Catwaali

Catwaali বিলাইওয়ালি ���
For promotion inbox us or whatsapp "01627895048"
(3)

টুনি : দেকেন এই বাসায় বিলোইদের একটুও সম্মান নেই,এত বড় ঘরে গুমানুর জুন্যু একটু জায়গা নাইতাই বাদ্দ হয়ে জুতার উপর গুমাচ্চি ...
09/10/2025

টুনি : দেকেন এই বাসায় বিলোইদের একটুও সম্মান নেই,এত বড় ঘরে গুমানুর জুন্যু একটু জায়গা নাই
তাই বাদ্দ হয়ে জুতার উপর গুমাচ্চি গায়েজ 🐸💩

আমি কোনোদিন ভাবিনি আমাকে এরকম পোস্ট শেয়ার করতে হবে (On behalf post)আমি একজন শিক্ষার্থী। আমার সামর্থ্য সীমিত, কিন্তু — আ...
09/10/2025

আমি কোনোদিন ভাবিনি আমাকে এরকম পোস্ট শেয়ার করতে হবে (On behalf post)
আমি একজন শিক্ষার্থী। আমার সামর্থ্য সীমিত, কিন্তু — আমার বিড়ালটা শুধু একটা পোষা প্রাণী না, সে আমার পরিবার, আমার সন্তান। তার নাম ব্রাউনি।

কিছুদিন আগে ওর প্রচণ্ড জ্বর, কাশি। নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারি, ও FIP Positive। রক্ত পরীক্ষায় শুরুতে FIP নেগেটিভ আসলেও, পেটের পানি টেস্ট করার পর রিপোর্টে FIP পজিটিভ ধরা পড়ে। Wet FIP বলে নিশ্চিত করেছেন ডাক্তার।

এছাড়া ওর কিডনিতে সমস্যা এবং রক্তে সংক্রমণও আছে। ওর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

আমি আপনাদের কাছে সাহায্যের জন্য এসেছি। ওর চিকিৎসার একমাত্র উপায় হচ্ছে ৮৪ দিনের GS ইনজেকশন থেরাপি। কিন্তু একজন ছাত্রী হিসেবে, এই ব্যয়বহুল চিকিৎসা চালানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

আমি হাল ছাড়ছি না। কারণ ও শুধু একটি বিড়াল না, সে আমার সন্তানের মতো। আমি চাই, বাঁচিয়ে রাখতে।

➡️ যদি সামান্য কিছু সাহায্যও করতে পারেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো।
➡️ দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, যাতে আরও কেউ দেখতে পান এবং সাহায্য করতে পারেন। আপনার একটা ছোট্ট সাহায্য হয়তো ওর জীবনের আশা হয়ে দাঁড়াতে পারে।
আমার সন্তানের জন্য দোয়া করবেন।

📍 Bkash: 01703199862
📍Nagad: 01610080929

মাসুদ কে বসে আনার তাবিজ হচ্ছেKaniva Bangladeshh এর পাউচ 🐸💩
09/10/2025

মাসুদ কে বসে আনার তাবিজ হচ্ছেKaniva Bangladeshh এর পাউচ 🐸💩

09/10/2025

বড় ছেলের সাথে একটু সুখ দুক্কের কতা কইতে চাইলাম,ছেলে আমার পাত্তা দিলোনা
তার অনেক অভিযোগ অভিমান কারন তার কোনো বউ নাই 🐸💩

💔গুল্লু,পিকু,বাত্তু এখনো ওদের কথা মনে হলেই আমার বুক কেপে ওঠে 🥲ওরা চলে যায় কিন্তু সারাজীবনের কস্ট রেখে যায় আমাদের জন্য 💔
09/10/2025

💔গুল্লু,পিকু,বাত্তু এখনো ওদের কথা মনে হলেই আমার বুক কেপে ওঠে 🥲
ওরা চলে যায় কিন্তু সারাজীবনের কস্ট রেখে যায় আমাদের জন্য 💔

আর দোয়া চেয়ো না গো ,আমি স্বর্গের ঐ রংধনুর ওপারে পৌঁছে গেছি।
আমার আর কোনও কস্ট হচ্ছে না।
ভালো থেকো ,ভুলে যেও না তোমাদের মাকসুদ সাহেব কে।
৯ অক্টোবর ,রাত ৩.৪৯।

মাসুদ : যে আমার আম্মা রে পায় নাই তার জুন্যু দুক্কু হয়...আর আমার আব্বা,আমার আম্মারে পাইচে তার জুন্যু আরো বেশি দুক্কুRA F ...
09/10/2025

মাসুদ : যে আমার আম্মা রে পায় নাই তার জুন্যু দুক্কু হয়...
আর আমার আব্বা,আমার আম্মারে পাইচে তার জুন্যু আরো বেশি দুক্কুRA F I
RA F I

09/10/2025

এভাবে পলিথিন খাওয়ার কারন কি...?

মশার মতো তোমার পাশে থাকতে চেয়েছিলাম,কিন্তু ভাবিনি তুমি কয়েল জ্বালিয়ে দিবে 🐸💩
08/10/2025

মশার মতো তোমার পাশে থাকতে চেয়েছিলাম,
কিন্তু ভাবিনি তুমি কয়েল জ্বালিয়ে দিবে 🐸💩

08/10/2025

ট্রিট দেখলে আর হুশ থাকেনা,কে মাসুদ কে টুনি কেউ কাওরে চেনেনা 🐸💩

08/10/2025

ছোটোবেলায় আম্মু ভুলভাল বুঝ দিয়া ওষুধ,খাবার খাওয়া দিতো
আজকে আমিও এই টেকনিক ট্রাই করলাম,
পাউচ এর লোভ দেখিয়ে কাচকলা খাইয়ে দিলাম 🐸💩🐸
এই জন্য ই বলে বেশি লোভ ভালোনা

08/10/2025

মিশুকে নিয়ে অনেকে অনেক কিছু বলেন,
আংকেল কে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করেন
ভিডিও টি দেখলে আশা করি আর করবেন না
ভিডিও টি না জানিয়ে দুর থেকে নেয়া,এত সুন্দর একটা মুহুর্ত দেখবো আমি নিজেও বুঝিনি
রিকশায় জ্যামে ছিলাম,দেখলাম মিশু দোকানের সামনেই আছে
দুর থেকে ভিডিও অন করলাম...ওরে ডাক দিলাম কিন্তু গাড়ির আওয়াজ এর কারনে হয়তো শুনেনি
অনেকের প্রশ্ন থাকে কেনো হার্নেস দেয়া হয়,দেখেন মেইন রোড গাড়ি চলাচল করে তাই যখন ও দোকানে আসে তখন হার্নেস দেয়া হয়
আর দেখতেই ত পাচ্ছেন মিশু কতটা কমফোর্টেবল আংকেলের সাথে,আর আংকেল ওরে কত ভালোবাসে
এত ভালোলাগার একটা মুহুর্ত ❤️

মাসুদ : গায়েজ আমি আবার ৩য় বার প্রেমে পরেছি,এখন আমি কি আবার পেহলা নাশা,পেহলা খুমার গান গাইতে পারবো...?🐸🤔কারন আমার মনে হচ্...
08/10/2025

মাসুদ : গায়েজ আমি আবার ৩য় বার প্রেমে পরেছি,এখন আমি কি আবার পেহলা নাশা,পেহলা খুমার গান গাইতে পারবো...?🐸🤔
কারন আমার মনে হচ্চে এটাই আমার আসল বালুবাসা
বাকি গুলা আবেগ চিলো🐸💩

Address

Dhaka
Matuail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Catwaali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share