Moulvibazar Barta - মৌলভীবাজার বার্তা

Moulvibazar Barta - মৌলভীবাজার বার্তা নির্যাতন, নিপীড়ন, অন্যায়-অত্যাচার, ঘুষ দূর্নীতি, দুঃশাসন, দেশদ্রোহীতার বিরুদ্ধে বার্তা ।

Permanently closed.
22/08/2024

মৌলবীবাজার ডেস্ক -২২শে আগস্ট _
সদর উপজেলার চাঁদনি ঘাট ইউনিয়নের বালিকান্দি ও বলিয়ার ভাগ এলাকায় স্থানীয় সেচ্ছাসেবকদের মনু নদীর বন্যা মোকাবিলার কর্ম তৎপরতা।

22/08/2024
22/08/2024

মৌলবীবাজার ডেস্ক -২২শে আগস্ট - মৌলবীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মনু নদীর পানি বিপদজনক অবস্থা। জেলা শহরের সেন্ট্রাল রোড ও সৈয়ারপুর এলাকায় মানুষ পানি বৃদ্ধির কারনে আতংকিত ।
এটি সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের বালিকান্দি থেকে কিছুক্ষণ আগের চিত্র।

22/08/2024

মৌলবীবাজার ডেস্ক ২২শে আগস্ট-
মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সারা জেলার কয়েকটি উপজেলার কয়েক লক্ষ পানি বন্দি মানুষের উদ্বিগ্নতা ও ভয় বাড়লেই,,,
কিছুক্ষন আগে মৌলবীবাজার শহরের সেন্ট্রাল রোডে বেশ আতংকগ্রস্হ অবস্থায় মানুষ শহরের পশ্চিম বাজারের থেকে পোস্ট অফিস পর্যন্ত কয়েকটি জায়গায় কিছুটা আতংকিত করছে এলাকাবাসী সহ সারা শহর । মনু নদীর তীর ঘেঁষে শহরপ্রান্তে ফ্লাড ওয়াল বেশ হেলে যাওয়ার দৃশ্য চোখে পড়ার মত ।তাছাড়া এই ওয়ালের নীচ দিক থেকে পানি এসে শহরে ঢুকছে ।
তবে এ রিপোর্ট লেখার সময় পানি কিছুটা কমার প্রমান ও পাওয়া গেছে ।আবার ভারতের ত্রিপুরায় সীমান্তবর্তী এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে তাতে আবার পানি বাড়ার আশঙ্কা ও আছে ।পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের মাঠ পর্যায়ে তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছে না ।তবে সব জায়গাতেই তরুন যুবকদের সেচ্ছাসেবক দের তৎপরতা দেখা গেছে ।

31/12/2022

মৌলবীবাজার বার্তার সকল পাঠক আর লাইকার সহ যারা সাথে আছেন সবাইকে

HAPPY NEW YEARS 2023

মৌলভীবাজার বার্তার পেজে সম্মানিত অন্তর্ভূক্ত ব্যাক্তি এবং  শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে পেজের অগ্রগতি বৃদ্ধির জন্য ...
21/11/2021

মৌলভীবাজার বার্তার পেজে সম্মানিত অন্তর্ভূক্ত ব্যাক্তি এবং শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে পেজের অগ্রগতি বৃদ্ধির জন্য আপনাদের সাহায্য সহযোগীতা ও সমর্থন আমাদেরকে আগামীতে আরও বেশি এগিয়ে যেতে উৎসাহিত করবে।
দেশে বিদেশে আপনাদের ফ্রেন্ডলিস্টে থাকা বৃহত্তর সিলেটিয়ানদের পেজে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ দেয়ার জন্য আপনাদের কাছে সহযোগীতা জানাই।

মৌলভীবাজার বার্তার খবর নির্ভীক,নিরপেক্ষ ও ৭১এর চেতনায় বস্তুনিষ্ঠ খবরে প্রতিজ্ঞাবদ্ধ।
সবাইকে আবারো শুভেচ্ছা আর শুভকামনা ।।

