Midwife Najma

Midwife Najma Bangladeshi Midwife

প্রসবের পর মায়েদের শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন ঘটে,যেমন হরমোনের পরিবর্তন,যা মেজাজ পরিবর্তন বা প্রসব পরবর্তী বিষণ্ণতা...
15/10/2025

প্রসবের পর মায়েদের শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন ঘটে,যেমন হরমোনের পরিবর্তন,যা মেজাজ পরিবর্তন বা প্রসব পরবর্তী বিষণ্ণতার কারণ হতে পারে। এছাড়া,প্রসবের পর প্রথম কয়েক সপ্তাহে জরায়ুর আকার ছোট হতে শুরু করে এবং রক্তপাত ও ব্যথা হতে পারে।শরীর দুর্বল ও ভঙ্গুর থাকতে পারে এবং প্রসবের পরে আয়রনের ঘাটতি হতে পারে।

প্রধান শারীরিক পরিবর্তন..
★হরমোনের পরিবর্তন: প্রসবের পর হরমোনের মাত্রার ওঠানামা হয়,যা প্রসব পরবর্তী বিষণ্ণতা বা মেজাজ পরিবর্তনের কারণ হতে পারে।
★জরায়ুর সংকোচন:প্রসবের পর জরায়ু ধীরে ধীরে সংকুচিত হয়ে তার স্বাভাবিক আকারে ফিরে আসে।
★রক্তপাত:প্রসবের পর যোনিপথে রক্তপাত হওয়া স্বাভাবিক।এটি কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে এবং রক্তক্ষরণের কারণে শরীরে আয়রনের ঘাটতি হতে পারে।
★বুকের দুধ:বুকের দুধ খাওয়ানোর কারণে মাসিক চক্রের শুরু বিলম্বিত হতে পারে।যারা বুকের দুধ খাওয়ান না, তাদের ৬-৮ সপ্তাহের মধ্যে মাসিক শুরু হতে পারে।
★শারীরিক দুর্বলতা:প্রসবের পর শরীর দুর্বল ও নাজুক থাকে,এবং হাড়,পেশী, বা স্নায়ু-সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
★ব্যথা:প্রসবের সময় এবং পরে বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে,বিশেষ করে পেট ও পিঠে ব্যথা,যা পেশীর সংকোচনের কারণে হয়।
★রক্তচাপ এবং নাড়ির গতি:প্রসবের পর উত্তেজনা বা ব্যথার কারণে সাময়িকভাবে রক্তচাপ এবং নাড়ির গতি বেড়ে যেতে পারে, যা সাধারণত স্বাভাবিক হয়ে যায়।

✍️







জন্মের পর আপনার শিশুর শরীরে সাদা সাদা মোমের মতো তাহলে জেনে নিন ⁉️ভার্নিক্স হলো একটি মোমযুক্ত সাদা পদার্থ যা নবজাতক শিশুর...
15/10/2025

জন্মের পর আপনার শিশুর শরীরে সাদা সাদা মোমের মতো তাহলে জেনে নিন ⁉️

ভার্নিক্স হলো একটি মোমযুক্ত সাদা পদার্থ যা নবজাতক শিশুর ত্বকে আবৃত থাকে এবং এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার ও প্রতিরক্ষামূলক স্তর হিসেবে কাজ করে।এটি ত্বকের শুষ্কতা রোধ করে,সংক্রমণ থেকে রক্ষা করে এবং জন্মের পর শিশুর ত্বকের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।সাধারণত,ভার্নিক্সকে শিশুর ত্বকে ঘষে দেওয়া হয়,ধুয়ে ফেলার পরিবর্তে।

ভার্নিক্স কী⁉️
এটি একটি মোমযুক্ত,সাদা পদার্থ যা গর্ভে থাকাকালীন শিশুর ত্বকে তৈরি হয় এবং জন্মের সময় শিশুর শরীরকে ঢেকে রাখে।
এর মধ্যে রয়েছে লিপিড এবং ঝরে পড়া ভ্রূণের ত্বকের কোষ।

