Voice of Moulvibazar

Voice of Moulvibazar ভাবনা মুক্ত বাতায়ন
(5)

"আদর্শ গ্রাম ভূজবল"ভূজবল আমার সোনার গ্রাম,  শিক্ষায় ভরা, গৌরবের নাম।  মৌলভীবাজারে সবার শীর্ষে,  জ্ঞান-গরিমায় মনের দৃষ্টি...
27/12/2025

"আদর্শ গ্রাম ভূজবল"

ভূজবল আমার সোনার গ্রাম,
শিক্ষায় ভরা, গৌরবের নাম।
মৌলভীবাজারে সবার শীর্ষে,
জ্ঞান-গরিমায় মনের দৃষ্টিতে।

ছোট-বড় সব শিক্ষায় জাগে,
আদর্শ চিন্তা প্রাণে লাগে।
গরিব-ধনী পাশে পাশে,
ভ্রাতৃত্ববোধে চলি এক আশে।

গাছ-গাছালি, মাঠের শোভা,
মানুষ গড়ার সোনালী পথ ধরা।
ভূজবলের নাম গর্বে বলি,
এমন গ্রাম সবখানে চাই খুঁজে চলি।

26/12/2025

🌍 *অন্যকে সম্মান না করলে, নিজেও সম্মান পাওয়ার যোগ্যতা হারায়।*
🕌 যে জাতি বা ধর্ম অন্য জাতি-ধর্মকে সম্মান করতে জানে না, তারা কীভাবে মানুষ দাবি করে?
📢 “সম্মানহীনতা কি তাদের ধর্মের শিক্ষা?”
আর এরাই আবার অন্য জাতি বা ধর্ম নিয়ে কথা বলে!
✊ তখন মন চায়— *জুতার ভাষাতেই উত্তর দিই!*

#মানবতা #ধর্ম_নয়_ঘৃণা #সংঘাত_নয়_সম্প্রীতি

অনলাইন ব্যবসার নামে প্রতারণা: ফাঁদে পড়ছে সাধারণ মানুষ, বেহাল অবস্থা ভোক্তাদের।ডেস্ক প্রতিবেদন Voice of Moulvibazar বর্তম...
26/12/2025

অনলাইন ব্যবসার নামে প্রতারণা: ফাঁদে পড়ছে সাধারণ মানুষ, বেহাল অবস্থা ভোক্তাদের।

ডেস্ক প্রতিবেদন Voice of Moulvibazar
বর্তমান সময়ে অনলাইন ব্যবসা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। মোবাইল খুললেই চোখে পড়ে অসংখ্য অনলাইন শপ ও ব্যবসায়িক পেজের বিজ্ঞাপন—যেখানে লেখা থাকে "বিশেষ ছাড়", "১ ঘন্টার মধ্যে অফার শেষ", বা "মজাদার পণ্য মাত্র ৩৫০ টাকায়"। কিন্তু এই আকর্ষণীয় অফারের আড়ালেই লুকিয়ে আছে ভয়াবহ প্রতারণা।

অনেকেই না বুঝেই এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পণ্য অর্ডার করছেন, অনেক সময় অগ্রিম টাকা বা কুরিয়ার চার্জ পরিশোধ করে বসছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যা হাতে আসছে তা ভিন্ন বা নিন্মমানের পণ্য, আর কখনো কখনো কিছুই আসছে না। অভিযোগ করলে পেজ বা ফোন বন্ধ পাওয়া যায়,

একটি পণ্যের বাজার মূল্য যদি ১০০ টাকা হয়, অনলাইনে সেটিই ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে “অফার” নামে। প্রতারকরা অর্ডারের আগে গ্রাহকদের কাছ থেকে কুরিয়ার চার্জ বা পুরো টাকা অগ্রিম নিয়ে নিচ্ছেন, কিন্তু পরে পণ্য পাঠানো হয় না। অনেকে কুরিয়ার অফিসে গিয়ে দেখেন প্যাকেট ফাঁকা বা নিম্নমানের পণ্য। ফোন করলে পাওয়া যায় না, আর পেলে গালিগালাজ করা হয়।

এসব পেজের মন্তব্য বিভাগে শত শত ‘ভালো রিভিউ’ দেখা গেলেও এগুলোর বেশিরভাগই সাজানো। ভুয়া আইডি দিয়ে নিজেদের পণ্য ‘সেরা’ প্রমাণ করার জন্য এইসব রিভিউ ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।

*বিশেষজ্ঞদের পরামর্শ:*
- অজানা ও যাচাই না করা পেজ থেকে কেনাকাটা থেকে বিরত থাকতে হবে
- কোনো অবস্থাতেই অগ্রিম অর্থ পাঠানো উচিত নয়
- শুধু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং পরিচিত কুরিয়ার সার্ভিস ব্যবহার করে অর্ডার দেওয়া উচিত
- একটি পণ্যের বাজারদর সম্পর্কে জেনে তারপর মূল্য যাচাই করে অর্ডার দিতে হবে