মুক্তিযুদ্ধে বেতিয়ারারবীর শহীদদের কথা-২৫ মার্চ ১৯৭১ মধ্যরাতে ঢাকায় পাক হায়েনাদের 'অপারেশন সার্চ লাইট' নামের বিভীষিকাম...
11/11/2021

মুক্তিযুদ্ধে বেতিয়ারার
বীর শহীদদের কথা-

২৫ মার্চ ১৯৭১ মধ্যরাতে ঢাকায় পাক হায়েনাদের 'অপারেশন সার্চ লাইট' নামের বিভীষিকাময় নারকীয় হত্যাকাণ্ড, লুটপাট অগ্নিসংযোগের পরে জীবন বাঁচাতে বহু মানুষ ছুটে চলে শহর ছেড়ে গ্রামে। সর্বত্রই শুরু হয় প্রতিবাদ-প্রতিরোধ। মুক্তিযুদ্ধ।
অসংখ্য মানুষ দেশ ছেড়ে পাড়ি জমায় ভারতে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি সীমান্ত আগরতলা। সময়টা এপ্রিলের মাঝামাঝি। বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ সদস্যরা জমায়েত হতে শুরু করেছেন আগরতলায়। ওখানকার সিপিআইয়ের সহায়তায় মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী ন্যাপ- কমিউনিস্ট পার্টি - ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ঠাঁই হয়েছে ক্রাফটস ইনস্টিটিউশন হোস্টেলে। বামেদের মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ গ্রহণের বিষয়টা খুব সহজ ছিল না। মণি সিংহ এবং অধ্যাপক মোজাফফর আহমদের প্রচেষ্টায় প্রশিক্ষণের ব্যবস্থা হয়।
২৭ মে বিকেলে প্রথম দলটি আগরতলা বিমানবন্দর হয়ে আসামের তেজপুরে পৌঁছায়। ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর প্রশিক্ষণার্থী দলকে অভিনন্দন জানিয়ে গেরিলা প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে যান। ২৮ মে থেকে শুরু হয় প্রশিক্ষণ। প্রতিটি স্কোয়াডে ১০ জন করে ১০টি স্কোয়াডে ভাগ করে দেয়া হয়। এরপর চলতে থাকে প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ। ১৭ জুন তেজপুর ক্যান্টনমেন্টে ন্যাপ- কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর প্রথম দলের প্রশিক্ষণ শেষ হয়। এদের মধ্য থেকে ৪৫ জনকে বিশেষ প্রশিক্ষণের জন্য নেয়া হয় চীন সীমান্তের কাছাকাছি নেফা নামক একটি স্থানে। প্রশিক্ষণ শেষে সবাই ১৫ জুলাই বাইখোরা বেস ক্যাম্পে এসে পৌঁছায়। ১৮ জুলাই সবার হাতে তুলে দেওয়া হয় যুদ্ধ অস্ত্র।
১৯ জুলাই ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ ও সরদার আব্দুল হালিম ক্যাম্প পরিদর্শন করে মুক্তিযোদ্ধাদের রাজনৈতিকভাবে উজ্জীবিত করেন। সময় পার হতে হতে অক্টোবরের প্রথম সপ্তাহে গেরিলা বাহিনীরা অস্ত্রশস্ত্র নিয়ে দেশে প্রবেশের অনুমতি পায়। কমিউনিস্ট নেতা ওসমান গনির নেতৃত্বে এই দলটি সফলভাবে বাংলাদেশ প্রবেশ করতে সক্ষম হয়।
