Matlab Top News

Matlab Top News Matlab Top News সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ অনলাইন সংবাদ ।
সব খবর সবার আগে Matlab top News
তথ্য দিতে যোগাযোগ: 01841183200

20/06/2025

সুলভ মূল্যে স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই খেতে চলে আসুন অলিভা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, সুজাতপুর বাজারে...

মতলব উত্তরের দক্ষিণ টরকী একাদশ ক্লাবের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিতশামীম মিয়াজী মতলব উত্তর উপজেলা প্রতিনিধি:-চাঁদ...
20/06/2025

মতলব উত্তরের দক্ষিণ টরকী একাদশ ক্লাবের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

শামীম মিয়াজী মতলব উত্তর উপজেলা প্রতিনিধি:-

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকী একাদশ ক্লাবের উদ্যোগে ৭ম ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকালে টরকী মাদ্রাসা মাঠে টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)। তারেক জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সমাজসেবক মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের ফরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এসএ পলাশ, ক্রীড়া সংগঠক আলআমিন মিয়াজী প্রমুখ।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ফয়সাল। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন দক্ষিণ টরকী একাদশ ক্লাব বনাম উত্তর টরকী ইয়াং ষ্টার ক্লাব। ৩০ মিনিটের খেলা শেষে ট্রাইবেকারে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ টরকী একাদশ ক্লাব । পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান (জিয়া) বলেন, দীর্ঘ ১৭ বছর পর এই ধরনের একটি আয়োজন দেখলাম। এতে করে এলাকার যুবসমাজ উৎসবে আনন্দে মেতে উঠতে পেরেছে। এ ধরনের খেলাধুলা আয়োজন করলে যুবসমাজ খারাপ আড্ডা থেকে দুরে থাকে। তাই আমি আশা করি আগামী দিনে এসব খেলাধুলা আয়োজন অব্যাহত থাকবে।

20/06/2025

দক্ষিণ টরকী একাদশ ক্লা-বে-র উদ্যোগ ৭ম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা থেকে সরাসরি...

20/06/2025

রাজনৈতিক মা-ম-লা-য় চাঁদপুর জেলা কা-রা-গা-র থেকে বের হয়ে নে-তা কর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম।

মতলব উত্তরে অতর্কিত হা-ম-লা-র প্র-তি-বা-দে জহিরাবাদ গ্রামবাসীর মা-ন-ব-ব-ন্ধ-নমতলব উত্তর প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তরে...
19/06/2025