ভার্নিক্সের উপকারিতা..
প্রাকৃতিক ময়েশ্চারাইজার:এটি শিশুর ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা ও জ্বালাপোড়া প্রতিরোধ করে।
প্রতিরক্ষামূলক স্তর: এটি শিশুর ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
স্বাভাবিক বৃদ্ধি: টি ত্বকের মাইক্রোবায়োমকে উন্নত করে।
গরম রাখা: এটি ত্বকের জলীয় বাষ্পীভবন কমিয়ে শিশুকে উষ্ণ রাখতে সাহায্য করে।
কেন এটি গুরুত্বপূর্ণ?
অনেক স্বাস্থ্যসেবা প্রদানকারী শিশুর সুরক্ষার জন্য জন্মের পর প্রথম ২৪ ঘণ্টা বা তার বেশি সময় ভার্নিক্স না ধোয়ার পরামর্শ দেন,যাতে এর উপকারী বৈশিষ্ট্যগুলো শিশুকে উপকৃত করতে পারে।
ভার্নিক্সকে শিশুর ত্বকে ঘষে দেওয়া উচিত,কারণ এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বকের জন্য উপকারী।

✍️






শিশুর প্রথম দাঁত কখন উঠবে🤔⁉️শিশুদের প্রথম দাঁত সাধারণত ৬ থেকে ১২ মাস বয়সের মধ্যে ওঠে,তবে এর আগে বা পরেও উঠতে পারে,তাই দ...
14/10/2025

শিশুর প্রথম দাঁত কখন উঠবে🤔⁉️

শিশুদের প্রথম দাঁত সাধারণত ৬ থেকে ১২ মাস বয়সের মধ্যে ওঠে,তবে এর আগে বা পরেও উঠতে পারে,তাই দু-এক মাসের পার্থক্য নিয়ে চিন্তার কিছু নেই। প্রথম দুটি দাঁত সাধারণত নিচের সামনের দিকে থাকে,এরপর ওপরের দাঁতগুলো ওঠে।বেশিরভাগ শিশুর তিন বছর বয়সে ২০টি দুধ দাঁত ওঠে।

দাঁত ওঠার সময়সীমা:

প্রথম দাঁত:প্রায় ৬ মাস বয়সে প্রথম দাঁত ওঠে,তবে এই সময়সীমা ৬ থেকে ১২ মাসের মধ্যে পরিবর্তিত হতে পারে।
সম্পূর্ণ সেট:প্রায় ৩ বছর বয়সের মধ্যে ২০টি দুধ দাঁত ওঠা সম্পন্ন হয়।

প্রথম দাঁত ওঠার লক্ষণ:
মাড়িতে ব্যথা এবং অস্বস্তি,অস্বাভাবিক কান্নাকাটি বা বিরক্তি,অতিরিক্ত লালা ঝরা,কিছু ক্ষেত্রে হালকা জ্বর,কামড়ে ধরা বা চিবানোর প্রবণতা দেখা যায়।

কী করা উচিত:

★শিশুর অস্বস্তি কমাতে একটি পরিষ্কার ও নরম কাপড় দিয়ে মাড়ি আলতোভাবে মালিশ করা যেতে পারে।
★চিবানোর জন্য নিরাপদ খেলনা দেওয়া যেতে পারে।
★ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

✍️




কেন স্কিন টু স্কিন কেয়ার ⁉️স্কিন টু স্কিন কেয়ার বলতে মূলত নবজাতক শিশুর সাথে বাবা-মা বা অন্য কোনো তত্ত্বাবধায়কের ত্বকের ...
13/10/2025

কেন স্কিন টু স্কিন কেয়ার ⁉️
স্কিন টু স্কিন কেয়ার বলতে মূলত নবজাতক শিশুর সাথে বাবা-মা বা অন্য কোনো তত্ত্বাবধায়কের ত্বকের সরাসরি সংযোগ বোঝায়, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এই পদ্ধতিতে শিশুকে শুধু একটি ডায়াপার পরিয়ে খালি বুকে রাখা হয় এবং একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়। এর ফলে শিশুর তাপমাত্রা নিয়ন্ত্রণ, হৃদস্পন্দন স্থিতিশীল রাখা, এবং ভালোভাবে বুকের দুধ খাওয়ানো সহজ হয়। এটি বাবা-মায়ের সাথে শিশুর মানসিক বন্ধন দৃঢ় করে এবং শিশুর কান্না কমায়।