নভেম্বরের প্রথমদিকে কমরেড মঞ্জুরুল আহসান খানের নেতৃত্বে আরো কয়েকটি দল বাংলাদেশে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়। ১১ নভেম্বর ন্যাপের চৌধুরী হারুন-অর-রশিদ, কমিউনিস্ট নেতা মঞ্জুরুল আহসান খান ও কমান্ডার আব্দুর রউফের নেতৃত্বে গেরিলা বাহিনীর সব ক'টি দল বাংলাদেশের বিলোনিয়া সীমান্তের অপর প্রান্তে ত্রিপুরা রাজ্যের চোত্তাখোলা পৌঁছায়। চোত্তাখোলার পশ্চিম সীমান্তে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘির পাশের রাস্তা ধরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলাদের স্বদেশে ফেরার সকল প্রস্তুতি সম্পন্ন। ন্যাপ নেতা চৌধুরী হারুন অর রশিদ গেরিলা দলগুলোকে শেষবারের মতো সবকিছু বুঝিয়ে দিলেন। সামনের দুটো দল দুদিগ থেকে এগিয়ে গেল সীমান্তের পানে। এই দুটো দল সফল হলে অন্যরাও এগিয়ে যাবেন সেই পথ ধরে। ওদের হাতে অস্ত্র শস্ত্র আর ন্যাপের 'নতুন বাংলা' কমিউনিস্ট পার্টির 'মুক্তিযুদ্ধ' পত্রিকা।
প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষের দিকে খন্দকার মোস্তাক গংয়ের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ মার্কিন সাম্রাজ্যবাদের নীলনকশা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি এবং পাকিস্তানের সাথে রাজনৈতিক সমঝোতার অশুভ প্রচেষ্টা চালানোর একটি বিশেষ প্রতিবেদন 'নতুন বাংলা' পত্রিকায় প্রকাশিত হয়। সকল বামপন্থী দলগুলো এ বিষয় নিয়ে অস্থায়ী সরকারের দৃষ্টি আকর্ষণ করে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে। ফলে মোস্তাক গংয়ের প্রচেষ্টা ভেস্তে যায়।
সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পানে এগিয়ে চলে গেরিলা দল। গেরিলা দল সিএন্ডবি সড়কে পৌঁছার আগেই ওত পেতে থাকা থাকা শত্রুবাহিনীর মুখামুখি পড়ে যায় । শুরু হয় গোলাগুলি। পাকসেনারা গেরিলা দল দুটিকে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলে। অসীম সাহসী যোদ্ধাদের অনেকেই পাক সেনাবাহিনীর বুহ্য ভেদ করে বেরিয়ে আসতে সক্ষম হয়। যুদ্ধে গেরিলাদের ৫ জন ঘটনাস্থলেই শহীদ হন এবং ৪ জন পাকসেনাদের হাতে ধরা পড়েন। চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা গ্রামের কাছাকাছি পাকবাহিনীর ক্যাম্পে নির্মম নির্যাতনের শিকার হয়ে গ্রেফতারকৃত ওই ৪ জন শহীদ হন।
ওরা ৯ জন ন্যাপ- কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুম মুনির, নিজাম উদ্দিন আজাদ, বশিরুল ইসলাম, জহির জহিরুল হক দুদু, শহীদুল্লাহ সাউদ, আব্দুল কাদের, আওলাদ হোসেন, শফিউল্লাহ ও আব্দুল কাইয়ুম।
ওদের স্মৃতি নিয়ে শির উঁচু করে দাঁড়িয়ে আছে বেতিয়ারার শহীদ মিনার।
লাখো শহীদের কাঙ্খিত বৈষম্যহীন, অসম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় আজও বীর মুক্তিযোদ্ধা, সৎ, আদর্শবান মানুষেরা তাদের সাধ্যমতো লড়াইয়ের পতাকা বহন করে চলেছেন। আকাঙ্ক্ষা ছিল স্বাধীন বাংলাদেশের সংসদে সরকার এবং বিরোধী দলের আসনে থাকবেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু ৭৩ এর সংসদ নির্বাচনের মধ্য দিয়েই সেই ধারাটি বাধাগ্রস্ত হয়েছে। তার পরবর্তী অবস্থাটা বারবার কালো পর্দায় আচ্ছাদিত হয়ে গেছে।
প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার জন্য সৎ, আদর্শবান, নির্লোভ, মানুষ ও প্রকৃত মুক্তিযোদ্ধারা এক কাতারে দাঁড়িয়ে অপার সম্ভাবনার বাংলাদেশ গড়তে গণমানুষকে উদ্বুদ্ধ করতে পারে।