মতলব উত্তরে অতর্কিত হা-ম-লা-র প্র-তি-বা-দে জহিরাবাদ গ্রামবাসীর মা-ন-ব-ব-ন্ধ-ন

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে মামলার সাক্ষী হওয়ায় গত ১৮ জুন দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে অতর্কিত হামলার প্রতিবাদে মা-ন-ব-ব-ন্ধ-ন করেছেন ভূক্তভোগীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার জহিরাবাদ এ মা-ন-ব-ব-ন্ধ-ন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ ঘটনায় জহিরাবাদ গ্রামের আব্দুল হাই বকাউলের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে থা-না-য় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মিজানুর রহমানের জেঠাতো ভাই ইমরান হোসেনের সাথে স্থানীয় মান্নান খানমোঃ ইব্রাহিম খান ও রাহাত খান গংদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধে মামলা চলে আসছিল। ওই মা-ম-লা-য় ইমরান হোসেন বিজ্ঞ আদালতের রায় পান। ওই রায়ের প্রেক্ষিতে এক শতাংশ ভূমি নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করেন। পরে গত ১৮ জুন শুনানীতে গেলে উপজেলা ভুমি অফিসের সামনে বাদী পক্ষের উপর পূর্ব পরিকল্পিতভাবে মান্নান খানের ছেলে মোঃ ইব্রাহিম খান, রাহাত খান, রামদাসপুর গ্রামের মিন্টু মাঝি দৌলত ঢালী সহ আরো অজ্ঞাতনামা ৮-১০ জন মিলে তাদের উপরে অতর্কিত হামলা করে। এসময় বাদী মিজানুর রহমানকে মারধর করলে গুরুতর আহত হন। এছাড়াও রফিক সরকার ও ইমরান হোসেনও আহত হয়েছেন। পরে তারা পুলিশের সহায়তায় বাড়ি পৌছান। পরদিন বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন।
মিজানুর রহমান বলেন, মান্নান খান ও তার ছেলেরা আমাদের উপর অ-ত-র্কি-ত হা-ম-লা করে আমাকে এ-লো-পা-থা-রী মা-র-পি-ট করে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। আমি মাটিতে পড়েলে গেলে আমাকে হ-ত্যা-র উদ্দেশ্যে গলা চে-পে শ্বা-স-রু-দ্ধ করার চেষ্টা করে। আমাকে বা-চাঁ-তে এগিয়ে আসলে রফিক সরদার ও আসলাম সরকারকেও তারা মা-র-ধ-র করে। আমাদেরকে মে-রে ফে-ল-বে বলে তারা বিভিন্নভাবে হু-ম-কি ধা-ম-কি দিতেছে। আমরা এখন প্রা-ণ-না-শের ভ-য়ে আছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ইমরান হোসেন বলেন, আমি ৮ শতাংশ জায়গা নিয়ে আদালতে মামলা করেছি। ওই মা-ম-লা-র রায়ের প্রেক্ষিতে ভুলবশত নামজারি হয় ৭ শতাং। পরে এক শতাংশ নামজারি করার আবেদন করলে ১৮ জুন শুনানীতে আমাদের পক্ষে রায় দেন এসিল্যান্ড। এই রেস ধরে উপজেলা ভূমি অফিসের সামনে আমাদের উপর হামলা করে তারা।
মানববন্ধনকারী রফিক সরদার, আসলাম সরদার, শাহিনা বেগম বলেন, মান্নান খান ও তার ছেলেরা এত বছর আওয়ামী লীগের সাথে রাজনীতি করে সন্ত্রাসী কর্মকান্ড করেছে। তাদের সেই অত্যাচার আর বন্ধ হয়নি। তাদের অ-ত্যা-চা-রে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। গ্রামের আমার উপর স-ন্ত্রা-সী করে আবার উপজেলায় গিয়েও আমাদেরকে ভাড়া করা লোক দিয়ে মা-র-পি-ট করেছে। আমরা এলাকাবাসী তাদের অ-ত্যা-চা-র থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বিস্তারিত কমেন্টে...
19/06/2025

বিস্তারিত কমেন্টে...

19/06/2025

রাজনৈতিক মা-ম-লা-য় জামিন পাওয়ার পর সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ম-র-হু-ম নুরুল হুদার ক-ব-র জি-য়া-র-তে আসলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মুন্সী মোঃ জাহাঙ্গীর আলম

19/06/2025

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মুন্সী মোঃ জাহাঙ্গীর আলম রাজনৈতিক মা-ম-লা-য় জামিন পাওয়ায় আনন্দ মি-ছি-লের পর কথা বলছেন নে-তা ক-র্মী-রা...

19/06/2025

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মুন্সী মোঃ জাহাঙ্গীর আলম রাজনৈতিক মা-ম-লা-য় জামিন পাওয়ায় আনন্দ মি-ছি-ল...

19/06/2025

ব্রেকিং নিউজ
রাজনৈতিক মা-ম-লা-য় জামিন পেলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মুন্সী মোহাম্মদ জাহাঙ্গীর আলম

মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনাশামীম মিয়াজী:চাঁদপুরের মতলব উত্ত...
19/06/2025

মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা

শামীম মিয়াজী:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি প্রফেসর ড. এম. মেজবাহ উদ্দিন।
কলেজের গভর্নিং বডির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক নুরুন নাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী মোঃ আফজাল হোসেন, হিতৈষী সদস্য মোঃ আরিফ হোসেন। প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাসুদ পারভেজ।
আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম সরকার, আইসিডিডিআরবির কর্মকর্তা (অব.) এমএ জামান, সমাজসেবক সাইজ উদ্দিন মাতাব্বর, সহযোগী অধ্যাপক শুভ্রত দাস, ফারুক মিয়াজি, নিজাম উদ্দিন আহমেদ, সুজাতপুর নেছারিয়া উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, জসিম উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ রাফিকুল ইসলাম। মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী তাছনুর আক্তার ও শিক্ষার্থী তাসফিয়া আক্তার।
প্রধান অতিথি ড. এম. মেজবাহ উদ্দিন বলেন, এ বিদায় মানে একেবারে চলে যাওয়ার সেই বিদায় নয়, এটা হল শিক্ষা জীবনের একটি ধাপ থেকে আরেকটি ধাপে যাওয়ার বিদায়। তাই এটাকে বিদায় বলা যায় না। আমি আশা করি আজকে যারা উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষা স্তরে চলে যাবে, তারা আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং এলাকার সেবক হয়ে কাজ করবে।

Address

Chandpur
Matlab Bazar
3640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matlab Top News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share