স্কিন টু স্কিন কেয়ারের সুবিধা:
* নবজাতকের জন্য:
* শিশুর শরীরের তাপমাত্রা এবং হৃদস্পন্দন স্থিতিশীল থাকে।
* শিশুর শ্বাস-প্রশ্বাস উন্নত হয়।
* রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত হয়।
* বুকের দুধ খাওয়ানো সহজ হয় এবং এটি চালিয়ে যেতে সাহায্য করে।
* শিশুর ওজন বৃদ্ধিতে সহায়ক।
* কান্না কম হয় এবং সামগ্রিক বিকাশ ভালো হয়। �
* বাবা-মায়ের জন্য:
* বাবা-মায়ের সাথে শিশুর বন্ধন দৃঢ় হয়।
* প্রসবোত্তর বিষণ্নতার ঝুঁকি হ্রাস করে। �
কীভাবে করবেন:
1. শিশুকে খালি পেটে, শুধু একটি ডায়াপার পরিয়ে, আপনার বুকের উপর রাখুন।
2. শিশুর মাথা একদিকে কাত করে রাখুন এবং তাদের হাত ও পা স্বাভাবিক অবস্থায় রাখুন।
3. আপনার এবং শিশুর শরীর উষ্ণ রাখতে একটি কম্বল বা চাদর ব্যবহার করুন।
4. এই অবস্থায় অন্তত এক ঘন্টা বা প্রথমবার খাওয়ানো পর্যন্ত থাকুন।
5. নবজাতকের সাথে সময় কাটানোর জন্য সকাল, সন্ধ্যা বা গোসলের পর একটি ভালো সময় হতে পারে।

✍️




13/10/2025

বাজারের প্রক্রিয়াজাত খাবার দিচ্ছেন শিশু কে❓



আমাদের মাঝে এখনো নবজাতকের নাভি নিয়ে অনেক ভুল ধারনা রয়েছে।যেমন-নাভিতে সরিষার তেল লাগানো,ধারণা এতে তাড়াতাড়ি নাভি শুকিয়ে যা...
12/10/2025

আমাদের মাঝে এখনো নবজাতকের নাভি নিয়ে অনেক ভুল ধারনা রয়েছে।
যেমন-
নাভিতে সরিষার তেল লাগানো,ধারণা এতে তাড়াতাড়ি নাভি শুকিয়ে যাবে।নবজাতকের নাভি শুকানোর জন্য অঞ্চলভেদে অনেক প্রচলিত ব্যবস্থার আশ্রয় নেওয়া হয়। এগুলোর মধ্যে রসুনপোড়া ও গরম তেল।কোথাও কোথাও নাভিতে লাগানো হয় সিঁদুর,মায়ের গলানো দুধ,কোনোখানে পাতাবাটা রস।পুরাকালে গোবর লাগানোর মতো ঘটনা ও আমাদের দেশে হতো,যদিও ইতিমধ্যেই অনেকেটা কমে এসেছে এসব।তবু নাভির যত্নে এ রকম বহু অপচিকিৎসার নজির এখনো মেলে।

এসব কুসংস্কার জনিত কাজের ফলে নবজাতকের নাভিতে সংক্রমণ ঘটেই,এমনকি গর্ভাবস্থায় মা ধনুষ্টংকার-প্রতিরোধী টিকা না নিয়ে থাকলে টিটেনাস বা সেপসিসের মতো অসুখে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুও হতে পারে।তাই নবজাতকের নাভি ইনফেকশন হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,কারণ এটি গুরুতর হতে পারে।সংক্রমণের লক্ষণগুলো হলো নাভির চারপাশে লালচে ভাব,ফোলা,পুঁজ,দুর্গন্ধ এবং জ্বর।ডাক্তার শরণাপন্ন হোন সঠিক চিকিৎসার পরামর্শ দেবেন।

প্রাথমিক করণীয়...

অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন:নাভি সংক্রমণের ক্ষেত্রে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যান।

নাভি পরিষ্কার ও শুষ্ক রাখুন:নাভি এবং এর চারপাশ পরিষ্কার ও শুকনো রাখা অত্যন্ত জরুরি।

তেল বা ছাই ব্যবহার থেকে বিরত থাকুন: নাভিতে তেল বা ছাই লাগালে সংক্রমণের ঝুঁকি বাড়ে,তাই এটি করবেন না।

বিশেষজ্ঞের পরামর্শ অনুসরণ করুন: ডাক্তার যদি কোনো অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন, তবে তা অনুসরণ করুন।

সংক্রমণের লক্ষণগুলো
লালচে ভাব: নাভির গোড়ায় এবং চারপাশের ত্বকে লালচে ভাব দেখা যায়।
ফোলা: নাভি ফুলে যেতে পারে।
পুঁজ: নাভি থেকে পুঁজ বের হতে পারে।
দুর্গন্ধ: নাভি থেকে দুর্গন্ধ আসতে পারে।
জ্বর: শিশুর জ্বর হতে পারে।

