Somoy Islamganj-সময় ইসলামগঞ্জ

Somoy Islamganj-সময় ইসলামগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Somoy Islamganj-সময় ইসলামগঞ্জ, Media/News Company, Maulvi Bazar.

11/06/2025

আগামীকাল ভূকশিমইল ইউনিয়ন বিএনপি'র নির্বাচন।
৭ নং ওয়ার্ডে দেখলাম বিএনপি'র অনেক লিস্টেড ভোটার আগে জামাতের কর্মী দাবী করে জামায়াতের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে। এখন তারা অর্থের (৫০০/১০০০/ বিনিময়ে বিএনপি'র ভোটার হয়েছে। আবার দেখলাম অনেক কর্মীর পিতা জামাতের নেতাদের পকে*ট থেকে টাকা এনে তাদের খাইয়ে দাইয়ে বড় করেছে এখন তারা জামায়াতের বিরো*ধিতা করে। আমি তো অবাক কিভাবে কি হলো?

সাবধান জামাতে ইসলামী, এদের মত মুনা*ফিক দের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না এবং যাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছো এখন থেকে সব বন্ধ করতে হবে।
আমার কাছে তালিকা আসা মাত্র সকল মুনা*ফিক*দের নাম প্রকাশ করব।

25/04/2025

গৌড়করণ গ্রামের সকল মাজার পুজা*রিরা বিএনপি'র সাথে জোট বেধেছে।
তাদের একটাই উদ্দেশ্য জামাতকে ঠেকাতে হবে।

21/03/2025

গৌড়করণ মাদ্রাসায় আওয়ামী ফ্যাসিবাদের ধূসর তালালীগ কে কোন প্রোগ্রাম করা দেওয়া যাবে না।
কঠো'রভাবে দ'মন করা হবে।

এতো দেখছি এসব হা-রামি একসাথে
20/03/2025

এতো দেখছি এসব হা-রামি একসাথে

20/03/2025

ভালামীযে ইসলামিয়া নাকি গৌড়করণ মাদ্রাসার প্রিন্সিপাল কে হুম*কি দেয়???
আওয়ামী লীগের মতো ওদেরও পাকনা গজিয়েছে এখনই সময় পাকনা ভে ঙ্গে দেওয়ার।

প্রীতি ম্যাচ সুন্দর ও সাফল্যতা লাভ করুক।
20/03/2025

প্রীতি ম্যাচ সুন্দর ও সাফল্যতা লাভ করুক।


17/02/2025

মাদ্রাসা থেকে পুরাতন টেবিল এবং বেঞ্চ নিয়ে শিক্ষকের বাড়ির চুলায় আগুন জ্বালানো হয়!
এভাবে সবাই মিলে লুটেপুটে খাচ্ছে, গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসাকে।

15/02/2025

গৌড়করণ মাদ্রাসার কিছু শিক্ষক স্টাফ এবং কমিটি মিলে একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে।
মাদ্রাসায় যত ধরনের সম_স্যা সৃষ্টি হচ্ছে তাদের দ্বারা হচ্ছে।

15/02/2025

শুনলাম গৌড়করণ মাদ্রাসার ওয়াজে টাকা দিয়ে সিন্নি কেনা যায়!
এ ধরনের কমিটিকে জু*তা পে*টা করে মাদ্রাসা থেকে বের করে দেওয়া দরকার।
মাদ্রাসার মান সম্মান কিছু রাখেনি এ ধরনের কুলা**ঙ্গার কমিটির সদস্যরা।
আমার ভাই গরুর জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার ঘরে শিন্নি যাবে নাকি তোমাদের ঘরে যাবে? কতিপয় কমিটির সদস্যের কথা! এ ধরনের কমিটির সদস্যকে আগে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে।

04/12/2024

ইসলাম ধ্বংসের কারখানা হয়ে হয়েছে
উস্তার আলী একাডেমী
আজকে দেখলাম নামাজ কালাম বাদ দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষিকারা ডান্স করতেছে।
এলাকার সকল মুরুব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি।

23/10/2024

গৌড়করণ গ্রামে রাস্তার কাজ না করিয়ে মাস্টার প্ল্যান করে ১লক্ষ টাকা তুলে নিলেন ইউপি সদস্য আনফর আলী মধু ও চেয়ারম্যান আজিজুর রহমান মনির
সূত্র : মর্নিং ইসলামগঞ্জ

চলছে যেন ঠেলাগাড়ির মতোলেখাপড়ার কোন অ-স্তি-ত্ব-ই লক্ষ্য করা যাচ্ছে নাসময় মত উপস্থিত হচ্ছেন না প্রধান শিক্ষক সহ অধিকাংশ...
08/01/2024

চলছে যেন ঠেলাগাড়ির মতো
লেখাপড়ার কোন অ-স্তি-ত্ব-ই লক্ষ্য করা যাচ্ছে না
সময় মত উপস্থিত হচ্ছেন না প্রধান শিক্ষক সহ অধিকাংশ শিক্ষক শিক্ষিকা।
অধিকাংশ সময় বন্ধ থাকে অফিস ও ক্লাস সহ প্রধান ফটক।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somoy Islamganj-সময় ইসলামগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share