Matiranga TV

Matiranga TV Matiranga TV
মাটিরাঙ্গা টিভি
Matiranga News
মাটিরাঙ্গা নিউজ ২৪
Darul Uloom Muhiul Islam Madrasah
Md.

Sohidul Islam - মোঃ সহিদুল ইসলাম
দারুল উলূম মুহিউল ইসলাম মাদরাসা মাটিরাঙ্গা
ফারেগীন ছাত্র পরিষদ মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসা

✉️ [email protected]

কাল রাত বারোটা থেকে প্রায় ফজর পর্যন্ত আমি ক্যাম্পাসের আশপাশ এলাকায় একটা অনুসন্ধানী অভিযান চালিয়েছি। বেশ কয়েকটা স্পটে ভয়া...
18/10/2025

কাল রাত বারোটা থেকে প্রায় ফজর পর্যন্ত আমি ক্যাম্পাসের আশপাশ এলাকায় একটা অনুসন্ধানী অভিযান চালিয়েছি। বেশ কয়েকটা স্পটে ভয়াবহ রকম দে'হব্যবসা চলে। দুইটা গ্রুপ এদের, একটা গ্রুপ নারী আরেকটা গ্রুপ ট্রান্স। প্রত্যেকটা স্পটেই কয়েকজনের সাথে কথা বলেছি সময় নিয়ে। নারীদের মধ্যে যারা এই কাজ করে তাদের অনেকেরই পরিবার আছে। পরিবার জানে তারা চাকরি করে বিভিন্ন জায়গায়।

এই পতিতাবৃত্তির সাথে স্থানীয় পুলিশ প্রশাসনও জড়িত। কমিশন খেয়ে মদদ দেয় তারা। কয়েকজনের তথ্য নিয়ে এসেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিবো শীঘ্রই।

সবচেয়ে এলার্মিং ব্যাপার হচ্ছে ট্রান্স নিয়ে। এদের মধ্যে একজনের ইংরেজি এক্সেন্ট খুব সুন্দর। জিজ্ঞেস করে জানলাম সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এলএলবিতে অনার্স করছে। বিলাসবহুল জীবন তার। তার সাথে কথাবার্তা বলে সামারি যেটা পেলাম - তার মতো এমন প্রস্টিটিউটের সংখ্যা প্রচুর। সার্জারী করে শরীরটা মেয়েদের মতো বানিয়ে দেহব্যবসায় নেমে পড়ছে বহু ছেলে/হিজড়া। দিনের আলোয় এদের অনেকেই আবার বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট, এমপ্লয়ি।

জিনিসটা আসলেই এলার্মিং। মানুষজন যদি এখনো এই বিকৃতির ব্যাপারে সচেতন না হয়, প্রতিরোধ গড়ে না তুলে সামনে ভয়াবহ যুগ আসতেছে।

— এবি জুবায়ের
সমাজসেবা সম্পাদক,ডাকসু

17/10/2025

ধর্ম অবমাননা কারির শাস্তি নিশ্চিত করতে হবে।

17/10/2025

গাজীপুর কালিয়াকৈরে একজন ১৩ বছরের মুসলিম শিশুকে এক মালাউন হি ন দু চক্র লাগাতর ৩ দিন ধর্ষণ করেছে। ভিডিওতে ঐ মেয়েটার কান্না সহ্য করার মত না।

এই মালাউন ধর্ষকেরা মুসলিম মেয়েদের টার্গেট করে একটা মিশন নিয়ে পুরো দেশে বিচরণ করছে। দিন দিন এই ধরণের ঘটনা বেড়েই চলছে।

কালিয়াকৈরের ঘটনা নিয়ে মিডিয়াতে কোন সাড়াশব্দ নেই। বর্তমান এই ঘটনা থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরানোর সুযোগ নেই। এই ঘটনার বিচার তথা ঐ মালাউনের মৃত্যুদণ্ড বাস্তবায়নে আমাদের লাগাতর সোচ্চার থাকতে হবে।

মিডিয়ায় সাড়াশব্দ নেই দেখে আমাদের মুসলিম সমাজও কেমন নিশ্চুপ হয়ে আছে। অথচ উচিত ছিল প্রতিটি ক্যাম্পাসে এই ঘটনার প্রতিবাদ হওয়া। আর রাজনৈতিক দলগুলোর কথা কি আর বলব। ভোট আর জোটের বাইরে যেন তাদের আর কোন দ্বীন নাই বর্তমানে। ভোট আর জোটই তাদের একমাত্র দ্বীন হয়ে গেছে।

