
26/09/2025
আলহামদুলিল্লাহ।
মাওলানা মামুনুর রশিদকে পাওয়া গেছে অবশেষে।
তবে তাঁর এই ফিরে আসার প্রসেসেও হাসিনা রেজিমের মতো ছাপ বিদ্যমান। বিগত রেজিম প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে কোন গুম হজম না করলে পারলে ভিক্টিমকে এভাবেই ফেলে রেখে যেতো৷
মাওলানা মামুনকে ৫দিন গুম রাখা হলো, নির্যাতন করা হলো, এরপর হজম না করতে পেরে ফেলে রেখে গেলো।
প্রশ্ন অনেকগুলো,
১। যাদের প্রেনক্রিপশনে গুম করা হলো তারা কারা?
২। পাঁচ দিনেও তাদেরকে ট্রেস করা গেলো না কেন?
৩। এই ঘটনায় সরকারের কোন বাহিনী কি জড়িত?
আমরা জবাব চাই ইন্টেরিম।