পূজামন্ডপ ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ সমাবেশ।------------------------------------------------------------...
16/10/2021

পূজামন্ডপ ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ সমাবেশ।
-------------------------------------------------------------------------

মৌলভীবাজার বার্তা ডেস্কঃ-
দেশের বিভিন্ন স্থানে দূর্গা পুজায় ও দশমীতে পূজা মন্ডপে হামলা, ভাংচুর ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।
১৬ অক্টোবর শনিবার বিকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্ত্বরে জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট পিযূষ কান্তি সেন এর সভাপতিত্বে ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নির্মল কান্তি দে এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, সহ-সভাপতি আস রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আজয় সেন, মৌলভীবাজার জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মন্দির কমিটি ও সনাতনধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা দেশব্যাপি বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দিরে হামলা,ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীন গনতান্ত্রিক দেশে ধর্মীয় উৎসব পালনে এ ধরনের হামলা ও হত্যা কাম্য নয়। দ্রুত তদন্ত কমিটি গঠন করে সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত ও এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

মৌলভীবাজার ছাত্রশিবিরের দুই নেতা আটক !!!!-------------------------------------------------মৌলভীবাজার বার্তা ডেস্কঃ-মৌলভী...
16/10/2021

মৌলভীবাজার ছাত্রশিবিরের দুই নেতা আটক !!!!
-------------------------------------------------

মৌলভীবাজার বার্তা ডেস্কঃ-
মৌলভীবাজার সদর থানা পুলিশ শুক্রবার (১৫ অক্টোবর) গভীররাতে অভিযান চালিয়ে জিহাদী বই, লিফলেটসহ দুই শিবির নেতাকে আটক করেছে। মৌলভীবাজার জেলা শহরের ৬৪১ পূর্ব সুলতানপুর এলাকার চাঁদ মিয়ার বসতবাড়ি উত্তরপাশের টিনশেড ঘর থেকে তাঁদের আটক করা হয়।

তবে সম্প্রতি সংগঠিত পূজামন্ডপে হামলার সাথে এদের কোন সম্পৃক্ততা নেই বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলো, মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি সাব্বির ইসলাম তানভির (২২) ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মো. বখতিয়ার। এদের একজনের বাড়ি রাজনগর উপজেলায় ও অপরজনের বাড়ি কুলাউড়া উপজেলায়।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার এর হলরুমে এক প্রেস ব্রিফিং এ মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার এই তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, এ বি এম অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুজাহিদুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ।

পুলিশ জানায়, এই দুজনের নেতৃত্বে ঘটনাস্থলে রাষ্ট্রদ্রোহী ও ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপনে শলা পরামর্শ করছিলো কতিপয় দুষ্কৃতিকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী আরিফ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চারায়। এসময় অন্যান্যরা দৌড়ে পালিয়ে গেলেও তানভির ও বখতিয়ারকে পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জিহাদী বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোনসহ ২৬ ধরণের বই উদ্ধার করা হয়।পুলিশ জানায় ধৃত দুজনকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।
এদিকে দুর্গাপূজার সময় সংঘটিত কর্মকান্ডে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ২জনকে গ্রেফতার করা হয়েছে।

এবারের ৫দিন ব্যাপী দূর্গোৎসব শুরু-------------------------------------মৌলভীবাজার বার্তা ডেস্কঃ-গত কাল ১১ই অক্টোবর সোমবার...
12/10/2021

এবারের ৫দিন ব্যাপী দূর্গোৎসব শুরু
-------------------------------------
মৌলভীবাজার বার্তা ডেস্কঃ-
গত কাল ১১ই অক্টোবর সোমবার থেকে ৫ দিন ব্যাপী সনাতনী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে।
মূলত সপ্তমী অষ্ঠমী ও নবমী এই তিন দিন দশহস্তা দেবী দূর্গার আনুষ্ঠানিক পূজা অর্চনা ও বিভিন্ন উপাচারে মহা সাড়ম্ভরে পালিত হয়ে থাকে। সনাতনী শিশু নারী পুরুষ নির্বিশেষে এ পূজোয় অংশগ্রহন দেবীর কাছে বর প্রার্থণা করেন। তিনদিনের পূজা শেষে পরদিন দশমীতে যথাযোগ্য ভক্তি ও শ্রদ্ধায় দেবী দশভূজার বিসর্জন ও দুঃখ ভারাক্রান্ত মনে চোখের জলে বিদায় জানানো হয়।
এবার সারাদেশে মোট ৩১৯৩২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং আমাদের মৌলভীবাজার জেলায় ৯০৪টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।যদিও এই দুই সংখ্যার চেয়ে অধিক পূজা মন্ডপে দেবী দূর্গার পূজো হওয়ার কথা ধারণা করা হচ্ছে।
মৌলভীবাজার বার্তার পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে শারদীয় উৎসবের শুভকামনা ও শুভেচ্ছা।

