ভোরের সিলেট২৪-VorerSylhet24

ভোরের সিলেট২৪-VorerSylhet24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভোরের সিলেট২৪-VorerSylhet24, Media/News Company, Maulvi Bazar.

𝟎𝟏𝟕𝟏𝟒-𝟔𝟎𝟗𝟐𝟎𝟎
🖋দেশ ও মানুষের পক্ষে 🖊
ভোরের সিলেট ২৪ - 𝐕𝐨𝐫𝐞𝐫𝐒𝐲𝐥𝐡𝐞𝐭𝟐𝟒
বড় নেতা হয়ে অল্প দিনের মধ্যে গাড়ি বাড়ির মালিক হওয়ায় চেয়ে সততাকে কাজে লাগানো উত্তম। যদিও সততার পথ বেছে নেওয়া কটিন কিন্তু এর গৌরব চিরস্থায়ী.✍️ সাংবাদিক এমদাদ সুমন

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তারজেলা  প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী সদর উপজ...
11/07/2025

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মিটার রিডার মুক্তার গ্রেপ্তার

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে গাজীপুরের শিমুলতলি এলাকায় রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল ইসলাম সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে। শুক্রবার (১১ জুলাই) গ্রেপ্তার রেজাউলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, রেজাউল ইসলাম বিদ্যুৎ বিল আদায়ের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘ সময় ধরে তা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১ জুলাই থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রেজাউল ইসলাম গত ১৫ বছর ধরে মিটার রিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তিনি বিদ্যুৎ বিল সংগ্রহ করে গ্রাহকদের ভুয়া রশিদ ও সিল দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। অনেক গ্রাহকের অভিযোগ, নতুন সংযোগ দেওয়ার নামেও তিনি অর্থ আদায় করেছেন। কিন্তু এসব টাকা জমা হয়নি অফিসে। সম্প্রতি বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকদের কাছে বকেয়া বিলের নোটিশ পাঠানো হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। গ্রাহকরা তখন ক্ষোভে ফেটে পড়েন এবং মামলা দায়েরের প্রেক্ষিতে রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

পরিবারের সন্ধান চাইতারিখ: ১১/০৭/২০২৫স্থান: গোমস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জগত রাতে একজন আদিবাসী কিশোরীকে রাস্তায় অসহায় ...
11/07/2025

পরিবারের সন্ধান চাই
তারিখ: ১১/০৭/২০২৫
স্থান: গোমস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জ

গত রাতে একজন আদিবাসী কিশোরীকে রাস্তায় অসহায় অবস্থায় পাওয়া গেছে, যার বয়স মাত্র ১৩ বছর। বর্তমানে সে গোমস্তাপুর থানা হেফাজতে রয়েছে।

নাম: ববিতা বেবি টুডু
পিতা: দীনেশ টুডু
মাতা: সুমিতা
ঠিকানা (প্রাপ্ত তথ্য অনুযায়ী): কাকন হাট, থানা- গোদাগাড়ী

যদি কেউ এই কিশোরীর পরিচয় নিশ্চিতভাবে জানেন বা তার পরিবার/স্বজনদের চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে অতি দ্রুত নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করুন:

ওসি, গোমস্তাপুর থানা: 01320-125621
অথবা
মোঃ আব্দুল গনি ফিটু
(মানবিক টিম): ০১৭৬১-৭০৫৬১৮

আপনার একটি শেয়ারই পারে হারিয়ে যাওয়া এই মেয়েটিকে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।
আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দেই।

#পরিবারের_সন্ধান #মানবিক_উদ্যোগ #বেওয়ারিশ_উদ্ধার #গোমস্তাপুর #গোদাগাড়ী #মানবিক_টিম

ভুমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্ধোধনমো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধিপটুয়াখালী দশমিনা উপজেলা রবিবার দুপুর ১ট...
11/07/2025

ভুমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্ধোধন
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলা রবিবার দুপুর ১টার সময় সজিব কম্পিউটার সেন্টারে ভুমিসেবা সহায়তার কেন্দ্রের শুভ উদ্ধোধন করা হয়।
উক্ত ভুমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র , আইসিটি কর্মকর্তা সৌমিত্র বিশ^াস, উপ প্রশাসনিক কর্মকর্তা নির্বাহী অফিসারের কার্যালয় মোঃ সাইদুর রহমান, দশমিনা প্রেস ক্লাবের সভাপতি মোঃবেল্লাল হোসেন, রিপোটার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহম্মেদ সহ উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা , কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন ভুমি সেবার মান উন্নয়নে এবং গ্রাহক যহাতে প্রতারিত না হয় সে জন্য পটুয়াখালী জেলায় আটটি উপজেলায় এই ভুমিসেবা সহায়তা কেন্দ্রের চালু করা হয়েছে। এখান থেকে সরকার নির্ধরিত ফির মাধ্যমে নামজারি, মিউটিশন, ই-নথি,খতিয়ান সহ সকল ভুমি সেবা প্রদান করা হবে। ভুমি গ্রাহকদের আর ভুমি অফিসে গিয়ে সামান্য কাজের জন্য অপেক্ষা করতে হবেনা। ভুমি সেবা গ্রাহকগন যাহাতে কোন প্রকার হয়রানি না হয় তার জন্য সততা ও নিষ্ঠার সথে কাজ করার পরামর্শ দেন।