এটাই সুযোগ। প্রত্যেক স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির মুসলিম ছেলেমেয়েদের নৈতিক দায়িত্ব মালাউনদের এই নিকৃষ্ট মিশন নিয়ে সোচ্চার হওয়া।

বিশেষত পুরো দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে বোনেরা এই ব্যাপারে প্রতিবাদের আয়োজন করতে পারেন। আপনাদের সচেতন হতে হবে। তারা টার্গেট করে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনাদের ইজ্জত নিয়ে খেলা করছে পুরো দেশে। আপনারা সোচ্চার হলে অনেক বোনের হুশ ফিরবে, অনেক বোনের ইজ্জত বেঁচে যাবে।

পাশাপাশি ধর্ষকের এই চক্রকেও বিচারের সম্মুখীন করা যাবে, তাদের পরিকল্পনা নস্যাৎ করা যাবে। দিন দিন এই ঘটনাগুলো যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা নিয়ে ব্যাপক সচেতনামূলক কর্মকাণ্ড ও মালাউন ধর্ষক চক্রকে উচিত শিক্ষা দেয়ার ব্যাপারে আমাদের পুরো মুসলিম সমাজের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব।

মনে রাখবেন, মুসলিম নারীর ইজ্জত এমনই অমূল্য রতন, যার জন্য যুগে যুগে অনেক সাম্রাজ্য ও শাসনের পতন ঘটিয়েছে মুসলিম বীরেরা।
ইফতেখার শিফাত হাফি.

17/10/2025

খেলা দেখার নেশা...?

17/10/2025

এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া!

যখন মসজিদ-মাদ্রাসায় এই কথাগুলো প্রায় বন্ধ হওয়ার পথে ঠিক তখনই আল্লাহ জেনারেল মানুষদের মধ্যে থেকে পুরো দেশের মানুষের সামনে সেই কথাগুলো প্রকাশ করাই দিচ্ছে।

ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইসলামী আর্দশের উপরই প্রতিষ্ঠিত হবে।

15/10/2025

হিন্দু ছেলের সাথে প্রেম তারপর পেটে বাচ্চা কিন্তু বিয়ে করতে রাজি না এখন তাই অনশন !

বিগঞ্জের ঘটনা। লাভ ট্রেপের শিকার হয়ে সে এখন ২ মাসের অন্তঃসত্ত্বা। ছেলে হিন্দু, মেয়ে মুসলিম।

03/10/2025

ডকুমেন্টারিঃ
জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা- আল জাজিরার আই ইউনিটের অনুসন্ধান!

Join Now:

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারকে আরো বড় করতে সহায়তা করুন 🔻
আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কিত
ইউটিউব চ্যানেলের লিংকঃ
Middle East থেকে ইউরোপ-আমেরিকা পর্যন্ত তাদের গোপন মিশন: https://youtu.be/MOGdr2xp0KU

টেলিগ্রাম চ্যানেলের লিংকঃ https://t.me/itihaseritihas

একজন পুরুষ হয়ে বিয়ে করেছেন আরেকজন পুরুষকে 😭বাংলাদেশের একমাত্র স্বামী যে বিয়ে করে দেড় মাস স্ত্রীর আদর পায়নি 😭😭দেড় ম...
28/07/2025

একজন পুরুষ হয়ে বিয়ে করেছেন আরেকজন পুরুষকে 😭
বাংলাদেশের একমাত্র স্বামী যে বিয়ে করে দেড় মাস স্ত্রীর আদর পায়নি 😭😭
দেড় মাস কাছে না পেয়ে
সন্দেহ বাদে,
তারপর ঘুমের ঘরে চেক করে যন্ত্র খুঁজে পায় 😄😄
রাজবাড়ীর গোয়ালন্দে দেড় মাস সংসার করার পর জানা গেছে, মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন, সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে ‘সামিয়া’ নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত ৭ জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলভি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়।

এরপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারের সঙ্গে ছিলেন সামিয়া। দেড় মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে, সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শান্ত গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইলে বলত, আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে।

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়ে ছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল।

ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার (২৬ জুলাই) সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার অন্যায়। আমার হরমোনজনিত সমস্যা আছে। তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।

16/06/2025

খাগড়াছড়ি মাটিরাংগা পাহাড়ে মিশরীয় খেজুর চাষ

Address

Matiranga TV Khagrachari
Matiranga
4450

Alerts

Be the first to know and let us send you an email when Matiranga TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category