ATAUR RAHMAN

ATAUR RAHMAN Like, Comment & Share

"আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি ল...
01/09/2024

"আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি লাভ হচ্ছে?" একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটি একদিন জিজ্ঞেস করেছিল।
শিক্ষক এই ব্যাপারে মৌন ছিলেন, তিনি প্রথম দিন কোন উত্তর দিলেন না।
কিছুদিন পর নদীর ধারে সেই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয়, শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বললো - "যাও, নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্যে এক পাত্র পানি নিয়ে আসো", পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল।
ছাত্রটি কিছুটা বিভ্রান্তিবোধ করলো, এটা অযৌক্তিক উপদেশ, একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না, তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল পানি নিয়ে আসার জন্যে।
পাত্র ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না, কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই পানিগুলো সব ছিদ্র দিয়ে নিছে পড়ে গেল।
সে আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সে ব্যার্থ হলো এবং হতাশাবোধ করলো।
এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরেও সে পানি নিয়ে পৌঁছাতে পারলো না, সে খুব ক্লান্ত হয়ে পড়ল।
তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বললো - "আমি ব্যর্থ হয়েছি, আমি এই পাত্রটিতে পানি নিয়ে আসতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন।"
ছাত্রের কথা শুনে শিক্ষক কোমল একটি হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দ্যেশ্য করে তিনি বললেন - "না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখ, এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে, একদম নতুন একটি পাত্রের মত দেখাচ্ছে। ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে। যখন তুমি কোন বই পড় তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে, তোমার ব্রেইন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মত, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে পানির মত। তাই যখন তুমি কোন বই পড় এর সব কিছু মনে রাখতে পারো না। কিন্তু তুমি একটা বই পড়ে এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কিনা সেটা তেমন গুরুত্বপূর্ন কোন বিষয় না। কারণ বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্দি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে, যতবার তুমি একটি বই পড়ে শেষ কর ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে, প্রতিবার তোমার পুনর্জন্ম হয়, ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও। এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য।"
#গল্প
#সংগৃহীত

31/08/2024

অনেকের জীবনের সাথেই মিলে যাবে কথাগুলো।
____________________________________
জীবনে এই ৮টি ভুল কখনোই করবেন না।
১/ ঠকবাজকে কখনো বিশ্বাস করবেন না।
২/ মিথ‍্যুক লোকেদের থেকে সত্য কখনো আশা করবেন না।
৩/ যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে কখনো ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।
৪/ অসৎ লোকের কাছে কখনো সৎ পরামর্শ করবেন না।
৫/ যে সমস্ত লোক নিজের ভুল শিকার করেনা তাদের সবসময়ই দূরে থাকুন।
৬/ অতিরিক্ত অহংকার এবং স্বার্থবাদী মানুষদের থেকে সময় আশা করবেন না।
৭/ অমানবিক মানুষদের থেকে জ্ঞান নিবেন না।
৮/ ব‍্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না।

যে তোমারে বুঝেনা তার প্রয়োজন ছাড়া সে তোমাকে খোঁজেও না।
চিরন্তন সত্য কথা।
যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবতেছো একদিন তার অবহেলা গুলোই তোমাকে নতুন করে বাঁচতে শিখাবে।
হঠাৎ করে মানুষ উচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না।
জীবনে পিছিয়ে পরা বলে কিছু নেই।
মনে রাখবেন টিকিটের লাইনে দাড়ানো শেষ ব‍্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে চলে যায়।

কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয়।
এর ভাগিদার কেউ কখনোই হতে চায়না।
হাসিটা সবার জন্যই হতে পারে কিন্তু চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই পরে।
ব্লক করে দিলেই যদি সবকিছু শেষ হয়ে যেতো বা ডিলিট করে দিলেই যদি সবকিছু মুছে যেতো তাহলে হৃদয়ের যন্ত্রণা গুলো এতো জমে থাকতো না।

কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগ পযর্ন্ত ভালোবাসার দাম দিয়ে যায়।
যদি মানুষকে ৯৯দিন উপকার করো আর একদিন উপকার না করতে পারো তাহলে মানুষ ঐ একদিনটাই মনে রাখবে।
আর ৯৯ দিন ভুলে যাবে।
এই পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারাই হলেন বাবা এবং মা এখনকার ভালোবাসা গুলো সূর্য মুখী ফুলের মতো হয়ে গেছে।
সূর্য মুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকেই মুখ ঘুরিয়ে নেয়।

দেরিতে হলেও বুঝতে পেরেছি কিছু মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলেই ছুড়ে ফেলে দেওয়াটাই তাদের কাজ এটিটেউ এবং ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেজ নয় বরং সবার সাথে মিশতে পারা এবং ভালোভাবে চলতে পারাটাই স্মার্টনেজ।
একটা কথা কি যানো তো মিথ্যা এমনিতেই ভয়ানক আরও কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ানক।

শূন্য কে বিয়গের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য যানে তার হারানোর কিছুই নেই।
আর পাওয়ার আছে অনেক কিছু।
যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায় তারা আর কখনই ফিরে আসেনা।
আসল কথা হলো মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে নিজের উপর ভরসা আর বিশ্বাস রাখতে শিখো পথ যতই কঠিন হোক না কেন রাস্তা তুমি নিজে থেকেই খোঁজে পাবে।
মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার সে হীরাকেও কয়লা মনে করে

ক্ষুদা পেলে পেট যেমন দারিদ্র্যতা বুঝেনা তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তব তখন বয়স মানেনা।
ভুল মানুষের সাথে সারারাত গল্প হয় কথা হয় তেমনি প্রেম হয়।
হয়তো জীবনে অনেকটা সময় নষ্ট হয়।
কিন্তু ভালোবাসা হয় না।
প্রেম হলো মানুষের মনের অনুভূতি বাস্তবতার সাথে যায় কোনো মিল নেই।
তারপরও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতাকে মানুষ সহজে মেনে নিতে পারেনা।
কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সে হলো তাদের আপনাকে আর প্রয়োজন নেই।
দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়।

18/08/2024

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ভালো ফল পাবেন।

১৩৩ বছরে পদার্পণ প্রিয় বিদ্যাপীঠ।মুরারিচাঁদ কলেজ।
28/06/2024

১৩৩ বছরে পদার্পণ প্রিয় বিদ্যাপীঠ।
মুরারিচাঁদ কলেজ।

14/06/2024

পুরুষের যৌনতাকে সম্মান কর।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

09/02/2024

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when ATAUR RAHMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATAUR RAHMAN:

Share