Anu's JD

Anu's JD আমি কেমন তা আমার মায়ের থেকে ভালো কেউ বলতে পারবে না ❣️ মিনির মা ❣️
my new page. Please everyone support me.keep it up like&share!!

03/09/2025

নারীকে নারীর মতো করে ভালোবাসতে হয়,নইলে তারা গুটিয়ে যায়!তাদের কাছে পৌরুষত্ব বলতে,টাকা-পয়সা নয় বরং দায়িত্ব-কর্তব্য নেয়ার ক্ষমতা।কোনো পুরুষের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখলেই যেকোনো নারী সেখানে অনায়াসে গা ভাসিয়ে দিতে পারে।

অনেকের অঢেল টাকা-পয়সা, ধন-সম্পত্তি আছে কিন্তু তারা একটা মেয়েকে যত্ন করে আগলে রাখার মতো ক্ষমতা রাখে না! তার কাছে নারী কখনোই যাবে না!

নারীকে অল্পতেই খুশি রাখা যায়। সামান্য সন্ধ্যার হাওয়াতে নদীর পাড়ে কিংবা জরাজীর্ণ কোনো নিরিবিলি খোলা আকাশের নিচে নিয়ে গেলেও তারা পুলকিত হয়। তাদের ভরসার স্থানটা আরো শক্ত হয়ে ওঠে। গুটিকয়েক বেলি ফুলের মালা কিংবা এক প্লেট ফুসকা-পানিপুরিতেই তাদের মুখে যে হাসি আসে,সেটা চিন্তার বাহিরে।

যত্ন, নিরাপত্তা, ভালোবাসা, সমতার মাধ্যমে আগলে রাখতে হয় এই কোমল মন গুলোকে। ছোট্ট ছোট্ট বিশেষ দিনগুলোতে সামান্য একটা ক্যাডবেরি বা একটা গোলাপ ফুল দিয়েই অনায়াসে জয় করে নেওয়া যায় তাদের মন।

বাবার পরে যদি কারোর কাছে নিজেকে নিরাপদ মনে করে,তবে এক পলকেই তাকে আপন ভেবে নিতে পারে।

আমার গোপু সোনা শুভ জন্মদিন ❣️❤️
16/08/2025

আমার গোপু সোনা শুভ জন্মদিন ❣️❤️

14/08/2025

SM Education Group শ্রীমঙ্গল শাখায়

IELTS কোর্সে ভর্তি চলছে

আজই যোগাযোগ করুন SM Education Group sreemngl moulvibazar road
আহমদ ম্যানশন ৩য় তলা
spoken English কোর্সেও ভর্তি চলছে

সুদক্ষ শিক্ষক ধারা ক্লাস পরিচালনা করা হয়

তাই দেরি না করে এখনি নিজের সময় কে কাজে লাগান
মোবাইল নাম্বার: ০১৩০৩৩১৭০২১

25/06/2025

ঈদের পরের দিন আমাদের ঘুরা ঘুরি ❤️❤️

25/06/2025

আমার নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি এক-আকাশ সমান অভিযোগ,, আমার মতো ছন্নছাড়া জীবন আর কারো যেন না হোক!!

যে পুরুষ যত বেশি       ""বউ পাগল""সে পুরুষ ততো বেশি চরিত্রবান💗🤍!!
23/06/2025

যে পুরুষ যত বেশি
""বউ পাগল""

সে পুরুষ ততো বেশি চরিত্রবান💗🤍!!

মানুষকে বেশি গুরুত্ব দিলেই দূরত্বে পাহাড় তৈরি হয়,,,, !!
23/06/2025

মানুষকে বেশি গুরুত্ব দিলেই দূরত্বে পাহাড় তৈরি হয়,,,, !!

আমি তোমার হৃদয়ের রানী হয়ে ই থাকতে চাই প্রিও 😍😍
16/06/2025

আমি তোমার হৃদয়ের রানী হয়ে ই থাকতে চাই প্রিও 😍😍

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anu's JD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share