ভোরের সিলেট২৪-𝗩𝗼𝗿𝗲𝗿𝗦𝘆𝗹𝗵𝗲𝘁𝟮𝟰

ভোরের সিলেট২৪-𝗩𝗼𝗿𝗲𝗿𝗦𝘆𝗹𝗵𝗲𝘁𝟮𝟰 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভোরের সিলেট২৪-𝗩𝗼𝗿𝗲𝗿𝗦𝘆𝗹𝗵𝗲𝘁𝟮𝟰, Media/News Company, Maulvi Bazar.

𝟎𝟏𝟕𝟏𝟒-𝟔𝟎𝟗𝟐𝟎𝟎
দেশ ও মানুষের পক্ষে
www.vorersylhet24.com
শ্রদ্ধা, সম্মান, পরিচিতি, ভালোবাসা, জনপ্রিয়তা, জোর করে অর্জন করা যায় না। এগুলো অর্জন করে নিতে হয়।

সাংবাদিক
𝐀𝐦𝐝𝐚𝐝 𝐬𝐮𝐦𝐨𝐧

পরিচয় পেতে সহযোগীতা করুনএই ছেলেটিকে কমলগঞ্জ থানা এলাকায় পাওয়া গেছে। তার নাম আরিফ  (৭), পিতা- খালিক মিয়া, বাড়ী হবিগঞ্জ, ম...
27/10/2025

পরিচয় পেতে সহযোগীতা করুন

এই ছেলেটিকে কমলগঞ্জ থানা এলাকায় পাওয়া গেছে। তার নাম আরিফ (৭), পিতা- খালিক মিয়া, বাড়ী হবিগঞ্জ, মিরপুর, তার বাবা মিরপুর ফল ব্যবসাসা করে, এটুকু বলতে পারে।

যদি কেউ তার পরিচয় জানতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। মোবা-০১৭২৪-৬৯৬৬৫২

নাব্যতা হারিয়ে ঝালকাঠির খরশ্রোতা বাসন্ডা নদী খালে পরিনত হচ্ছে, খননের দাবী এলাকাবাসীররিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠির এক সময়...
26/10/2025

নাব্যতা হারিয়ে ঝালকাঠির খরশ্রোতা বাসন্ডা নদী খালে পরিনত হচ্ছে, খননের দাবী এলাকাবাসীর

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠির এক সময়ের খরশ্রোতা বাসন্ডা নদী নাব্যতা হারিয়ে এখন খালে পরিনত হচ্ছে। সুগন্ধা নদীর তীর ঘেষা ঝালকাঠি শহরের পশ্চিমে সুগন্ধার শাখা এক সময়কার খরশ্রোতা বাসন্ডা নদী দিন দিন বিভিন্ন কারনে ভরাট হয়ে খালে পরিনত হচ্ছে। ঝালকাঠি জেলা শহর তথা ঝালকাঠি পৌরসভার দক্ষিনে সুগন্ধা নদী আর সেই সুগন্ধা নদী থেকে উত্তরে শহরের বুক চিরে শহরটিকে দ্বিখন্ডিত অর্থাৎ শহরটিকে দুটি অংশে বিভক্ত করেছে সুগন্ধার শাখা নদী বাসন্ডা নদী।

১৫.৭৮০ কিলোমিটার দীর্ঘ বাসন্ডা নদী ঝালকাঠি থেকে শুরু হয়ে ঝালকাঠির উত্তর সীমান্তবর্তী বিনয়কাঠি ইউনিয়নের গগন বাজার পর্যন্ত বয়ে গেছে। আবার গগন বাজার হয়ে উত্তরে সীমান্তবর্তী জেলা বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া নদী ও পূর্বে বিনয়কাঠি ইউনিয়নের পাস দিয়ে বয়ে চলা কালিজিরা নদীর সাথে মিলিত হয়। গগন বাজার সংলগ্ন তিনটি নদীর মোহনা থেকে উত্তরে গুঠিয়া ইউনিয়নের কমলাপুর বাজার পর্যন্ত ৭.০০ কিলোমিটার দৈর্ঘ্য সর্বমোট ২২.৭৮০ কিলোমিটার দৈর্ঘ্য নদীটি নাব্যতা হারিয়ে খালে পরিনত হয়েছে।

