23/09/2025
বিজনেস এর দ্বিতীয় অস্ত্র। সেল'স হবে অনেক বেশি
💥বিজনেস এর সবচেয়ে বড় অস্ত্র যদি কন্টেন্ট হয় তাহলে দ্বিতীয় বড় অস্ত্র মার্কেটিং। কারণ আপনার কনটেন্ট মানুষের কাছে পৌঁছাবেই মার্কেটিং এর মাধ্যমে। তবে, অনেকেই মনে করে মার্কেটিং মানেই শুধু ফেসবুকে এ্যাডস রান করতে পারা। এমনকি অনেক উদ্যোক্তাও এটা মনে করে। শুধুমাত্র, এটা মনে করার কারণেই অধিকাংশ উদ্যোক্তা লস খায়‼️
💥মার্কেটিং মানে শুধু এ্যাডস রান করা নয়। আমি যদি একদম সহজ ভাবে বলি। তাহলে, মার্কেটিং মানে, অডিয়েন্সদের বুঝতে পারা, তাদের সাইক্লোজি বুঝা, তাদের চাওয়া পাওয়া বুঝা এবং তাদের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য বা সেবা সঠিকভাবে সঠিক অডিয়েন্স এর কাছে পৌঁছায় দেওয়াই হলো মার্কেটিং। আর এ্যাডস রান হলো, জাস্ট মার্কেটিং এর একটা অংশ মাত্র। কিন্তু আপনি ততোদিন ভুলের মধ্যে থাকবেন বা লসের মধ্যে থাকবেন যতদিন মনে করবেন এ্যাডস রান করতে পারা মানে মার্কেটিং।
এই মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে। যেমন, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং মার্কেটিং এর বিভিন্ন টেকনিকও রয়েছে যার মাধ্যমে সেল'স বাড়ানো যায়। এমনকি মার্কেটিং এর বিভিন্ন স্ট্রাটেজিও রয়েছে। আর এই সবকিছু মিলায়ে তৈরি হয় একটা মার্কেটিং যাত্রা🔥
⭐বর্তমানে বিজনেস টিকিয়ে রাখতে হলে, আপনাকে কনটেন্ট এবং মার্কেটিং-এ সমান তালে ফোকাস রাখতে হবে। কনটেন্ট অনেক ভালো হলো, কিন্তু মার্কেটিং ঠিকমতো হলোনা তাহলে কোনো লাভ নেই। আবার মার্কেটিং অনেক ভালো হলো কিন্তু কনটেন্ট ভালো হলোনা তাহলেও ফলাফল শূণ্য। তাই কনটেন্ট এবং মার্কেটিং দুটোই জোশ হতে হবে।
দিন যত এগোচ্ছে মানুষ পেইড মার্কেটিং এর দিকে ততো ছুটতেছে। কিন্তু বর্তমানে বিজনেস টিকিয়ে রাখতে হলে পেইড মার্কেটিং এর পাশাপাশি অর্গানিক মার্কেটিং এবং কনটেন্ট মার্কেটিং-এ বড় ধরণের ফোকাস দিতে হবে। বিশেষ করে, নতুন উদ্যোক্তাদের জন্যে অর্গানিক মার্কেটিং এর বিকল্প নেই।
💥এখন প্রশ্ন, মার্কেটিং কিভাবে করবেন?
মার্কেটিং জিনিসটা অনেক কঠিন না আবার একদম সহজও না। মানে আপনি পারলে জিনিসটা খু্বই সহজ আর না পারলে অনেক কঠিন। যেমন মনে করেন, আমি প্রায় প্রতিদিন পোস্ট করি, আমি আপনাদের বিজনেস এর সমস্যা গুলো বুঝার চেষ্টা করি, আপনারা কিভাবে মুক্তি পাবেন সেগুলো বুঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আপনাদের সামনে টেক্সট আকারে কনটেন্ট তুলে ধরি। অনেকেই সেই কনটেন্ট পছন্দ করেন আবার অনেকেই অপছন্দ করেন। এইযে যে, আপনাদের সামনে পোস্ট করলাম এটাই কনটেন্ট। আর অনেকেই পছন্দ করলো তারমানে কনটেন্ট ভালো। আর আমি যে আপনাদের সমস্যা বুঝে, সেই অনুযায়ী সমাধান বের করে কনটেন্ট গুলো আপনাদের সামনে পৌঁছে দিতে পারি, এটাই মার্কেটিং। ঠিক একইভাবে আপনারাও করতে পারবেন আপনাদের বিজনেস এর মার্কেটিং🚀
আপনি যত ভালো কনটেন্ট এবং মার্কেটিং করতে পারবেন আপনার সেল'স তত ভালো হবে। আপনার বিজনেস ভালো করার জন্যে এই কনটেন্ট এবং মার্কেটিং ভালো হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। নেই মানে নেই, একদমই নেই। ন আকার না‼️
আজকে এই পর্যন্তই, ধন্যবাদ🖤