কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার

কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার জনগণের দোড়গোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য

07/07/2025

নিখোঁজ, চুরি বা প্রপার্টি ড্যামেজ?
নাগরিক সেবা বাংলাদেশ-এ এসে অনলাইনেই জিডি করুন — সহজে, দ্রুত, নিরাপদে।

আপনার সেবা, আপনার এলাকায়।

www.nagoriksheba.gov.com



05/07/2025
কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করালে নিম্নলিখিত সুবিধা পেতে পারেন:📝 মৃত্যু নিবন্ধন (Death Regis...
05/07/2025

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করালে নিম্নলিখিত সুবিধা পেতে পারেন:

📝 মৃত্যু নিবন্ধন (Death Registration) কী?

মৃত্যুবরণকারী ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ ও স্থান, পিতা-মাতা/স্বামী-স্ত্রীর নাম ইত্যাদি তথ্য ইউনিয়ন পরিষদের নিবন্ধক কর্তৃক ৩০–৪৫ দিনের মধ্যে রেজিস্টার করা হয়। এর ভিত্তিতে প্রদান করা মৃত্যু সনদ হলো সরকারি বৈধ দলিল ।

---

⏱️ সময়সীমা ও ফি

৪৫ দিনের মধ্যে আবেদন করলে ফি নেই ।

৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে: ২৫ টকা ফি ।

৫ বছরের পরে: ৫০ টকা ফি ।

---

🗂️ কী প্রয়োজন? (ডকুমেন্টস)

১. মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন/জন্ম সনদের ফটোকপি (যদি থাকে)
২. মৃত্যুর তারিখ ও স্থানের প্রমাণ (হাসপাতালের সার্টিফিকেট, ময়না তদন্ত, স্থানীয় সাংবাদিক/কবরস্থান কর্তৃপক্ষের সনদ)
৩. আবেদনকারীর/তথ্য প্রদানকারীর জন্ম নিবন্ধন নম্বর ও NID
৪. অনলাইনে আবেদনপত্র (BDRIS সিস্টেম ব্যবহার করলে) অথবা ফিজিক্যাল ফরম ।

---

✅ আবেদন প্রক্রিয়া

প্রথমে ** অনলাইনে** BDRIS প্ল্যাটফর্মে মৃত্যু নিবন্ধনের আবেদন দিন: (যেমন: birthregistration.gov.bd বা bdris.gov.bd/dr/application) ।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা দিন।

আবেদন পত্র যাচাই ও ফি পরিশোধ (যদি লাগে), এরপর সাধারণত ২–৩ দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে মৃত্যু সনদ পাওয়া যায় ।

---

📜 মৃত্যু সনদ কী কাজে লাগে?

১. ওয়ারিশ সনদ ও সম্পত্তি বণ্টন: জমি, ঘর, অর্থ বা চাল-কল কারাখানা বণ্টনের সময় ওয়ারিশ সনদ প্রয়োজন; এটি তৈরি করতে মৃত্যু সনদ আবশ্যক ।
২. ব্যাংকিং ও ইনস্যুরেন্স: ব্যাংকে মৃত ব্যক্তির হিসাব বন্ধ, মিটমাট বা লাইফ ইনস্যুরেন্স দাবিতে প্রয়োগ হয় ।
৩. পেনশন দাবী: সরকারি/বেসরকারি চাকুরি অথবা অবসরজনিত পেনশন গ্রহণের জন্য দরকার ।
৪. জনসংখ্যা তথ্য ও প্রশাসনিক জরিপ: কোন দেশে জনসংখ্যার প্রকৃত পরিসংখ্যান নির্ধারণে এটি মূল উপাদান ।
৫. অন্যান্য প্রশাসনিক বা আইনি প্রয়োজনে: ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রি দপ্তর/ ভূমি অফিস ইত্যাদিতে প্রয়োগ হতে পারে ।

---

🏛️ কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে সনদ সংগ্রহ:

১. অনলাইনে আবেদন করার পর ফরমের অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করুন ।
২. সেই আইডি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ইউনিয়ন পরিষদে যান।
৩. সনদ তৈরি হওয়ার পর কিছু দিন অপেক্ষা করে গ্রহণ করতে পারবেন।