প্রতিরোধমূলক ব্যবস্থা :নবজাতকের নাভী সম্পূর্ণ পরিষ্কার এবং শুকনো রাখা গুরুত্বপূর্ণ।ডাক্তারের/ মিডওয়াইফের পরামর্শ ছাড়া নাভিতে কোনো অ্যান্টিবায়োটিক,অ্যান্টিসেপটিক ক্রিম বা তেল ব্যবহার করা উচিত নয়।

✍️






টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫সারা দেশ ব্যাপী এই কর্মসূচি চলমান,আপনার সন্তান কে টিকা দিন।অন্য কে টিকাদানে উৎসাহিত করুন।ধন...
12/10/2025

টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫
সারা দেশ ব্যাপী এই কর্মসূচি চলমান,আপনার সন্তান কে টিকা দিন।অন্য কে টিকাদানে উৎসাহিত করুন।
ধন্যবাদ

゚viralシfypシ゚

চাকুরি স্থায়ীকরণ  #মিডওয়াইফ
12/10/2025

চাকুরি স্থায়ীকরণ #মিডওয়াইফ

৭২ বছরের মানুষটি, একা থাকেন শহরের এক কোণে।দুই সপ্তাহ ধরে গলা ব্যথা, গিললেই জ্বালা, আর বুকের ভেতর আগুন জ্বলার মতো কষ্ট।প্...
12/10/2025

৭২ বছরের মানুষটি, একা থাকেন শহরের এক কোণে।
দুই সপ্তাহ ধরে গলা ব্যথা, গিললেই জ্বালা, আর বুকের ভেতর আগুন জ্বলার মতো কষ্ট।
প্রতিদিন অ্যান্টাসিড খাচ্ছেন, হজমের ওষুধ নিচ্ছেন…
ভাবছেন — “বয়স তো হয়েছে, গ্যাস্ট্রিকই হবে।”

কিন্তু এক রাতে পানি খেতে গিয়েও গিলতে পারলেন না।
যেন গলায় কাচের টুকরো।

পরদিন ছেলেকে ফোন করলেন
“বাবা, মনে হয় গলায় কিছু আটকেছে…”
হাসপাতালে এন্ডোস্কোপি হলো।

দেখা গেল — পুরো খাদ্যনালী জুড়ে সাদা দাগ আস্তরণ।
ডাক্তার বললেন
“আপনার Esophageal Candidiasis হয়েছে এক ধরনের ছত্রাকজনিত ইনফেকশন।”

এটি ঘটে যখন শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
অনেক সময় দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা ইনহেলড স্টেরয়েড খেলে এমন হয়।
এই মানুষটিও প্রায় ৩ মাস ধরে Macrolide group-এর অ্যান্টিবায়োটিক খাচ্ছিলেন, ভেবে “সর্দি-কাশি সারবে”।

এই ইনফেকশনটি চেনার উপসর্গগুলো
গিলতে ব্যথা (Odynophagia)

বুকে জ্বালা, পোড়া পোড়া অনুভূতি

মুখের ভেতর বা জিহ্বায় সাদা দাগ

খাবার গিলতে কষ্ট

সময়মতো ধরা পড়লে এটা সম্পূর্ণ সারানো সম্ভব।
সাধারণত Fluconazole বা অন্যান্য Antifungal ওষুধেই রোগ সেরে যায়।

প্রতিটি ব্যথাই গ্যাস্ট্রিক নয়।
কখনো কখনো “একটা ছোট ভুল ধারণা” হয়ে উঠতে পারে বড় বিপদ।

বারবার জ্বালাপোড়া, গলায় ব্যথা, গিলতে কষ্ট
তুচ্ছ ভাববেন না।
হয়তো সেটা আপনার শরীরের শেষ সতর্ক সংকেত।

শেয়ার করুন, যেন কেউ ভুল করে নিজের রোগকে “গ্যাস্ট্রিক” ভেবে অবহেলা না করে।

Dr-Abdur Rahman

কেন করাবেন আল্টাসনোগ্রাফি⁉️গর্ভকালীন সময়ে আল্ট্রাসাউন্ড করা হয় কারণ এটি গর্ভাবস্থার অগ্রগতি,ভ্রূণের স্বাস্থ্য এবং বিকাশ ...
11/10/2025

