Midwife Najma

Midwife Najma Bangladeshi Midwife

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (BMS)-এর আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নামসমূহ আজ অফিসিয়ালি BMS এর অফিসিয়াল ফেস...
18/09/2025

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (BMS)-এর আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নামসমূহ আজ অফিসিয়ালি BMS এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
ধন্যবাদ

হ্যালো বাংলাদেশী মিডওয়াইভস♥️আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে BMS নির্বাচন।আপনারা যারা এখনো মেম্বারশিপ রিনিউ করেননি...
17/09/2025

হ্যালো বাংলাদেশী মিডওয়াইভস♥️
আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে BMS নির্বাচন।

আপনারা যারা এখনো মেম্বারশিপ রিনিউ করেননি কিংবা নতুন মেম্বার হননি, অনুগ্রহ করে দ্রুত করে নিন।
মনে রাখবেন BMS এর সদস্যপদ শুধু একটি পরিচয় নয়,এটি আমাদের পেশার সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষার প্রতীক।BMS আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আসুন,সকলে একসাথে যুক্ত হই,
আমাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করি।এখনই আপনার মেম্বারশিপ নিশ্চিত করুন!

📷 BRACU midwives 💜

পারিবারিক সাপোর্ট কম থাকলে পোস্ট পার্টাম ডিপ্রেশন (PPD) এর ঝুঁকি অনেক বেড়ে যায়।সন্তান জন্মের পর মায়ের শারীরিক ও মানসি...
17/09/2025

পারিবারিক সাপোর্ট কম থাকলে পোস্ট পার্টাম ডিপ্রেশন (PPD) এর ঝুঁকি অনেক বেড়ে যায়।

সন্তান জন্মের পর মায়ের শারীরিক ও মানসিকভাবে বিশাল পরিবর্তন ঘটে।এই সময়ে মায়ের সবচেয়ে বেশি দরকার হয় ভালোবাসা, যত্ন, সহযোগিতা ও মানসিক সমর্থন।কিন্তু পরিবার যদি সঠিকভাবে পাশে না থাকে,মায়ের কাজের চাপ, একাকীত্ব,অবহেলা,আর্থিক টানাপোড়েন ও মানসিক চাপ বাড়তে থাকে।এর ফলেই মা সহজেই দুশ্চিন্তা,অতিরিক্ত,
দুঃখ,খিটখিটে মেজাজ,হতাশা ইত্যাদিতে ভুগতে পারেন,যা ধীরে ধীরে পোস্ট পার্টাম ডিপ্রেশনে রূপ নেয়।

তাই সন্তান জন্মের পর মায়ের যত্ন শুধু শারীরিকভাবে নয়,মানসিক ও আবেগগতভাবে পরিবারের সবার সহযোগিতা খুবই জরুরি।

📷 ছবিতে পরম মমতায় আরাধের আন্টির সাথে আরাধ ঢাকায়(সনজিতা ভৌমিক) বিপিএসি পরিক্ষায় গিয়েছিলাম যখন তার বয়স ৪ দিন।

গত ২৪ ঘন্টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন মায়ের স্বাভাবিক প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও ...
17/09/2025

গত ২৪ ঘন্টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন মায়ের স্বাভাবিক প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক সবাই সুস্থ আছেন।

স্বাভাবিক প্রসব সবসময়ই মায়ের জন্য কম ঝুঁকিপূর্ণ ও দ্রুত আরোগ্য লাভের সুযোগ করে দেয়। একই সাথে নবজাতকও পায় প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্থভাবে বেড়ে ওঠার ভিত্তি।

ডাক্তার মিডওয়াইফ ও নার্স এর দক্ষতা,আন্তরিকতা ও সঠিক সেবার কারণেই প্রতিদিন এভাবে অনেক মা ও শিশু নিরাপদে নতুন জীবনের সূচনা করছে কমলগঞ্জে।
সবার জন্য দোয়া ও শুভকামনা মা ও শিশু দুজনেই থাকুক সুস্থ ও নিরাপদ।

প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে হোক আপনার প্রিয় সন্তানের জন্ম।

