Techlusive Bangla ᵇʸ ᴹᵒʳᵗᵘᶻᵃ

Techlusive Bangla ᵇʸ ᴹᵒʳᵗᵘᶻᵃ My School My Dream

সুখবরের একটা পেয়েছি। শীঘ্রই ফাইনাল সুখবর পাব ইনশাআল্লাহ।
25/10/2025

সুখবরের একটা পেয়েছি। শীঘ্রই ফাইনাল সুখবর পাব ইনশাআল্লাহ।

25/10/2025

বলতে হবে এটা কোন এআই দিয়ে তৈরি।



#স্টেডিয়াম
#ফুটবল

সড়ক দুর্ঘটনায় কেউ মৃ/ত্যুবরণ করলে বা গুরুতর আহত হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে BRTA তে আবেদন করলে মৃত্যুর ক্ষেত্রে মৃতের ...
23/10/2025

সড়ক দুর্ঘটনায় কেউ মৃ/ত্যুবরণ করলে বা গুরুতর আহত হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে BRTA তে আবেদন করলে মৃত্যুর ক্ষেত্রে মৃতের পরিবার ০৫ লক্ষ এবং গুরুতর আহতের ক্ষেত্রে আহত ব্যক্তি ০২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন!!
না জানার কারণে এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকায় অনেকেই আবেদন করেন না।

এগলা কী???
20/10/2025

এগলা কী???

ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে পেইজ খুলে ইনকাম করা উচিৎ। আইডি থেকে ডেইলি অনেকগুলো পোস্ট করলে বন্ধুরা বিরক্ত হবে কিনা সেটা ...
15/10/2025

ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে পেইজ খুলে ইনকাম করা উচিৎ।
আইডি থেকে ডেইলি অনেকগুলো পোস্ট করলে বন্ধুরা বিরক্ত হবে কিনা সেটা ভাবা দরকার।
কেউ তো আপনাকে আনফ্রেন্ড করতে চাইবেনা।
অন্যদিকে পেইজ খুলে সব ফ্রেন্ডদের ইনভাইটেশন পাঠিয়ে দিবেন, যার ভাল লাগবে সে পেইজে লাইক/ফলো দিয়ে রাখবে। যার ভাল লাগবেনা সে আনফলো করে দিবে। কিন্তু মূল আইডিতে সবাই থাকবে।

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বাস সার্ভিস চালু। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন...
14/10/2025

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বাস সার্ভিস চালু।

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস আজ থেকে চালু হয়েছে।

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, তাদের কলেজে যাতয়াতের সুবিধার্থে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

প্রস্তুতিমূলকভাবে বি.আর.টি.সি (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) এর সাথে চুক্তিবদ্ধ হয়ে, একটি দ্বিতল বাস আজ ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে চালু হয়েছে এবং নিমোক্ত সময় ও রুটে বাসটি নিয়মিত চলাচল করবে:

রবি সোমবার সকাল ৮ঃ০০ ঘটিকায়
কমলগঞ্জ উপজেলা থেকে শমসের নগর, মুন্সিবাজার হয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস।

মঙ্গল-বুধ-বৃহস্পতিবার সকাল ৮ঃ০০ ঘটিকায়
শেরপুর হতে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীর পাড়, শাহমোস্তফা রোড হয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস।

বিশেষ দ্রষ্টব্য: উল্লিখিত দিনগুলোতে দুপুর ১:১০ মিনিটে কলেজ ক্যাম্পাস হতে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে যাবে। শিক্ষার্থীদের অবশ্যই অত্র কলেজের ড্রেসকোড পরিধান করে যাতায়াত করতে হবে। বাস চলাচলের সময়সূচি পরিবর্তন হলে তা কলেজে নোটিশ বোর্ড ও অফিসিয়াল ফেইজবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর

তবু যদি গাজাবাসী একটু শান্তি পায়, একটু আশ্রয় পায়, একটু খাদ্য পায়।কিন্তু মা-বাবা হারা দুধের সন্তান কি ফিরে পাবে তার ভরসার...
13/10/2025

তবু যদি গাজাবাসী একটু শান্তি পায়, একটু আশ্রয় পায়, একটু খাদ্য পায়।
কিন্তু মা-বাবা হারা দুধের সন্তান কি ফিরে পাবে তার ভরসার জায়গা?
সন্তান হারা মা কি ফিরে পাবে তার সন্তান?
তবুও একটু শান্তির আশা.......

আমার প্রিয় ছাত্র সাইদুজ্জামান আরাফ INTERNATIONAL ARTIFICIAL INTELLIGENCE OLYMPIAD (IAIO) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের পর ...
13/10/2025

আমার প্রিয় ছাত্র সাইদুজ্জামান আরাফ INTERNATIONAL ARTIFICIAL INTELLIGENCE OLYMPIAD (IAIO) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের পর NATIONAL CAMP এ স্থান করে নিয়েছে।
NATIONAL CAMP থেকে ৪ জন স্লোভেনিয়া তে অনুষ্ঠিতব্য INTERNATIONAL CONTEST এ অংশগ্রহণের সুযোগ পাবে।
সবাই সাইদুজ্জামান আরাফের জন্য দোয়া করবেন, সে যেন ইন্টারন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হতে পারে।

12/10/2025

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানাই।
মনে রাখবে, তুমিও কোনো শিক্ষকের ছাত্র ছিলে।

Gmail ব্যবহার করছে 1.8 Billion মানুষ।কিন্তু মাত্র 2% মানুষ এটাকে স্মার্টভাবে ব্যবহার করতে পারে।কমেন্টে রইলো ১০টা Gmail H...
09/10/2025

Gmail ব্যবহার করছে 1.8 Billion মানুষ।

কিন্তু মাত্র 2% মানুষ এটাকে স্মার্টভাবে ব্যবহার করতে পারে।

কমেন্টে রইলো ১০টা Gmail Hack, যা হয়তো আপনি জানেন না: 👇

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানো বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্র...
08/10/2025

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানো বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে ৫০০ টাকা বাড়ানোর পরিপত্র বাতিল হবে। দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়িভাড়া বাড়ানোর পথে হাঁটছে সরকার।

সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস আজ সকালে ফেঞ্চুগঞ্জের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়।অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়ন...
07/10/2025

সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস আজ সকালে ফেঞ্চুগঞ্জের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়।
অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রায় ৩ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Address

Kamalgonj
Maulvi Bazar
3220

Alerts

Be the first to know and let us send you an email when Techlusive Bangla ᵇʸ ᴹᵒʳᵗᵘᶻᵃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Techlusive Bangla ᵇʸ ᴹᵒʳᵗᵘᶻᵃ:

Share