26/12/2025
অনলাইন ব্যবসার নামে প্রতারণা: ফাঁদে পড়ছে সাধারণ মানুষ, বেহাল অবস্থা ভোক্তাদের।
ডেস্ক প্রতিবেদন Voice of Moulvibazar
বর্তমান সময়ে অনলাইন ব্যবসা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। মোবাইল খুললেই চোখে পড়ে অসংখ্য অনলাইন শপ ও ব্যবসায়িক পেজের বিজ্ঞাপন—যেখানে লেখা থাকে "বিশেষ ছাড়", "১ ঘন্টার মধ্যে অফার শেষ", বা "মজাদার পণ্য মাত্র ৩৫০ টাকায়"। কিন্তু এই আকর্ষণীয় অফারের আড়ালেই লুকিয়ে আছে ভয়াবহ প্রতারণা।
অনেকেই না বুঝেই এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পণ্য অর্ডার করছেন, অনেক সময় অগ্রিম টাকা বা কুরিয়ার চার্জ পরিশোধ করে বসছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যা হাতে আসছে তা ভিন্ন বা নিন্মমানের পণ্য, আর কখনো কখনো কিছুই আসছে না। অভিযোগ করলে পেজ বা ফোন বন্ধ পাওয়া যায়,
একটি পণ্যের বাজার মূল্য যদি ১০০ টাকা হয়, অনলাইনে সেটিই ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে “অফার” নামে। প্রতারকরা অর্ডারের আগে গ্রাহকদের কাছ থেকে কুরিয়ার চার্জ বা পুরো টাকা অগ্রিম নিয়ে নিচ্ছেন, কিন্তু পরে পণ্য পাঠানো হয় না। অনেকে কুরিয়ার অফিসে গিয়ে দেখেন প্যাকেট ফাঁকা বা নিম্নমানের পণ্য। ফোন করলে পাওয়া যায় না, আর পেলে গালিগালাজ করা হয়।
এসব পেজের মন্তব্য বিভাগে শত শত ‘ভালো রিভিউ’ দেখা গেলেও এগুলোর বেশিরভাগই সাজানো। ভুয়া আইডি দিয়ে নিজেদের পণ্য ‘সেরা’ প্রমাণ করার জন্য এইসব রিভিউ ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।
*বিশেষজ্ঞদের পরামর্শ:*
- অজানা ও যাচাই না করা পেজ থেকে কেনাকাটা থেকে বিরত থাকতে হবে
- কোনো অবস্থাতেই অগ্রিম অর্থ পাঠানো উচিত নয়
- শুধু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং পরিচিত কুরিয়ার সার্ভিস ব্যবহার করে অর্ডার দেওয়া উচিত
- একটি পণ্যের বাজারদর সম্পর্কে জেনে তারপর মূল্য যাচাই করে অর্ডার দিতে হবে
সরকারি পর্যায়েও অনলাইন প্রতারণা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রয়োগ ও নজরদারির আহ্বান জানাচ্ছেন ভুক্তভোগীরা।
#অনলাইনপ্রতারণা #গ্রাহকসচেতনতা #ভুয়াবিজ্ঞাপন #ফেসবুকশপিং #প্রতারণারফাঁদ #অনলাইনবিজনেস #সতর্কহোন #ক্যাশঅনডেলিভারি #ভোক্তারঅধিকার #ডিজিটালনিরাপত্তা