
31/07/2025
মৌলভীবাজারে মার্চ ফর জাস্টিস দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা।
মৌলভীবাজার প্রতিনিধি: বিচারাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজারে "মার্চ ফর জাস্টিস" দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি প্রেস ক্লাবে মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার নির্যাতন করেছিল। ১৭ বছর অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমরা এসবের বিচার চাই। আর যাতে দেশে কোন সৈরাচার সৃষ্টি না হয় সে জন্য আমাদের আইনজীবীদের ভুমিকা রাখতে হবে।
পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মৌলভীবাজার ইউনিটের আহ্বায়ক এডভোকেট সুনিল কুমার দাস। এতে ফোরামের ৫০ থেকে ৬০ জন আইনজীবী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব এডভোকেট বকসী জোবায়ের আহমদ, পিপি এড. আব্দুর মতিন চেীধুরী, জিপি এড. মামুনুর রশিদ, এড. দেলোয়ার হোসেন, এড. তোফায়েল আহমদ, এড. আব্দুল মতলিব, এড. নিয়ামুল হক,এড. আব্দুস ছালাম-২, এড. সৈয়দ নেপুর আলী, এড. দানিয়াল আহমেদ, এড. ইজাজুল ইসলাম, এড. সায়েদ আহমেদ আদনান, এড. নাছিম আহমেদ বাপ্পি, এড. রিপন আহমেদ,এডভোকেট আলমগীর হোসেন, এডভোকেট জালাল আহমেদ , এড. হোসেন বকস, এড. বিল্লাল হোসেন, এড. আবু নছর মোহাম্মদ মাসুদ, এড. সুবিনা আক্তার, মোস্তাকিম আহমেদ প্রমুখ।
আয়োজকেরা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।