মৌলভীবাজারের জুড়ীতে নতুন থানা ভবনের উদ্ভোধন ।মৌলভীবাজার বার্তা ডেস্কঃ-মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আজ ৯ই আক্টোবর রোজ  শ...
09/10/2021

মৌলভীবাজারের জুড়ীতে নতুন থানা ভবনের উদ্ভোধন ।

মৌলভীবাজার বার্তা ডেস্কঃ-

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আজ ৯ই আক্টোবর রোজ শনিবার নতুন অত্যাধুনিক থানাভবন উদ্বোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন এর সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি মোঃ নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। থানাভবন উদ্ভোধন শেষে ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গণপূর্ত বিভাগ (PWD) ও স্থাপত্য অধিদফতরের বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় সাত কোটি একত্রিশ লাক্ষ চুয়াল্লিশ হাজার তিন শত পঞ্চাশ টাকা ব্যয়ে ছয়তলা ভিত বিশিষ্ট চারতলা আধুনিক জুড়ী থানা ভবন নির্মিত হয়।

মুক্তিযোদ্ধা সাংবাদিক রাধিকা মোহন গোস্বামী র আজ ১৭ তম মৃত্যুবার্ষিকী --------------------------------------------‐------...
29/09/2021

মুক্তিযোদ্ধা সাংবাদিক রাধিকা মোহন গোস্বামী র আজ ১৭ তম মৃত্যুবার্ষিকী
--------------------------------------------‐---------------------------------------মৌলবীবাজার বার্তা ডেস্ক
---------------‐--------------------
আজ মৌলবীবাজার জেলার প্রথিতযশা সাংবাদিক প্রয়াত রাধিকা মোহন গোস্বামীর মৃত্যু বার্ষিকী ।
বৃহত্তর সিলেটের একজন কৃতি সন্তান। পাকিস্তান আমলে ৫০ এর দশকে জাতীয় দৈনিক পূর্বদেশ ও ইংরেজি ইস্টার্ন হেরাল্ড এর মৌলবীবাজার মহকুমার নিজস্ব সংবাদদাতা ছিলেন ।স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সরকারী বার্তা সংস্থা বাসস এর মহকুমা ও পরে মৌলবীবাজার জেলা সংবাদদাতা হিসেবে ২০০২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।
আইয়ুব বিরোধী আন্দোলনের প্রথম দিকে আওয়ামী লীগের রাজনীতিতে থাকলেও পরে ওয়ালী ন্যাপ ও তারও পরে
মোজাফফর ন্যাপ এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম এর সক্রিয় একজন হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত আসীন ছিলেন। বহুবিধ যোগ্যতা আর গুনে র অধিকারী রাধিকা মোহন গোস্বামী কবিগুরুর শান্তি নিকেতন থেকে বিশ্ব ভারতী ডিগ্রি অর্জন করেন।
বাংলা সংস্কৃতিতে তিনি নাটক ,সংগীত ও যন্ত্র সংগীতে নিপুণতার সাক্ষরও রেখেছিলেন
মহান মুক্তিযুদ্ধে " ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন "গেরিলা বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে যুদ্ধে অংশ গ্রহণ করেন। ত্রিপুরাতে ভারত বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিচালনা লিয়াজো কমিটিতে ও শরণার্থী শিবিরে কাজ করেছেন ।
হাজার হাজার তরুন যুবকদের উৎসায়ীত ও অনুপ্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে তাদেরকে অংশ গ্রহণ করতে কাজ করেছেন প্রশংসনীয় ভাবে ।
২০০৪ সালের ২৯ শে সেপ্টেম্বর বুধবার বার্ধক্য জনিত রোগে ৮১ বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Barta - মৌলভীবাজার বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share