
26/10/2024
রাজনগরের আছকির খানের বড় ছেলে নারীলোভি রাসেল খান কোথায় আছে কেউ কি জানেন?
বেশ কয়েকদিন ধরে রাসেলের মুখ রাজনগরবাসী দেখছেনা। সরকার পতনের আগে থেকেই উধাও বিশিষ্ট জোয়া ও মদখোর নারী লোভি স্কুল শিক্ষক রাসেল।
বিশ্বস্ত সুত্র জানায়, রাসেল নাকি বিভিন্ন জায়গা থেকে টাকা হাতিয়ে কানাডা পালিয়েছে! ঘটনাকি সত্য?
এইচএসসি ফেল করা রাসেল মুক্তিযোদ্ধা কোটায় প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ পায়। প্রথমে মন্ত্রী মহসিন আলীর পাওয়ার ও পরে তার বাবা উপজেলা চেয়ারম্যান আছকির খানের প্রভাব কাটিয়ে একক আধিপত্য বিস্তার করেছিল সে রাজনগর শিক্ষক সমিতিতে। ট্রান্সফারের ভয় দেখিয়ে নারী শিক্ষিকাদের সাথে যৌন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতো সে। এমনকি অনেক শিক্ষিকাদের সাথে অশুভ আচরণ ছিল তার প্রতিদিনের কাজ।
স্কুল আঙ্গিনায় কিংবা ক্লাসরুমে অবাধে প্রকাশ্যে সিগারেট খাইতো সে। কেউ সুবিধার জন্য ট্রান্সফার হতে চাইলে তাকে দিতে হতো লক্ষ টাকা।
শুধু এখানেই শেষ নয়৷ বিএনপি জামায়াতপন্থী পরিবারের শিক্ষকদের জন্য সে ছিল এক মূর্তিমান আতংকের নাম। নানাভাবে হয়রানি করে এক ভীতিকর পরিস্থিতি তৈরী করে রেখেছিল সে।
বিভিন্ন জায়গায় শালিসি বৈঠকে বিচার কার্য সম্পাদন করতে গিয়ে গণধোলাই খাওয়ার রেকর্ড রয়েছে তার নামে। বিভিন্ন জায়গায় তার বাবার মতো টাকা খেয়ে বিচার করতে গিয়ে সাধারণ মানুষের রোষানলেও পড়েছে বহুবার।
রাজনগর উপজেলা ক্রীড়া সংস্থা সহ খেলাধুলার বিভিন্ন প্রজেক্টে তার ভাগ রাখতে হতো। তার বাবার নামে বরাদ্দ আসা অনেক সরকারী প্রজেক্ট লুটে নেওয়ার ইতিহাসও আছে তার। সৌর বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ স্থাপন সহ বেশকিছু জায়গায় তার ভাগ রাখার রেকর্ড রয়েছে।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দুইপক্ষের ঝামেলা সৃষ্টি করার এক বিশ্বস্ত মাস্টার মাইন্ড রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির খানের কুখ্যাত ছেলে রাসেল খান।
তার সমস্ত ইতিহাস খুজতে শুরু করেছে পরিবর্তন মৌলভীবাজার। আপনার আশপাশ কিংবা আপনার সাথেও ঘটে যাওয়া কোন রাসেলকান্ড থাকলে জানাবেন আমাদের ইনবক্সে। আমরা পরিচয় গোপন রেখে তা প্রকাশ করবো।