
04/08/2025
হবিগঞ্জের মিরপুর স্বর্ণরেখ গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে তারা মিয়া, যার বয়স মাত্র ১৩ বছর, গত ১৫ দিন ধরে নিখোঁজ।
আমরা জানতে পেরেছি, সে তার নিজ বাড়ি থেকে দাসপাড়া গাউছিয়া আব্দুল হাসিম ফাতেমা সুন্নিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল, কিন্তু সে আর সেখানে পৌঁছায়নি। এখনোও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি:
📞 যোগাযোগ:
* 01719741701
* 01822268881
আপনার একটি ছোট্ট সহযোগিতা একটি পরিবারে আনন্দ ফিরিয়ে আনতে পারে। এই পোস্টটি শেয়ার করে আমাদের সাহায্য করুন।
#হারানো_বিজ্ঞপ্তি #তারা_মিয়া #হবিগঞ্জ #মিরপুর #নিখোঁজ
👇👇✅
যে কোনো হারানো বিজ্ঞপ্তি , ঐ পেইজে দিতে! ইনবক্স এ যোগাযোগ করুন! সবার জন্য ভালোবাসা রইলে ❤️