কেন করাবেন আল্টাসনোগ্রাফি⁉️

গর্ভকালীন সময়ে আল্ট্রাসাউন্ড করা হয় কারণ এটি গর্ভাবস্থার অগ্রগতি,ভ্রূণের স্বাস্থ্য এবং বিকাশ নিরীক্ষণ করতে সাহায্য করে,যেমন ভ্রূণের সংখ্যা, হৃদস্পন্দন, অঙ্গ-প্রত্যঙ্গ এবং অন্যান্য জন্মগত ত্রুটি সনাক্তকরণ। এটি গর্ভাবস্থার সময়কাল নিশ্চিত করতে এবং সম্ভাব্য জটিলতা (যেমন একটোপিক গর্ভাবস্থা) চিহ্নিত করতেও সহায়ক।

গর্ভকালীন সময়ে আল্ট্রাসাউন্ডের গুরুত্ব :

ভ্রূণের বিকাশ পর্যবেক্ষণ: আল্ট্রাসাউন্ড গর্ভাবস্থার নির্দিষ্ট সময় অনুযায়ী ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ পর্যবেক্ষণ করতে সাহায্য করে।

সঠিক তারিখ নির্ণয়: এটি গর্ভাবস্থার সঠিক সময়কাল নির্ধারণ করতে সাহায্য করে।

ঝুঁকি মূল্যায়ন: এটি সম্ভাব্য জটিলতা যেমন একটোপিক গর্ভাবস্থা (জরায়ুর বাইরে গর্ভাবস্থা) শনাক্ত করতে পারে।

ভ্রূণের গঠন পরীক্ষা: এটি ভ্রূণের অঙ্গ-প্রত্যঙ্গ, হৃদস্পন্দন এবং অন্যান্য গঠনমূলক দিক পরীক্ষা করতে সাহায্য করে।

জন্মগত ত্রুটি সনাক্তকরণ: কিছু জন্মগত ত্রুটি, যেমন ঠোঁট বা তালুতে কাটা,শনাক্ত করতে এটি সাহায্য করতে পারে।

পানির পরিমাণ ও নড়াচড়া পর্যবেক্ষণ: এটি অ্যামনিওটিক ফ্লুইড (জরায়ুতে থাকা পানি) এর পরিমাণ এবং ভ্রূণের নড়াচড়া পর্যবেক্ষণ করতে সাহায্য করে।

পারিবারিক বন্ধন: এটি বাবা-মাকে তাদের অনাগত সন্তানের প্রথম ঝলক দেখার এবং তাদের সাথে মানসিক বন্ধন তৈরি করার সুযোগ দেয়।

প্রয়োজনে চিকিৎসা: জরুরি পরিস্থিতিতে, যেমন রক্তপাত হলে,আল্ট্রাসাউন্ড দ্রুত অবস্থা নির্ণয় করতে সহায়তা করে।

✍️


আজ আমাদের মাঝে নেই একজন অমূল্য মানব আফসানা মিমি,একজন সমর্পিত মিডওয়াইফ😔😭সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার প...
11/10/2025

আজ আমাদের মাঝে নেই একজন অমূল্য মানব আফসানা মিমি,একজন সমর্পিত মিডওয়াইফ😔😭
সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর, তিনি সিভিআর প্রি-এক্ল্যামসিয়া ও এক্ল্যামসিয়ার জটিলতার কারণে আমাদের ত্যাগ করে চলে গেছেন।

একজন মিডওয়াইফ,যিনি সারাজীবন মায়েদের পাশে থেকেছেন,নিজেই যখন জীবনের সর্বোচ্চ ঝুঁকিতে ছিলেন, তখন এই বিপর্যয় আমাদের সকলকে গর্ভকালীন জটিলতা ও মাতৃত্বসেবায় সতর্ক থাকার বার্তা দেয়।

তাঁর নিবেদন,ভালোবাসা এবং পেশার প্রতি অগাধ দায়বদ্ধতা চিরস্মরণীয়।তিনি আমাদের মনে থাকবেন সেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে।

রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না। পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটন...
11/10/2025

রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না।

পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

বাচ্চাদের যত রকম বার্ন ইঞ্জুরি আসে বেশির ভাগ মা রান্না ঘরে রান্না করার সময় বাচ্চাকে রান্না ঘরে নিয়ে যাওয়ার কারনে হয়।

যদি কখনো পোড়ে যায় তাহলে আক্রান্ত স্থানে কিছু লাগাবেন না শুধু নরমাল কলের পানি দিবেন।

বরফ বা ঠান্ডা পানি দিবেন না তাহলে আরো বেশি ক্ষতি হবে।
ফার্মেসীতে না নিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন
Dr. S Hasan- ডা: এস হাসান

Address

Moulvibazar
Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Midwife Najma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Midwife Najma:

Share