সরকারি পর্যায়েও অনলাইন প্রতারণা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রয়োগ ও নজরদারির আহ্বান জানাচ্ছেন ভুক্তভোগীরা।

#অনলাইনপ্রতারণা #গ্রাহকসচেতনতা #ভুয়াবিজ্ঞাপন #ফেসবুকশপিং #প্রতারণারফাঁদ #অনলাইনবিজনেস #সতর্কহোন #ক্যাশঅনডেলিভারি #ভোক্তারঅধিকার #ডিজিটালনিরাপত্তা

"জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই!যারা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত, তারা যদি পলাতকও থাকে—তবুও তাদের পরিবারকে জবাবদিহির...
25/12/2025

"জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই!

যারা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত, তারা যদি পলাতকও থাকে—তবুও তাদের পরিবারকে জবাবদিহির আওতায় আনতে হবে। একজন পুলিশ সদস্য অন্যায় করলে, তার বেতনভুক্ত পরিবারও কি দায়মুক্ত? রাষ্ট্রের অর্থে চলা পরিবারের সদস্যরা কি দায় এড়াতে পারে?
আসামিরা পলাতক হলেও, তাদের স্ত্রী/সন্তান/পরিজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও বিচারের আওতায় আনতে হবে।
ন্যায়বিচারের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যায় না।

*ন্যায় চাই, বিচার চাই, ছাড় নয়।*
#জুলাইহত্যা #বিচারচাই #অপরাধীরপরিবারওদায়ী #ন্যায়নিষ্ঠা

24/12/2025

*কুয়াশার চাদরে ঢাকা ঘুমন্ত মৌলভীবাজার*
#শীতেরসকাল #কুয়াশারশহর #মৌলভীবাজার

নায়ক রিয়াজকে ঘিরে গুজবের ডালপালা, মৃত্যু নয়—অবস্থান অজানাঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা *রিয়াজ আহমেদ* নিয়ে মঙ্গলবার (...
24/12/2025

নায়ক রিয়াজকে ঘিরে গুজবের ডালপালা, মৃত্যু নয়—অবস্থান অজানা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা *রিয়াজ আহমেদ* নিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে *তার মৃত্যুর গুজব*। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে ‘আত্মগোপনে থাকা রিয়াজ মারা গেছেন’—এমন দাবি।

তবে এখন পর্যন্ত *এ গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি*।
*বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও* বিষয়টি *নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে পারেনি*।

উল্লেখ্য, *৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর* থেকে রিয়াজ *আত্মগোপনে* রয়েছেন বলে দাবি উঠেছে। তার অবস্থান অজানা। কেউ বলছে তিনি *ভারতে চলে গেছেন*, আবার কেউ বলছে *দেশেই গোপনে রয়েছেন*।

তার *মোবাইল নম্বর বন্ধ*, এবং *কোনো আত্মীয়স্বজনও মুখ খুলছেন না*।
রাজনীতির মঞ্চেও একসময় সক্রিয় ছিলেন রিয়াজ।
*প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও* তাকে একাধিকবার দেখা গেছে।

বর্তমানে রিয়াজের হঠাৎ অন্তর্ধান ও গুজব নিয়ে বিভ্রান্ত ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন।
*গুজবে কান না দিয়ে, সত্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে সচেতন মহল।*

** #নায়করিয়াজ
#মৃত্যুগুজব
#আত্মগোপনে_রিয়াজ
#তথ্য_যাচাই_করুন
#গুজব_রোধ_করুন**

24/12/2025
24/12/2025

"পুরনো খোলসে নতুন রাজনীতি চলবে না"

#নতুনরাজনীতি
#পরিবর্তনেরসময়
#আগেররাজনীতি_চলবে_না
#সময়এখনপরিবর্তনের
#বদলআসবেই
#সচেতনপ্রজন্ম

23/12/2025

*গণতন্ত্রে বাকস্বাধীনতা আছে, কিন্তু সব কিছুই বাকস্বাধীনতা নয়।*
এটা কখনো কখনো অপব্যবহারও হতে পারে—যা আইনশৃঙ্খলা ও সমাজে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে।
*প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি* যেন কেউ "বাকস্বাধীনতা"র নামে অন্যের সম্মান, নিরাপত্তা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ক্ষতি করতে না পারে।

#বাকস্বাধীনতা_না_অপব্যবহার
#প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ
#দায়িত্বশীল_গণতন্ত্র
#বাংলাদেশ

21/12/2025

এই কথা বিএনপি ও জানতো না।

20/12/2025

এই কথা আর বলার নাই।
#হাদী #হাদীর_হুঙ্কার

Address

Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Moulvibazar:

Share