নিস্তব্ধ

নিস্তব্ধ সপ্ন একদিন পূরণ হবেই"♡︎🩷✨

বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফি/লি/স্তিন স্বাধীন করো✊    🇵🇸✊🇧🇩
12/04/2025

বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফি/লি/স্তিন স্বাধীন করো✊
🇵🇸✊🇧🇩

আমরা ব্যর্থ 😥💔🇵🇸
10/04/2025

আমরা ব্যর্থ 😥💔🇵🇸

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের মনুমার ঝিরি এলাকায় এক পুরুষ হাতি হত্যার শিকার হয়েছে। হ"ত্যাকা'রীর...
09/04/2025

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের মনুমার ঝিরি এলাকায় এক পুরুষ হাতি হত্যার শিকার হয়েছে। হ"ত্যাকা'রীরা হাতিটি মে'রে তার দাঁত, নখ এবং মাং'স কেটে নিয়ে গেছে।
Copied from
Rohan S Thought

ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই ই*হু*দী, পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদ নয়, এরা ঠিক এভাবেই এসেছিল ১৯৪০ সালে ফি*ল...
08/04/2025

ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা?
এরাই ই*হু*দী, পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদ নয়, এরা ঠিক এভাবেই এসেছিল ১৯৪০ সালে ফি*লি*স্তিনে, একটু আশ্র‍য় পাওয়ার আসায়,
আর ফি*লি*স্তিনিরাও আমাদের মতই দয়া দেখিয়ে নিজেদের জায়গা, খাবার, পরার কাপড় দিয়ে সাহায্য করলো, পরিশেষে ফ*কির হয়ে এসে মালিকের বাড়ি দ*খল।
বলছিলাম আন্তর্জাতিক গা*দ্দার ঈস*রা*ঈলিদের কথা।

03/04/2025

যারা এখনো নিজের
কার্টুনের ছবি বানায় নাই,
তারা ম্যাচুরিটির সর্বোচ্চ
স্তরে অবস্থান করছে।🙂

🤲🇵🇸
20/03/2025

🤲🇵🇸

19/03/2025

শক্তিশালী মিসর পারে না। পরাশক্তি তুরস্ক পারে না। ফাঁকা বুলি দেয়া ছাড়া। সৌদি আরব তো পারেই না। কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত পারেনা। জর্ডান, বাহরাইন, মরক্কো তারাও পারে না। আরব লীগ সম্মিলিতভাবেও পারে না।

এদিকে ইরাক, সিরিয়া, লিবিয়া, তিউনিসিয়া বাদ দিলাম। এরা নিজেরাই তো শেষ!

অথচ দূর্বল হুতি পারে। হিজবুল্লাহ পারে। বলুন তো কিসের কথা বললাম? হুতি বিদ্রোহী কারা জানেন তো? আরবের সবচেয়ে গরীব দেশ ইয়েমেনের শিয়া ইসলামপন্থী সামরিক সংগঠন। ১৯৯০-এর দশকে ইয়েমেনে উদ্ভূত হয়েছিল। এটি প্রধানত যায়দি শিয়াদের নিয়ে গঠিত। সংগঠনটির নাম মূলত নেতৃত্বদানকারী হুতি (হুসি) গোত্রদের থেকে এসেছে। হুতি বা হুসি আন্দোলনের জন্ম উত্তর ইয়েমেনের সাদা শহরে।

হিজবুল্লাহ চিনেন তো? আক্ষরিক অর্থে "আল্লাহর দল" অথবা "স্রষ্টার দল")। লেবানন ভিত্তিক ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন। এরাও শিয়া। তারাই লড়ে যাচ্ছে সুন্নী ফিলিস্তিনি মুসলিমদের জন্য।

অথচ কয়দিন আগেও ব্রুটাল সুন্নী সংগঠন আইএস দিয়ে শিয়া হত্যার উৎসব চলে। এইগুলা প্লানের অংশ। পশ্চিমা প্লান। জায়নিষ্ট ইহুদিদের প্লান। আরব বিশ্ব বুঝেও না বুঝার ভান করে।

কেন না বুঝার ভান করে? কারণ কি জানেন? এদের সবার গদি সরে যাওয়ার ভয়! ইরান একা লড়ে যাচ্ছে। কাউকে কাছে পাচ্ছে না। শিয়া বলে তাদের এমনিতেই কোনঠাসা করে দেয়া হচ্ছে।

