30/11/2025
একটা বিড়ালের উপর এত ক্ষোভ,যে জীবন্ত আগুনে পুড়িয়েই দিলো
কালকে থেকে বার বার ভিডিও টা সামনে আসতেসে ইগনোর করতেসি আবার আসতেসে
দেখার সাহস নাই,যেটুকু দেখসি শুনসি ওর চিতকার বার বার আমার কানে ভাসতেসে
কলিজা কেপে উঠতেসে
সাধারণ ভূমিকম্পে নিজের ঘরের বিড়াল গুলো নিয়ে কি পরিমান যে আতংকে ছিলাম
আরে এই একটা জলজ্যান্ত প্রাণ তাও খাচায় বন্দী করে
কি ক্ষতি করসে? খাবার চুরি করে,পি পটি করে এই ত
আর কি করে অমানুষের মতো এভাবে যন্ত্রনা দিয়ে জীবন ত কেড়ে নেয় না
এ কেমন পৈশাচিক আনন্দ?
আমাদের দেশেও এর থেকে কম হচ্ছেনা
যার যার জায়গা থেকে আগানো উচিত এসবের বিরুদ্ধে
আল্লাহর কাছে ওদের জন্য হেদায়েত চাইনা,চাই এই বোবা প্রাণীর যেই পরিমান কষ্ট হয়েছে,তার থেকে একশো গুন ওদের হোক