Mahbubur Rahman

Mahbubur Rahman Freelancer, Marketer, Entrepreneur.

17/05/2023
14/05/2023

আলহামদুলিল্লাহ ❤️
ঘূর্ণিঝড় এর গতিপথ হঠাৎ এভাবে ঘুরে যাওয়া আল্লাহর ইচ্ছা ছাড়া আর কিচ্ছু না।
আল্লাহ অনেক বড় ডিজাস্টার্স থেকে বাঁচিয়ে দিয়েছেন।🌪️🌪️🌪️

🤣🤣🤣
14/05/2023

🤣🤣🤣

🤔

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের যে রেকর্ড গুলো এখনো অক্ষত...১. প্রথম ক্রিকেটার হিসেবে লর্ডস-এ সেঞ্চুরি, ২. ইংল্যান্ডে...
14/05/2023

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের যে রেকর্ড গুলো এখনো অক্ষত...

১. প্রথম ক্রিকেটার হিসেবে লর্ডস-এ সেঞ্চুরি,

২. ইংল্যান্ডের মাটিতে ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি,

৩. টেস্ট অভিষেকে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ রান,

৪. এশিয়া কাপের এক আসরে টানা ৪ ফিফটি,

৫. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি

৬. টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি (কম বয়সে),

৭. তিনটি দ্বিপাক্ষিক ওডিয়াই সিরিজের ৯ ম্যাচে ৬টি সেঞ্চুরি,

৮. টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি

৯. টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক,

১০. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক,

১১. বাংলাদেশের হয়ে প্রথম ৫০০০, ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০, ১৫০০০ আন্তর্জাতিক রান সংগ্রাহক,

১২. পৃথিবীর একমাত্র ক্রিকেটার যে একই সময়ে তিন ফরম্যাটে নিজের দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক,

১৩. বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সেঞ্চুরি,

১৪. টেস্টে ২০০, ওয়ানডে তে ১৫০ এবং টি-২০ তে ১০০ রান করা প্রথম এবং একমাত্র বাংলাদেশী ক্রিকেটার,

১৫. বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক,

১৬. বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি

১৭. বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংস,

১৮. বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি,

১৯. টি-২০ ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০টি পঞ্চাশোর্ধ ইনিংস,

২০. টি-২০ ক্রিকেটে বাংলাদেশে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০০ রান সংগ্রাহক

বাংলাদেশের ঘড়িতে সময় রাত পৌঁনে ২টা পার করেছে। বেশিরভাগ মানুষের এ সময়ে গভীর ঘুমে থাকার কথা। কিন্তু অধিকাংশ চোখ ছিল নির্ঘু...
13/05/2023

বাংলাদেশের ঘড়িতে সময় রাত পৌঁনে ২টা পার করেছে। বেশিরভাগ মানুষের এ সময়ে গভীর ঘুমে থাকার কথা। কিন্তু অধিকাংশ চোখ ছিল নির্ঘুম। নজর ছিল স্ক্রিনে ইংল্যান্ডের চেমসফোর্ডে। অপেক্ষা টাইগারদের জয় উদযাপন। আর সেই অপেক্ষার স্মরণীয় প্রতিদান দিয়েছে তামিম ইকবালের দল। চেমসফোর্ডের মাঠে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

Congratulations Nazmul Hossain Shanto.Amazing Played 💗
13/05/2023

Congratulations Nazmul Hossain Shanto.
Amazing Played 💗

13/05/2023

শান্ত যদি হাল না ধরতো তাহলে টিমের অবস্থা টাইট হয়ে যেত। ভাগ্যিস শান্ত জ্বলে উঠেছিল।
সেঞ্চুরির জন্য অভিনন্দন ভাই। 💗

09/05/2023

পারিবারিক মিটিং বা আড্ডায় মানি ম্যানেজমেন্ট শেখানো গুরুত্বপূর্ণ। পরিবারে বাবা উপার্জন করলে সে যদি প্রতি মাসে তার উপার্জন এবং ব্যয় ক্লিয়ার করে সবাইকে বলে, তাহলে বাকিদের প্রত্যাশা স্বাভাবিক থাকে।

এটা একদিনেই হবে না, এই কালচার পরিবারে তৈরি করতে হবে।

উপার্জনক্ষম ব্যক্তি মাসে ৫০ হাজার টাকা উপার্জন করে। বাসা ভাড়া, ইলেক্ট্রিসিটি বিল, মাসের বাজার থেকে শুরু করে সবমিলিয়ে ৪২-৪৫ হাজার টাকা ব্যয় হয়। হাতে থাকে ৫-৭ হাজার টাকা।

স্ত্রী, সন্তান, মা-বাবা সবাই যদি এগুলো জানে, তাহলে তাদের প্রত্যাশা ঐরকম থাকবে। বিশেষ করে সন্তান। মানুষজন তার সন্তানকে এগুলো শেখায় না।

আমরা যেই যুগে বসবাস করছি, এই যুগের চাহিদা হলো সন্তানকে ছোটোবেলা থেকে এগুলো শেখানো। নতুবা সে taken for granted হিশেবে সবকিছু ধরে নেবে।

মাস শেষে বাবার হাতে থাকে ২ হাজার টাকা। সেই মাসে সন্তান ২০ হাজার টাকার মোবাইলের বায়না ধরলো। সন্তান জানে বাবা ৫০ হাজার চাকরি করে, সেখান থেকে ২০ হাজার দিলে তো কিছুই হবে না।

বাবা না দিলে বা দেরি করলে বাবার ওপর মন খারাপ করে। মুখের ওপর বলেও ফেলে- "অমুকের বাবা তো ঠিকই দেয়, তুমি দাও না কেনো?"

ফ্যামিলি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট যতো তাড়াতাড়ি আমরা বুঝবো, বুঝাবো, ততো ভালো। বর্তমানে বেশিরভাগ পরিবারে অশান্তির অন্যতম কারণ এই দুটো ভালোভাবে না বুঝতে পারা!

---কালেক্টেড।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা ...
08/05/2023

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন।

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ):

কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না।আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।"

সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।

আল্লহ্‌ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাহ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।

14/06/2022

জীবনের এই স্টেশনটা আসলে কোথায় আছে কে জানে!

14/06/2022

আমাদের জীবনটা আসলে যাচ্ছে কোথায়??

14/06/2022

মৃত্যুর পর হিংস্র মানুষ এবং প্রাণীর প্রতি আলাদা একটা সহানুভূতি কাজ করে।

Address

Moulvibazar
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbubur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share