22/01/2025
সবাই ফিরে আসলো কিন্তু আপনি,,,,,,,,,,!
সিলেটের ভাইয়েরা কিছু একটা করুন উনার মুক্তির জন্য!
মুফতি আব্দুল্লাহ আল মায়মুন হাফি:
★
সিলেটের ক্ষণজন্মা আলেম লন্ডনে হাদিসের খিদমাতে মশগুল
শাইখুল হাদিস মাহমুদ হুসাইন দা:বা এর সাহেবজাদা তিনি।
সিলেটের দক্ষিণসুরমাস্থ তেতলির বাসিন্দা তিনি।
জামেয়া দারুল হুদা সিলেটের শিক্ষক হিসেবে ছিলেন বেশ কয়েক বছর।
মুক্তির পথ তরান্বিত হোক।
★
কয়েদি আলেম।
সিলেটের সেই মাজলুম দা'ঈ।
জানেনই তো! এই নাটকের দেশে দ্বীনের দাঈ'দের কতো বাজে ভাবে ফাঁসানো হয়। মিথ্যা মামলার তোকমায় তাকেও তুলে নিলো ওরা।
টানা কয়েকদিন আটকে রেখে চুল-গোঁফ লম্বা হওয়ার পর জ'ঙ্গি অভিযোগে
গ্রে'ফ'তা'র দেখালো তাকে। অত:পর বাহবা আর অস্কার কুড়িয়ে শান্তি হলো স্বদেশী জা'নো'য়া' রে'রা!
আমরাও তাকে ভুলে গেলাম।
আচ্ছা, তিনি কি আমাদের কেউ ন'ন?
_অথচ আমরা দাবি করি সকল মুসলমান যেন একটা অবিচ্ছিন্ন শরীরের মতো।
তবুও তার প্রতি এতো নির্মম অত্যাচারেও আমরা মোটেই ব্যথিত হইনি।
জানিনা অন্ধকার কুঠুরিতে কতোটা ট'র্চা'র হচ্ছে তার উপর।
ফ্যামিলি থেকে দূরে কেমন আছেন আল্লাহ'ই ভালো জানেন।
আল্লাহ তার প্রতি রহম করুন।
মুফতি আব্দুল্লাহ মায়মুন হাফি:
– ✒️ইবনে মাহমুদ