03/09/2025
নারীকে নারীর মতো করে ভালোবাসতে হয়,নইলে তারা গুটিয়ে যায়!তাদের কাছে পৌরুষত্ব বলতে,টাকা-পয়সা নয় বরং দায়িত্ব-কর্তব্য নেয়ার ক্ষমতা।কোনো পুরুষের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখলেই যেকোনো নারী সেখানে অনায়াসে গা ভাসিয়ে দিতে পারে।
অনেকের অঢেল টাকা-পয়সা, ধন-সম্পত্তি আছে কিন্তু তারা একটা মেয়েকে যত্ন করে আগলে রাখার মতো ক্ষমতা রাখে না! তার কাছে নারী কখনোই যাবে না!
নারীকে অল্পতেই খুশি রাখা যায়। সামান্য সন্ধ্যার হাওয়াতে নদীর পাড়ে কিংবা জরাজীর্ণ কোনো নিরিবিলি খোলা আকাশের নিচে নিয়ে গেলেও তারা পুলকিত হয়। তাদের ভরসার স্থানটা আরো শক্ত হয়ে ওঠে। গুটিকয়েক বেলি ফুলের মালা কিংবা এক প্লেট ফুসকা-পানিপুরিতেই তাদের মুখে যে হাসি আসে,সেটা চিন্তার বাহিরে।
যত্ন, নিরাপত্তা, ভালোবাসা, সমতার মাধ্যমে আগলে রাখতে হয় এই কোমল মন গুলোকে। ছোট্ট ছোট্ট বিশেষ দিনগুলোতে সামান্য একটা ক্যাডবেরি বা একটা গোলাপ ফুল দিয়েই অনায়াসে জয় করে নেওয়া যায় তাদের মন।
বাবার পরে যদি কারোর কাছে নিজেকে নিরাপদ মনে করে,তবে এক পলকেই তাকে আপন ভেবে নিতে পারে।