Voice of Moulvibazar

Voice of Moulvibazar ভাবনা মুক্ত বাতায়ন
(5)

05/11/2025

সুদ নিয়ে বিপাকে কটাই

রাস্তায় আতঙ্কের নাম হবিগঞ্জী বাস: যাত্রীরা অসহায়, কর্তৃপক্ষের কর্ণপাত নেই।মৌলভীবাজার ৫ নভেম্বরঃ-মৌলভীবাজার ও পার্শ্ববর...
05/11/2025

রাস্তায় আতঙ্কের নাম হবিগঞ্জী বাস: যাত্রীরা অসহায়, কর্তৃপক্ষের কর্ণপাত নেই।

মৌলভীবাজার ৫ নভেম্বরঃ-
মৌলভীবাজার ও পার্শ্ববর্তী রাস্তায় #হবিগঞ্জী_বাসগুলো প্রায় প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে*, যা সাধারণ মানুষ ও পথচারীদের জন্য আতঙ্ক সৃষ্টি করছে। যাত্রীদের অভিযোগ, অনুমোদনবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার এবং তাদের স্টাফদের দুর্নীতি ও খারাপ ব্যবহার ব্যাপক সমস্যা সৃষ্টি করছে।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কথা বললে স্থানীয় ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। যাত্রীরা প্রশাসনের কাছে দাবী করছেন, অবিলম্বে বাসগুলোর নিয়ন্ত্রণ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয়রা জানাচ্ছেন, চতুর্দিকে প্রতিবাদ ও সচেতনতার পরও বাস কর্তৃপক্ষ কর্ণপাত করছে না, যা পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে #ট্রাফিক নিয়মের যথাযথ প্রয়োগ ও কঠোর তদারকি অপরিহার্য।

#হবিগঞ্জী_বাস
#যাত্রী_নিরাপত্তা
#দুর্ঘটনা_প্রতিরোধ
#সড়ক_নিয়ম
**

05/11/2025

হবিগঞ্জী বাসকে
মানুষ মারার লাইসেন্স দেয়া হোক।
তাহলে হবিগঞ্জের আবালরা খুশি হবে।

04/11/2025

শ্রীমঙ্গল-সিলেট নতুন বাস সার্ভিস চালু*
যাত্রীর সুবিধা নিশ্চিত করতে বাসগুলো আধুনিক সুবিধা সম্পন্ন।

04/11/2025

হবিগঞ্জের বাস মালিক ও শ্রমিকদের হুশিয়ারি: বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করুন

04/11/2025

আমার বাড়িতে এত পাখি

04/11/2025
04/11/2025
03/11/2025

ভুল তথ্য ছড়ানো হচ্ছে

03/11/2025

*হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের ফিটনেস বিহীন বাস ও যাত্রী হয়রানির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন*

মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে মানববন্ধন করেছে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, বাসগুলো অনেক সময় যাত্রী হয়রানি করছে এবং অনেকটি ফিটনেস বিহীন, যা যাত্রীদের জন্য বিপজ্জনক।অদক্ষ ড্রাইভার দিয়ে পরিচালিত হচ্ছে বলেই প্রতিদিনই বড় বড় দুর্ঘটনা ঘটছে।
প্রতিবাদকারীরা জেলা প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষকে অবিলম্বে এসব বাস বন্ধ করার নির্দেশ দিতে অনুরোধ করেছেন।

স্থানীয়রা আশ্বস্ত হতে চান যে, নিরাপদ ও মানসম্মত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে।

** #মৌলভীবাজার
#হবিগঞ্জ_সিলেট_এক্সপ্রেস
#যাত্রীনিরাপত্তা
#ফিটনেসবিহীন_বাস
#মানববন্ধন**

মৌলভীবাজার ১নভেম্বরঃউত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে ...
01/11/2025

মৌলভীবাজার ১নভেম্বরঃ
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় আগামী পাঁচদিনে দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এরপর লঘুচাপ সৃষ্টি হলে দেশ জুড়েই বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা ও ব্যাপ্তি।

শনিবার (১নভেম্বর ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাস থেকে জানা গেছে এসব তথ্য।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

01/11/2025

এটি কোন রাজপথ? #রাজপথ #আওমীলীগ

Address

Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Moulvibazar:

Share