লাঠিটিলা এক্সপ্রেস - Latitila Express

লাঠিটিলা এক্সপ্রেস - Latitila Express 'লাঠিটিলা এক্সপ্রেস' এর অফিসিয়াল পেইজ। সত্য সংবাদ তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।

16/04/2025

ভোরবেলা জুড়ী উপজেলার পাশ্চিম বড়ধামাই গ্রামে ৩ মটর চুর আটক।।

সামাজিক মাধ্যম থেকে পাওয়া ভিডিও

ফুলতলা হযরত শাহ নিমাত্রা মাজারে ওরশের নামে অশ্লীলতা, বেহায়াপনা, গান-বাজনা, জোয়ার আসর সহ সকল প্রকার অপকর্ম বন্ধের দাবীতে ...
11/04/2025

ফুলতলা হযরত শাহ নিমাত্রা মাজারে ওরশের নামে অশ্লীলতা, বেহায়াপনা, গান-বাজনা, জোয়ার আসর সহ সকল প্রকার অপকর্ম বন্ধের দাবীতে মনববন্ধনে নয়াবাজার বিশাল উপস্তিত মুসলিম জনতা।

26/03/2025

ব্রেকিং নিউজ...
জুড়ী উপজেলার হালগরা গ্রামে ডাকাতি হয়েছে। আহত ৪।

26/03/2025

জুড়ী উপজেলার হালগরা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ৪ থেকে ৫ জন আহত। সন্দেহে ১ জনকে আটক।

জুড়ীতে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনমৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহ...
03/09/2024

জুড়ীতে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে পৃথক দু'টি মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সাগরনাল সিনিয়র আলিম মাদরাসার আয়োজনে কলাবাড়ী বাজারে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, সহকারী অধ্যাপক মাওলানা রুস্তম আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মানবজমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মোস্তাকিম আলী, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান প্রমুখ। মানববন্ধনে মাদরাসার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

বিকাল ৩ টায় জুড়ী শহরের নিউ মার্কেট এলাকায় মানববন্ধনের আয়োজন করে উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফ উদ্দিন, তৈবুন্নেসা খানম সরকারি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক আব্দুল হক, ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, আশরাফুজ্জামান রিশাদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার জড়ীতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

জুড়ী উপজেলার জুড়ীরপার গ্রাম ০২ নং ওয়ার্ড পুর্ব জুড়ী ইউনিয়নে ত্রাণ বিতরণ।
06/07/2024

জুড়ী উপজেলার জুড়ীরপার গ্রাম ০২ নং ওয়ার্ড পুর্ব জুড়ী ইউনিয়নে ত্রাণ বিতরণ।

কন্টিনালা পার্শ্ববর্তী এলাকা বেলাগাও এর রাস্তা এটি।
20/06/2024

কন্টিনালা পার্শ্ববর্তী এলাকা বেলাগাও এর রাস্তা এটি।

""আমি বেজি ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষ...
20/06/2024

""আমি বেজি ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষণ করি কৃষকদের মাঠে আমি থাকি ফসলি জমিতে, বিষধর রাসেল ভাইপার ও অন্যান্য বিষধর সাপগুলো ফসলি জমিতে থাকে তাদেরকে আমি ধরি ও ভক্ষণ করি,তাই আপনারা আমাকে রক্ষা করুন আমি আপনাদেরকে রক্ষা করব!

জনস্বার্থে পোস্ট টি প্রচার করুন।

04/06/2024

জুড়ী উপজেলার কচুরগুল - লঙ্গর রোডে রাস্তার কাজে ঠিকাদারের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে।
বিস্তারিত ভিডিওতে...

© News of sylhet

জুড়ী উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা
08/05/2024

জুড়ী উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা

১৪ এপ্রিল দুপুরে স্থানীয় এক গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন বিষয়টি।
14/04/2024

১৪ এপ্রিল দুপুরে স্থানীয় এক গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন বিষয়টি।

পাথারিয়া বনে অবাধে ঘুরে বেড়ানো একটি মায়া হরিণ।
06/03/2024

পাথারিয়া বনে অবাধে ঘুরে বেড়ানো একটি মায়া হরিণ।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাঠিটিলা এক্সপ্রেস - Latitila Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share