আইন নথি

আইন নথি আইন সংক্রান্ত যে কোন সংবাদ ও তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পাশে আছি সবসময়।।

আইনের শাসন প্রতিষ্টা করতে হলে আইন জানা এবং মানা দুটুই গুরত্বপূর্ণ। আইন জানা থাকলে দেশের নাগরিক অনেকটা সচেতন থাকেন আর সে মোতাবেক রাষ্ট্রের সকল বিধান মেনে চলতে পারেন, উপকৃত হয় রাষ্ট্র ও সমাজ। বর্তমান ডিজিটাল সময়ে পাঠকের বা দেশের সকল নাগরিককে দেশের প্রচলিত সকল আইন জেনে মেনে চলার লক্ষ্য ৩০ আগষ্ট ২০২০ ইং সনে গঠিত হয়েছে অনলাইন ভিত্তিক আইন সম্পর্কিত দেশের অন্যতম নিউজ পোর্টাল “আইন নথি”। এড. নিয়ামুল হক এর

সম্পাদনায় এবং এড. ইজাজুল ইসলাম এর প্রকাশনায় “আইন নথি” আইনের ছাত্র, আইনজীবী, আইনের শিক্ষক সহ সকল পাঠকের জন্য একটি সময়পোযোগী আইনের সংবাদপত্র। আইন নথি ইতিমধ্যে পাঠককে দৈনন্দিন আইন, আদালতের সংবাদ, আইনী বিশ্লেষনসহ অবিরাম নানাবিধ আইনসেবা প্রদান করে যাচ্ছে। তাছাড়া পাঠকের চাহিদামতো আইনসেবা গ্রহন করার ও সুযোগ করে দিয়েছে আইন নথি।

বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবৈতনিক পরামর্শক ও দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছ...
21/11/2025

বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবৈতনিক পরামর্শক ও দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই দুই আইনজীবী হলেন আফজাল সামী সৈয়দ-আলী ও মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ-আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার এবং ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসম্যান) হিসেবে এক বছরের জন্য নিয়োগ

16/11/2025

" ২ দাবি পুরনে সরকারের আশ্বাসে স্থগিত বিচারকদের কলম বিরতি, সারাদেশে তাদের কালো ব্যাজ ধারণ"

ইস্যু: বিচারকের ছেলে হত্যা

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য জনাব মো: বদরুর ইসলাম গতকাল পরলোক গমন করায়  জেলা বারের প্রথা অনুসারে আজকে তার স্বরণে...
12/11/2025

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য জনাব মো: বদরুর ইসলাম গতকাল পরলোক গমন করায় জেলা বারের প্রথা অনুসারে আজকে তার স্বরণে ও মাগফিরাত কামনায় কোর্ট রেভারেন্স পালন করা হয়েছে। রেভারেন্সে উপস্থিত ছিলেন মাননীয় জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ রবিউল আউয়াল ও তার নেতৃত্বে জজশীপের সকল সম্মানীত বিচারকবৃন্দ ও আইনজীবী সমিতির সকল সদস্যগন।

সভায় মরহুমের স্বরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করাসহ দোয়া মাহফিল করা হয়। প্রথা অনুসারে মরহুমের সম্মানে আজকের আদালতের সকল কার্যক্রম মুলতবী ঘোষনা হয়।

11/11/2025

ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ

মৌলভীবাজারের নবাগত জেলা ও দায়রা জজ মহোদয় জনাব মোহাম্মদ রবিউল আউয়াল কে গত সোমবার সমিতির ১নং বার ভবনে সংবর্ধনা দিয়েছে মৌল...
11/11/2025

মৌলভীবাজারের নবাগত জেলা ও দায়রা জজ মহোদয় জনাব মোহাম্মদ রবিউল আউয়াল কে গত সোমবার সমিতির ১নং বার ভবনে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সকল আইনজীবী বৃন্দ ও বিচারকগন। তিনি জেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভুমিকা রাখবেন বলে আইনজীবীরা প্রত্যাশা করেন।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধ...
11/11/2025

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকাল নয়টা ৫০ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি...
11/11/2025

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এই উদ্যোগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ করবে।

বিশেষ সহকারী জানান, এজেন্সি থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে কোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করে এবং সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট পাওয়া সাপেক্ষে এজেন্সিকে তা অবহিত করে। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুয়া তথ্য, ফটো কার্ড, ভিডিও ছাড়ানো থেকে আপনি নিজে বিরত থাকুন এবং আপনার বন্ধুদের সচেতন করুন। দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সবার।

সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা হেল্পলাইন সেবা চালু রেখেছে।

পাশাপাশি নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি ই-মেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে—

১. [email protected]: অনলাইন জুয়া সম্পর্কিত অভিযোগের জন্য।

২. [email protected]: গুজব, সংক্রান্ত অভিযোগের জন্য

৩. [email protected]: ফেক প্রোফাইল, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্টের মাধ্যমে হয়রানির অভিযোগের জন্য

৪. [email protected]: গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠানগুলোর সাইবার হামলাসংক্রান্ত অভিযোগের জন্য।

এসব মেইলে যেকোনো সময় তথ্য ও অভিযোগ জানানো যাবে বলেও উল্লেখ করেন তিনি।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলাম আজ...
11/11/2025

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলাম আজ ১১/১১/২০২৫ইং তারিখে সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় সিলেটের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক অসুস্থতায় ভূগছিলেন।

এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলাম ০৪/০৪/২০০১ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন।

আমরা এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলামের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

11/11/2025

"তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর"

দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ...
09/11/2025

দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের সন্তান, মণিপুরী সম্প্রদায়ের গর্ব সন্দ্বীপ কুমার সিংহ বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন। গতকাল শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

সন্দ্বীপ কুমার সিংহ এর আগে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য প্রশাসনে তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। কর্মজীবনের শুরু থেকেই তিনি মাঠ প্রশাসনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
নিজ এলাকা কমলগঞ্জসহ সারাদেশের মণিপুরী সমাজ তার এই পদায়নে গর্বিত ও আনন্দিত।

শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রেপ্তার!মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলা...
08/11/2025

শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রেপ্তার!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সারাদেশে অধস্তন আদালতে কর্মরত (প্রেষণসহ) বিভিন্ন পদমর্যাদার প্রায় ১ হাজার বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কো...
05/11/2025

সারাদেশে অধস্তন আদালতে কর্মরত (প্রেষণসহ) বিভিন্ন পদমর্যাদার প্রায় ১ হাজার বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।

বৈঠকের সূত্র ও সুপ্রিম কোর্ট প্রশাসনের ওয়াকিবহাল একাধিক কর্মকর্তা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২৭৫ বিচারককে জেলা ও দায়রা জজ পদে, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২০৭ বিচারককে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৫ শতাধিক বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদায় পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। সবমিলিয়ে ৯৮২ বিচারকের পদোন্নতির বিষয়ে ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when আইন নথি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category