ধন্যবাদ

এত এত খেলনা থাকার পরেও বাচ্চারা রিমোট মোবাইল, চার্জার এসব নিয়ে খেলা লাগবেই🤣
16/09/2025

এত এত খেলনা থাকার পরেও বাচ্চারা রিমোট মোবাইল, চার্জার এসব নিয়ে খেলা লাগবেই🤣

নবজাতকের জন্ম এই পৃথিবীতে আসার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। এ সময় নতুন জীবনের স্পন্দনে ভরে ওঠে চারপাশ,পরিবারে আসে আ...
15/09/2025

নবজাতকের জন্ম এই পৃথিবীতে আসার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। এ সময় নতুন জীবনের স্পন্দনে ভরে ওঠে চারপাশ,পরিবারে আসে আনন্দ, ভালোবাসা আর আশার আলো। শিশুর প্রথম কান্না শুধু মা-বাবার নয়,পুরো পরিবারের জন্য অমূল্য এক অনুভূতি।
নরমাল ডেলিভারি মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।সুস্থ শিশু সুস্থ আগামীর ভবিষ্যত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমলগঞ্জ।

✨ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ✨আজকের দিনটি অনেক বাবা-মায়ের জীবনের এক অবিস্মরণীয় দিন।আজ তাদের সন্তানের দীর্ঘদিনের পড়াশোনা, ক...
15/09/2025

✨ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ✨

আজকের দিনটি অনেক বাবা-মায়ের জীবনের এক অবিস্মরণীয় দিন।
আজ তাদের সন্তানের দীর্ঘদিনের পড়াশোনা, কষ্ট আর পরিশ্রমের ফল মিললো।
আজ থেকে তারা পেলো নির্দিষ্ট দায়িত্ব, পেলো নতুন এক পরিচয়।
সিনিয়র স্টাফ নার্স হিসেবে মানবসেবার মহৎ পথে এগিয়ে যাওয়ার সুযোগ।

এ শুধু একটি চাকরি নয়, এটি একটি আস্থার প্রতীক, যেখানে প্রতিটি জীবন রক্ষার দায়িত্ব বয়ে বেড়াতে হবে।
🙏 আল্লাহ সকলকে সুস্থতা, সফলতা ও সততার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন।

ছবি:গুগল

3475 জন নার্সের যোগদানপত্রের নমুনা।
15/09/2025

3475 জন নার্সের যোগদানপত্রের নমুনা।

পদায়নেরকৃত কর্মস্থল সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০২৫
15/09/2025

পদায়নেরকৃত কর্মস্থল সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০২৫

অবশেষে ৩৪৭৫ জনের সাময়িক নিয়োগ হলো।সিনিয়র স্টাফ নার্স।ওয়েবসাইটে চেক করুন।ধন্যবাদ
15/09/2025

অবশেষে ৩৪৭৫ জনের সাময়িক নিয়োগ হলো।
সিনিয়র স্টাফ নার্স।

ওয়েবসাইটে চেক করুন।

ধন্যবাদ

নির্ধারিত ৬ মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক ...
14/09/2025

নির্ধারিত ৬ মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের প্রতিনিধিদলের বৈঠককালে এ কথা জানান তিনি।

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি-জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতনকাঠামো গঠন; আয়কর পরিশোধ বিবেচনায় বেতনকাঠামো; বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা নিরূপণ; মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ; সময়য়োপযোগী পেনশনসহ অবসর–সুবিধা নির্ধারণ; কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে।

তিনি জানান, মূল্যায়ন অনুযায়ী একটি বেতনকাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি ও মোবাইল ফোন–সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন–সুবিধা যৌক্তিকীকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি থাকলে তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে।

কমিশন চেয়ারম্যান বলেন, ‘আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। বেতন কাঠামো নির্ধারণে ৬ মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি।’

বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতনকাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়।

বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ। বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেকে সম্বল হারিয়ে ফেলেন। ইন্সুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে। এ ধরনের কিছু মডেল প্রতিবেশি দেশগুলোতেও আছে।’

উল্লেখ্য, এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।

আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

Address

Moulvibazar
Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Midwife Najma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Midwife Najma:

Share