
02/01/2024
চকরিয়ায় 'সম্প্রীতির পাঠশালার' শীতবস্ত্র বিতরণ--
মোঃজুবাইরুল ইসলাম,চকরিয়া প্রতিনিধিঃকক্সবাজার জেলার চকরিয়া পৌরসভায় 'সম্প্রীতির পাঠশালা' নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন এই শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্প্রীতির পাঠশালার প্রধান উপদেষ্টা তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনের পৃষ্ঠপোষকতাই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতির পাঠশালার উপদেষ্টা রাকিব হাসান।
আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শিমন( ০৩ নং ওয়ার্ড), সমন্বয়ক হিসেবে ছিলেন রাহাদুর রহমান রাজা(০৪ নং ওয়ার্ড) ও আকিবুল ইসলাম প্রমুখ।
চকরিয়া পৌরসভার সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশতাধিক মানুষকে শীত বস্ত্র বিতরন করেছে পৌরসভার এই সেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতর পাঠশালা। প্রথম ধাপে ৯ টি ওয়ার্ডের নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের মাঝে শীতের পোষাক বিতরন করা হয়। ইতিমধ্যেই প্রকল্প- উষ্ণতার ছোঁয়া থেকে ৬০ টির অধিক পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দিয়েছেন সম্প্রীতির পাঠশালা পরিবার।
সম্প্রীতির পাঠশালার "প্লাস্টিকের বিনিময়ে শীতের পোষাক বিতরন" কার্যক্রমের প্রসংশা করে এলাকাবাসী জানান, "তরুন প্রজন্মের এমন উদ্যোগই পারে সমাজ,রাষ্ট্র বদলে দিতে"। তাদের কাজের প্রশংসা করে বলেন, এদের হাত ধরেই একদিন বদলে যাবে সমাজ ও দেশ।একদিন বিনির্মান হবে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
সম্প্রীতির পাঠশালার প্রকল্প- উষ্ণতার ছোঁয়ার কার্যক্রমের বর্ণনা করতে গিয়ে পৌরসভা ০১ নং ওয়ার্ডের প্রধান সমন্বয়ক বলেন, " বর্তমান সমাজে কেউ কারো দুঃখ কষ্টের ভাগ নিতে চাই না, তাদের পাশে থাকতে চাই না, যদি একজন মানুষ পার্শ্ববর্তী অপর মানুষের পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ দ্রুত বাংলাদেশ হবে স্মার্ট ও আমাদের পৌরসভা হবে সমৃদ্ধ " পৌরসভা।
শীত বস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন,"দুঃখে যাদের জীবন কাটে, কষ্টে কাটে রাত
তাদের জন্য বাড়িয়ে দিব,ভালোবাসার হাত।"তিনি আরও বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেক। বিস্তারিত বলতে গিয়ে তিনি প্লাস্টিকের পণ্য যথাযথ ও পুনঃব্যবহার করার তাগিদ দেন। পরিশেষে বলেন,"আসুন মানুষের পাশে দাঁড়াই,প্লাস্টিকের পণ্য পুঃনব্যবহার করি।"