Saidul Islam Salehi পল্কীরপারী

Saidul Islam Salehi পল্কীরপারী সব সময় সবার আগে সত্যে ও ন্যায়ের পক্ষে অবহেলিত মানুষের কথা বলে।

Mim Tv সব সময় সবার আগে সত্যে ও ন্যায়ের পক্ষে অবহেলিত মানুষের কথা বলে। Mim Tv মূল উদ্দেশ্য সব সময় সত্যকে তুলে ধরা। এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যকে সবার সামনে প্রকাশ করা। Mim Tv সব সময় ন্যায় সততা সত্যি সবার সামনে তুলে ধরা। Mim Tv সারা বিশ্বের খবরা খবর আপনার কাছে পৌঁছে দিবে মুহূর্তের মধ্যে। সত্যি ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার সত্যি ঘটনা কি তুলে ধরব সবার সামনে Mim Tv

আপনার বিশ্বস্ত টিভি চ্যানেল। Mim Tv যে সকল নিউজ তুলে ধরবে আপনার সামনে রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, খেলাধুলা, সারাদেশ রাজনীতি, বিনোদন, রাজধানী, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম, শিক্ষা, সোশ্যাল মিডিয়া, প্রবাস,কৃষি,সাহিত্য,স্বাস্থ্য,আইন আদালত খবর খেলার খবর সাংস্কৃতিক খবর দেশ ও জনপদের খবর কৃষি খবর সত্যি ঘটনা সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর। সবাই Mim Tv পেজটিকে লাইক হ্যালো করে পাশে থাকবেন।

16/07/2025
14/07/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
১২:৩০ মিনিটের সময়
আমার আব্বা দুনিয়া হতে চির বিদায় হয়েছেন🥲
মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরি উত্তরপল্কী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে।
উক্ত মরহুমের জানাজার নামাযে শরিক হওয়ার জন্য প্রত্যকে দাওয়াত যাইতেছে

09/07/2025

স্যারের বিদায় 😁

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পো...
03/07/2025

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দূত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। জানি না কতক্ষণ রাখা যাবে হয়তো মহিলাটার মা"নসিক সম'স্যা আছে।

Collected

যারা যারা অপরাধ করছে তাদের সবাইকে ধরে আলুর ভর্তা করা হোক
03/07/2025

যারা যারা অপরাধ করছে তাদের সবাইকে ধরে আলুর ভর্তা করা হোক

30/06/2025

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

ভাইয়ে ভাইয়ে কতটা মিল থাকলে চারটা পরিবারে যুগের পর যুগ একসাথে বসবাস করা যায়?  আসলেই কি সম্ভব?✊হ্যাঁ - অবশ্যই সম্ভব যদি...
25/06/2025

ভাইয়ে ভাইয়ে কতটা মিল থাকলে চারটা পরিবারে যুগের পর যুগ একসাথে বসবাস করা যায়? আসলেই কি সম্ভব?✊

হ্যাঁ - অবশ্যই সম্ভব যদি বৌয়ের কথায় উঠাবসা না করেন।
আর জায়গা সম্পত্তি নিয়ে ভাগাভাগি মারামারি না করেন।😊

শুধু বৌয়ের কারনে আজ কতো ভাইয়ে ভাইয়ে যুগের পর যুগ সম্পর্ক বিচ্ছিন্ন,,, শুধু ভাইয়ে ভাইয়ে না, কতো মা বাবার সাথে ও সম্পর্ক নেই অনেকের। 🤦‍♂️

পরিশেষে কথা একটাই - ভাই বড় ধন রক্তের বাঁধন তবুও পৃথক হয় নারীর কারণ।💝

ভালো থাকুক ভাইয়ে ভাইয়ে মধুর সম্পর্ক গুলো এবং আরও ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা ভাই বোনদের সম্পর্ক।❤️‍🩹🫶

কালাপুর বাজার এবং আনান কোম্পানির মাঝামাঝি দুর্ঘটনা হয় ট্রাক্টর এবং টাকে ধাক্কা খায় কে  সিমেন্ট টাক উল্টে যায় যাওয়ার ...
24/06/2025

কালাপুর বাজার এবং আনান কোম্পানির মাঝামাঝি দুর্ঘটনা হয় ট্রাক্টর এবং টাকে ধাক্কা খায় কে সিমেন্ট টাক উল্টে যায় যাওয়ার পর হেলপারের মাথার সামান্য আঘাতপাত্র হয় মানুষ মারা যায় নাই অবশ্য আল্লাহ বাঁচাইছে

23/06/2025

কাতারসহ মধ্যপ্রাচ্যে অনেক আপনজন আছেন।আল্লাহ সকলকে হেফাজত করুন।আমিন।

কুলাউড়ায় মা ও মেয়ে নিখোঁজ, খুঁজছে পরিবারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক মা ও তার শিশুকন্যা নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছ...
22/06/2025

কুলাউড়ায় মা ও মেয়ে নিখোঁজ, খুঁজছে পরিবার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক মা ও তার শিশুকন্যা নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২১ জুন শনিবার দুপুর ২টার দিকে স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ দুইজন হলেন কুলাউড়া উপজেলার উত্তর কৌলা গ্রামের মোছাঃ আকলিমা বেগম (২২) এবং তার মেয়ে মরিয়ম আক্তার তানিশা (২)। আকলিমা বেগমের পিতার নাম মুছন আলী এবং স্বামী রেজান আহমদ।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আকলিমা বেগম তার স্বামীর বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছিল তার ছোট মেয়ে তানিশা। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজ আকলিমা বেগমের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, নিখোঁজের সময় তার পরনে ছিল কালো বোরকা। তার মেয়ে মরিয়ম আক্তার তানিশার গায়ের রংও ফর্সা, উচ্চতা আনুমানিক ৩ ফুট ৩ ইঞ্চি এবং পরনে ছিল লাল ফ্রক ও সাদা পায়জামা।

এ ঘটনায় আকলিমার বাবা কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

যদি কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:
০১৭৫৪৬৭১৪৩৯ (মুছন মিয়া)
০১৭৪৯২৬৭৪৯৮ (তুরাই মিয়া)

21/06/2025

বাবার জানাজা শেষ করে বাড়িতে এসে দেখে গর্ভধারিণী মা-ও ইন্তেকাল করেছেন 😭
আল্লাহ ধৈর্য দিক।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Saidul Islam Salehi পল্কীরপারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category