৯০ দশকে যে নদী দিয়ে ঝালকাঠি-শিকাড়পুর রুটে লঞ্চ চলাচল করতো, সেই নদী আজ খালে পরিনত হয়েছে। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে নদীটি খনন না করায় এবং পলি ভরাটের ফলে নদীর নাব্যতা কমায় মাছের উৎপাদন হ্রাসসহ এই অঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব ক্ষতির হাত থেকে রক্ষা পেতে নদী খননের দাবি জানিয়েছেন ঝালকাঠি সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের মানুষ।

সরেজমিনে নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায়, বসন্ডা নদীর তীর ঘেসা ঝালকাঠি সদরের গগন, আশিয়ার, বালিঘোনা, মুড়াশাতা, নবগ্রাম, শিমুলিয়া, বেতরা গ্রাম সহ বিভিন্ন স্থানে জেগেছে বিশাল বিশাল চর। এসব চরের কারণে বর্ষায় পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় রাস্তা,বেরিবাধ প্রায় ৩ শ ফুটেরও অধিক ভাঙন দেখা দেয়। একদিকে ভাঙ্গনের মাটি অপরদিকে জমে থাকা পলির কারণে নদীর তলভাগ ভরাট হয়ে বাসন্ডা ও গুঠিয়া নদীর নাব্যতা হারাচ্ছে।

নদী তীরবর্তী এলাকার স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, নদীতে অতিরিক্ত পলি জমার কারনে বাসন্ডা নদী ক্রমশই ভরাট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে খনন না করায় বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে আমরা বন্যার কবলে পড়ি। একদিকে বর্ষার সময় বন্যায় আমাদের কৃষি জমি ও ফসলের ক্ষতি হয় অপরদিকে শুকনা সিজনে খালের পানি শুকিয়ে গেলে ধান সহ বিভিন্ন রবিশস্য চাষাবাদে পানির সংকটে পড়তে হয়। এ ছাড়াও এই নদীতে একসময় ব্যাপক হারে দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে পলির কারণে নদীর তল ভরাট হয়ে মাছের উৎপাদন কমেছে। নদীর মাঝখানে পানি না থাকায় আগের মতো মাছ পাওয়া যায় না। নদী খননে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয় মুড়াসাতা গ্রামের স্থানীয় বাসিন্দা মো: রুস্তম আলী মৃধা ( অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, নদীর নাব্যতা হারানো অন্যতম আরেকটি কারন হলো নদীর মাঝে গাছের ডাল, বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ ( ঝাউ আঞ্চলিক নাম) তৈরি করায় দিন দিন নতুন নতুন চরের সৃষ্টি হচ্ছে। এ বিষয় প্রশাসন বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসাধুরা নদী ও মৎস সম্পদের ক্ষতি করে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, চলতি বছর এপ্রিল (২২ এপ্রিল ২০২৫ তারিখ) মাসে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পানি সম্পদ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব উন্নয়ন বরাবর আলহাজ্ব মানিক মিয়া নামের এক ব্যক্তি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল, (স্মারক নং ৪২,০০০০.০০০.০৩৬.১৪০০০৮.১৪.১১৪) পানি সম্পদ মন্ত্রণালয় কতৃক নদীর পরিদর্শন পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হলে গত ১ জুলাই বরিশাল পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী, মো: জাবেদ ইকবাল নদী খননের প্রয়োজন সম্পর্কিত প্রতিনেদন দাখিল করেন।

এ বিষয় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বর্তমান বিষয়টি নিয়ে সমীক্ষা করার জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে মন্ত্রণালয় পাঠিয়েছি। অপরদিকে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমাদের অংশে সার্ভে সম্পন্ন হয়েছে, ডিজাইনের জন্য পাঠানো হবে। এটা পাস হলে আমারা দ্রুত সম্ভব কাজ শুরু করতে পারবো।

26/10/2025

আলহামদুলিল্লাহ

"শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ৪ জন"মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রান...
25/10/2025

"শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ৪ জন"

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রানী সরকার (১৫)-কে সফল অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের খালাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গলের আর.কে. মিশন রোডের দুর্গা মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয় কিশোরী রীমা। এ ঘটনায় ভিকটিমের পিতা মতিলাল বিশ্বাস বাদী হয়ে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫)সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার পর মাননীয় আইজিপি মহোদয় ও সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

সিসি টিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে ধারাবাহিক অভিযানে প্রথমে মামলার দুই আসামী বদরুল আলম (২৫) ও শহিদ মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তে ভিকটিমের খালা শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়ার সম্পৃক্ততা বেরিয়ে আসে।