শিয়া-সুন্নী পুরনো বিভেদ। ওইটাকেই কাজে লাগানো হচ্ছে। মুসলিম বিশ্ব ইংরেজদের ডিভাইড এন্ড রুল পলিসির ফাঁদে পড়েছে। বিগত কয়েক বছরে কত লাখ নিরীহ মুসলমানের জীবন শেষ হয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন সহ বেশ কিছু দেশে? কেন হয়েছে? ইন দ্যা নেম অব ইসলাম। আসল খেলা তো অন্য জায়গায়।

তবে জবাবদিহি করতে হবে মুসলিম বিশ্বের শাসকদের। এই জবাবদিহিতার গ্যারান্টি আছে। অবশ্যই জবাবদিহি করতে হবে। নো ডাউট! হয়তো এপারে। নয় ঐপারে।

সেদিন রক্তমাখা মৃত শিশুর করুন চাহনির জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বলছি। জবাব কিন্তু দিতেই হবে!

~ ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর।

19/03/2025

দাজ্জালের ইসরায়েল! পাশে আঞ্চলিক ইসরাইল! আমাদের লড়াইটা যে কত কঠিন ওয়াল্লাহি তা আমাদের কল্পনাতেও নেই!

সম্পূর্ণ পরিকল্পিত যুদ্ধবিরতি পরিস্থিতিতে ১৭ রামাদান বদর দিবসে আমাদের পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে চায় হিংস্র হায়েনার দল!

কিন্ত ওয়াল্লাহি একদিন এক একটা মৃতদেহ থেকে আমরা ফিনিক্স পাখির মত নতুন জীবন নিয়ে ফিরব ইনশাআল্লাহ!

আমরা নিভে যাওয়া ছাই থেকে আবারও জ্বলে উঠব ইনশাআল্লাহ!

আমরা ভুলের মাঝে আছি!
এটা আব্রাহার হস্তিবাহীনি নয়, যে ঝাক ঝাক আবাবীল এসে তাদের থেতলে দেবে! বরং এটা দাজ্জালের যায়ন বাহিনী যার বিরুদ্ধে পাথর আমাকে আপনাকেই ছুড়তে হবে। আসমান থেকে ত্বইরন আবাবিল নামবে না!

কিসের সাওম! কিসের তাক্বওয়া? কিসের আনন্দ কিসের ঈদ? আমরা যদি অন্তত মানুষ হয়ে থাকি তবুও আজ আমাদের মুখের হাসি উবে যাবে!

আর মুসলিম শব্দের ওজন তো আসমান সমান!

প্রতিবাদ দরকার।
মিছিল দরকার।
বিক্ষোভ দরকার।
ব্যাপক সচেতনতা সেমিনার দরকার।
মানবতার ধ্বজাধারীদের দুতাবাস ঘেরাও দরকার।
দেশ জাতি ও ঘুমন্ত বিশ্বকে জাগিয়ে তোলা দরকার!

অন্তত এতটুকু করা দরকার যেন ঘুমন্ত ও অদুরদর্শী মানুষগুলো কোন কল্পিত আবু তালেবের আশায় বুক বেধে প্রকৃত আবু জাহেলে পরিণত না হয়! যেন ইস্যুর পর ইস্যু নিয়ে ইস্যুবাদ একুরিয়াম ফিশ ব্রেইনগুলো
শেকড় চিনতে শেখে! খিদিরের মত বুঝতে শেখে!

আলাইহিস সালাম।

✍️ Abu Taw Haa Muhammad Adnan

ভারতে গায়ে হোলির রঙ দিতে বাঁধা দেওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করল হিন্দুত্ববাদীরা
17/03/2025

ভারতে গায়ে হোলির রঙ দিতে বাঁধা দেওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করল হিন্দুত্ববাদীরা

06/09/2024

এ যুগে কা"বিন না'মার নামে ব্যবসা চলে।
men don't Cry 😅

🙂
01/02/2024

🙂

12/12/2023

অবশেষে বেরিয়ে এলো লায়লা-মামুনের রহস্য।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when নিস্তব্ধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিস্তব্ধ:

Share