি থেকে বের হন তিনি,এবিষয়ে অনন্যার চাচা কি বলে শুনুন....

#ফরিদপুর #রবিবার২৭জানুয়ারি২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অনন্যা।গত মঙ্গলবার বাড়ি...
27/01/2025

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অনন্যা।গত মঙ্গলবার বাড়ি থেকে বের হন তিনি,এবিষয়ে অনন্যার চাচা কি বলে শুনুন....

#ফরিদপুর #রবিবার২৭জানুয়ারি২০২৫

18/01/2025

-অবুঝ বয়সেই আজ সে এতিম.!🥺💔

Address

Matikata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Roni Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share