13/01/2026
ককটেল হামলা খাগড়াছড়ি জামায়াতের এমপি প্রার্থীর বাসায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী,খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
অদ্য ১৩ই জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০ ঘটিকায় এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর বাসার সামনে( হোল্ডিং নাম্বার: ৭৫, জেলা পরিষদ অফিসার্স ডরমিটরি পিছনে, উন্নয়ন বোর্ড রেস্টহাউজ এলাকা, শালবন, ৬ নাম্বার ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা) কে বা কাহারা ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, "নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।