২৪ অক্টোবর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকা থেকে কিশোরী রীমা রানী সরকারকে উদ্ধার এবং জড়িত শিল্পী সরকার ও তার স্বামী মোবারক মিয়াকে গ্রেফতার করা হয়।

টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে বাস খাদে পড়ে নিহত দুজনের মধ্যে একজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ব্য...
24/10/2025

টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে বাস খাদে পড়ে নিহত দুজনের মধ্যে একজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মানজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের জন্য দোয়া চেয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

বিসিআইসি এর ১১ কর্মকর্তা তাদের পরিবার নিয়ে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওর বেড়াতে যাওয়ার সময় তাদের বহনকারী সেঁজুতি ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মনজুরা আক্তার ও আয়েশা সিদ্দিকা। দুর্ঘটনায় আহত আরও ১০ জনকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আ*টক! আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নতুনবাজার এলাকায় পুলিশ...
23/10/2025

চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আ*টক!

আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নতুনবাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


#চুনারুঘাট #হবিগঞ্জ #মাদকদমন #গাঁজাসহআটক #বাংলাদেশপুলিশ
চুনারুঘাট থানা, হবিগঞ্জ

৪৮তম বিসিএসের অপেক্ষমান চিকিৎসকদের নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচী ৪৮তম বিসিএস থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অতির...
22/10/2025

৪৮তম বিসিএসের অপেক্ষমান চিকিৎসকদের নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচী

৪৮তম বিসিএস থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অতিরিক্ত ৩,৫০০ জন চিকিৎসক এখনো নিয়োগের অপেক্ষায়।
যোগ্যতা যাচাই ও সব ধাপ সম্পন্ন করেও তাঁরা এখনো চাকরির সুযোগ পাননি।
তাদের দ্রুত নিয়োগের দাবিতে আজ অনুষ্ঠিত হলো অবস্থান কর্মসূচী — ন্যায্য অধিকার ও মানবিক আবেদন নিয়ে চিকিৎসক সমাজের এই আহ্বান যেন সরকারের কাছে পৌঁছে যায়।


িসিএস #চিকিৎসক_নিয়োগ #অবস্থান_কর্মসূচী #স্বাস্থ্যখাত #বাংলাদেশ

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনে অভিযান- ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী ও হলহলিয়া এলা...
22/10/2025

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনে অভিযান- ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৭ জনকে মোট সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।


#চুনারুঘাট #হবিগঞ্জ #সিলিকাবালু #অবৈধউত্তোলন #ভ্রাম্যমাণআদালত #প্রশাসনিকঅভিযান #পরিবেশরক্ষা #বাংলাদেশ #লাওয়ান্দোরদের

উপজেলা প্রশাসন চুনারুঘাট চুনারুঘাট থানা, হবিগঞ্জ

শুভ সন্ধ্যা 🍂💛 আলহামদুলিল্লাহ
21/10/2025

শুভ সন্ধ্যা 🍂💛 আলহামদুলিল্লাহ

হারানো বিজ্ঞপ্তি১/ নাম তামিম হাসান ২/ বয়স ১৪,,৩/ লিঙ্গ,, পুরুষ,, ৪/ হারানোর তারিখ ২০/১০/২০২৫.., ও সময় সকাল  ৯ টা থেকে মা...
21/10/2025

হারানো বিজ্ঞপ্তি
১/ নাম তামিম হাসান

২/ বয়স ১৪,,

৩/ লিঙ্গ,, পুরুষ,,

৪/ হারানোর তারিখ ২০/১০/২০২৫.., ও সময় সকাল ৯ টা থেকে মাদ্রাসা থেকে হারিয়েছে

৫/ময়মনসিংহ জামিয়া ইসলামিক মাদ্রাসা থেকে হারিয়েছে

৬/ কেউ যদি ছেলেটার সন্ধান এবং দেখে থাকেন তাহলে,এই , ০১৯৬৬২১১৯৭৮ নাম্বারে যোগাযোগ করবেন

সবাই শেয়ার করে দেন ( ধন্যবাদ)

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when ভোরের সিলেট২৪-𝗩𝗼𝗿𝗲𝗿𝗦𝘆𝗹𝗵𝗲𝘁𝟮𝟰 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোরের সিলেট২৪-𝗩𝗼𝗿𝗲𝗿𝗦𝘆𝗹𝗵𝗲𝘁𝟮𝟰:

Share