একটি হারানো বিজ্ঞপ্তি মোঃ রাফি আহমদ, গ্রাম: কাদিপুর উত্তর পাড়াডাক: জালালপুর, উপজেলা: দক্ষিন সুরমা থানা: মোগলা বাজার জেলা...
11/07/2025

একটি হারানো বিজ্ঞপ্তি
মোঃ রাফি আহমদ, গ্রাম: কাদিপুর উত্তর পাড়া
ডাক: জালালপুর, উপজেলা: দক্ষিন সুরমা
থানা: মোগলা বাজার জেলা;সিলেট।
গতকাল ৭জুন আনুমান বিকাল ৪:ঘটিকার সময় ঘর থেকে বাহির হয়ে এখন পর্যন্ত আর বাড়ি ফিরে আসে নাই,,,
যদি কোন হৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন দয়া করে উল্লেখ্য নাম্বারে যোগাযোগ করুন,,
01780195024

কোস্ট গার্ডের ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণস ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : টেকনাফে বন্যায় প্লাবিত সুবিধাবঞ্চিত, অসহায়...
11/07/2025

কোস্ট গার্ডের ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
টেকনাফে বন্যায় প্লাবিত সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের ফলে টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় আজ ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিট হতে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন রঙ্গিখালী ও ওবরাং এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

দক্ষিণ রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : মাইজভাণ্ডারী গা...
11/07/2025

দক্ষিণ রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলার আওতাধীন সকল শাখা কমিটি সমূহের সাথে সাংগঠনিক সংলাপ দক্ষিণ রাউজান গশ্চি নয়াহাটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে কোরাআন তেলাওয়াত, নাতে রাসুল ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাউজান উপজেলার সমন্বয়কারীদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।

সমন্বয়কারী মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, দিদারুল আলম, অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ইউছুপ আলী, জয়নাল আবেদীন জুলু, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার।

উপস্থিত ছিলেন সমন্বয়কারী নাজিম উদ্দীন, কাজী আসলাম উদ্দিন, সাদিকুজ্জামান সফি, টিটন বৈদ্যসহ শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ। মিলাদ কিয়াম ও মোনাজাত করেন মাওলানা জামাল উদ্দিন আশরাফী।

দ্বিতীয় অধিবেশনে প্রতিটি শাখা কমিটির প্রতিনিধিবৃন্দের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ সরাসরি আলাদা আলাদা সাক্ষাৎকার এর মাধ্যমে শাখা কমিটির কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন-এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করেন।

এর আগে বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।

নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনেস্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিতমোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধ...
11/07/2025

নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে
স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই (শুক্রবার) সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী এগারো মাথা বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী এগার মাথা বাজার কমিটির সভাপতি মোঃ নজির হোসেন মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেওয়াশী ইউনিয়নের ইউপি সদস্য ও এগারোমাথা বাজার কমিটির সাধারণ সম্পাদক এরশাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আক্কাস আলী ,জয় মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা,আফসানা আফরোজ ও রাশেদুল ইসলাম অন্যান্যরা।

সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিখোঁজ সংবাদ!নামঃ ইমতিয়াজ রহমান জয়বয়সঃ ১৬+ বছরপিতাঃ মোঃ শিপনমাতাঃ রোজিনা আক্তারঠিকানাঃ সোনাগাজি, ফেনী।ছেলেটি এবার এসএসসি...
11/07/2025

নিখোঁজ সংবাদ!

নামঃ ইমতিয়াজ রহমান জয়
বয়সঃ ১৬+ বছর
পিতাঃ মোঃ শিপন
মাতাঃ রোজিনা আক্তার

ঠিকানাঃ সোনাগাজি, ফেনী।

ছেলেটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। রেজাল্ট A- পেয়েছে। ইংলিশ কোচিং করার জন্য ফেনী থেকে ঢাকা জেলার সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকায় ফুফুর বাসায় এসেছে।
বেশ কিছুদিন যাবৎ ফুফুর বাসায় ছিলো।

১০ জুলাই সকাল ১০ ঘটিকার সময়
সাভার ফুফুর বাসা থেকে বের হয়।

পরবর্তিতে এখনো বাসায় ফিরে আসেনি।
এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তার মোবাইল নাম্বার বন্ধ আছে।

মোবাইল লোকেশন সর্বশেষ দেখা গিয়েছে মক্কা টাওয়ার, কাঠাল বাগান, ঢাকা এলাকায়।

যদি কেহ ছেলেটির দেখা পান কিংবা কোন তথ্য জানেন, দয়াকরে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগঃ
মোঃ রাজিবুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
ম্যান ফর ম্যান ফোর্স।
মোবাইলঃ 01590022334
তথ্যদাতাঃ নিখোঁজের বোন তাবাস্সুম রাহি ও রাকিবুল ইসলাম।

ছেলেটির খোঁজ পেতে দয়াকরে সবাই বেশি বেশি শেয়ার করুন।
আপনার একটি শেয়ারে নিখোঁজ সন্তানকে ফিরে পাবে তার আপনজন।

#নিখোঁজ #হারানো #সন্তানের #খোঁজে #খোঁজ #নিউজ #খবর #ফেনী #সাভার #ঢাকা #ম্যানফরম্যানফোর্স #প্রিয়জন

11/07/2025

ভিডিও টি কেমন হলো,

কালিয়াকৈর অজ্ঞাত অর্ধগলিত যুবকের মরাদেহ উদ্ধারশাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপা...
10/07/2025

কালিয়াকৈর অজ্ঞাত অর্ধগলিত যুবকের মরাদেহ উদ্ধার

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায়। ওই যুবকের আনুমানিক বয়স (৪০) বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বড় গোবিন্দপুর গজারি বনের ভেতর থেকে এ অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় একটি সরকারি গজারি বনের ভেতর থেকে অর্ধগলিত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে বিষয়টি ৯৯৯ ফোনে জানালে তার আধা ঘণ্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছিয়ে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। তার পরনে ছিল পলো শার্ট ও নিল রংয়ের জিন্সের প্যান্ট। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোরেলগঞ্জে  কতিপয় অসাধু ব্যাক্তি  সুইজগেট  খুলে লবণ পানি ঢুকিয়ে   ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন। মোঃ ফিরোজ আহমেদ তালুকদা...
10/07/2025

মোরেলগঞ্জে কতিপয় অসাধু ব্যাক্তি সুইজগেট খুলে লবণ পানি ঢুকিয়ে ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন।

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।
মোড়েলগঞ্জ প্রতিনিধি (বাগেরহাট )।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের শ্রীনিখালী ও সোনাখালি সুইজগেট ছেড়ে দিয়ে কতিপয় অবৈধ অসাধু ও লোভী প্রকৃতির লোক রাতের অন্ধকারে জাল ফেলে মাছ ধরে। যার ফলে এলাকায় ফসলি জমিতে লবণ পানি প্রবেশ করে। ৫ থেকে ৬ টি ইউনিয়নের হাজার হাজার বিঘা ফসলি জমিতে পানি প্রবেশ করে পুরো এলাকা লবণাক্ত হয়ে পড়ে। লবণাক্তের কারণে ফসলি জমি উর্বরতা হারায়। এবং হাজার হাজার কৃষক বেকার হয়ে পড়ে। কৃষি বিমুখ হয়ে কৃষক অভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটায়। এবং পরোক্ষভাবে লবন পানি পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে । ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা। জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ অভাব অনটন।

তাই ভুক্তভোগী কৃষকদের জোর দাবি। এই ধরনের অসাধু লোভী প্রকৃতির লোক যাতে অবৈধভাবে রাতের অন্ধকারে সুইজগেট খুলে ফসলি জমিতে লবণ পানি প্রবেশ করাতে না পারে। এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ আশু ব্যবস্থা গ্রহণ করেন।

বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর কেউ পাস করেনি, হতাশ অভিভাবকরারনজিৎ সরকার রাজ  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনি...
10/07/2025

বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর কেউ পাস করেনি, হতাশ অভিভাবকরা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এটি দিনাজপুর জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।
স্থানীয় অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই স্কুলের রেজাল্ট পেয়ে আমরা খুবই হতাশ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না পড়ে, সেদিকে শিক্ষা বিভাগ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

ঘটনার পর প্রধান শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, “বিদ্যালয়টি সম্প্রতি এমপিওভুক্ত হয়েছে। শিক্ষকদের দায় এড়ানোর সুযোগ নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আশা করছি আগামী বছর থেকে ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে।”
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সাতখামার উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ৬ জন অফিস সহকারী কর্মরত আছেন। একসময় এই বিদ্যালয় ভালো ফলাফলের জন্য পরিচিত থাকলেও চলতি বছরের ফলাফল অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when ভোরের সিলেট২৪-VorerSylhet24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোরের সিলেট২৪-VorerSylhet24:

Share