---

📌 সারাংশ

৪৫ দিনের মধ্যে আবেদন করলে বিনামূল্যে মৃত্যু সনদ পাওয়া যায়। দেরি হলে ফি হয়।

সনদের মাধ্যমে ওয়ারিশ সনদ, পেনশন, ব্যাংক ও ইনস্যুরেন্স ক্লেইমসহ অনেক প্রশাসনিক প্রক্রিয়া সহজ হয়।

আবেদন ও সংগ্রহে অনলাইনের পাশাপাশি ইউনিয়ন পরিষদে সরাসরি যোগাযোগ করলেই সম্পূর্ণ করা যায়।

বিস্তারিত সাপোর্টের জন্য আপনি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা বা উদ্যোক্তা সাথে যোগাযোগ করতে পারেন। যদি আরও কিছু জানতে চান, নির্দ্বিধায় জানাবেন।

নিচে ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধন সনদ ফ্রি-তে ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করে দেয়ার জন্য একটি তথ্যবহুল মেসেজ এবং সাথে প্রয়োজনী...
04/07/2025

নিচে ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধন সনদ ফ্রি-তে ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করে দেয়ার জন্য একটি তথ্যবহুল মেসেজ এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হলো:

---

✅ মেসেজ (Message):

📢 বিনামূল্যে জন্ম নিবন্ধন!

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আপনার ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধন সনদ সম্পূর্ণ ফ্রি (বিনা খরচে) প্রদান করা হচ্ছে।
আপনার শিশুর সঠিক পরিচয় নিশ্চিত করতে এখনই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন।

🎯 জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ফি দিতে হবে না।

🏠 প্রয়োজনীয় তথ্য গ্রাম পুলিশের মাধ্যমে বা সরাসরি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে জমা দিন।

---

📋 জন্ম সনদ তৈরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

1. ✅ শিশুর জন্মের তারিখ ও নাম

2. ✅ পিতার অনলাইন জন্ম নিবন্ধন নম্বর

3. ✅ মাতার অনলাইন জন্ম নিবন্ধন নম্বর

4. ✅ হাসপাতালের জন্ম সনদ বা স্থানীয় গ্রাম পুলিশ/চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন

5. ✅ ঠিকানা অনুযায়ী ওয়ার্ড নাম্বার ও গ্রামের নাম

---

📌 মনে রাখবেন: জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে এটি সরকার নির্ধারিত নিয়মে বিনামূল্যে দেওয়া হয়। এরপর আবেদন করলে জরিমানাসহ ফি প্রযোজ্য হতে পারে।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার স্থানীয় গ্রাম পুলিশ অথবা কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে।

18/06/2025

আর নয় ডিসি অফিস এখন থেকে MyGov এ

25/05/2025

৪৫ দিনের ভিতরে আপনার শিশুর জন্ম সনদ গ্রহন করুন

কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে মুগ্ধতা ছড়াচ্ছে রঙিন কৃষ্ণচূড়া
16/05/2025

কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে মুগ্ধতা ছড়াচ্ছে রঙিন কৃষ্ণচূড়া

‎গ্রীষ্মকাল মানেই রোদ আর খরার মৌসুম। কিন্তু সেই খরার মাঝেও প্রকৃতি যেন রঙের

টিসিবি সংক্রান্ত জরুরী ঘোষণা আগামী ১৪মে রোজ বুধবার  সকাল ১১ ঘটিকার সময়৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে টিসিবির পন্য বিতরন ...
13/05/2025

টিসিবি সংক্রান্ত জরুরী ঘোষণা

আগামী ১৪মে রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময়
৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে টিসিবির পন্য বিতরন করা হবে। প্যাকেজ মূল্য ৫৪০ টাকা।
উপকারভোগী যাদের স্মার্ট কার্ড এক্টিভ করা হয়েছে তাদের মোবাইল ফোন ও টিসিবি স্মার্ট কার্ড সাথে নিয়ে স্ব-শরীরে উপস্থিত হতে হবে।

জরুরি ও সতর্কীকরণ বার্তা:এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, সরকার বাল্য বিবাহ প্রতিরোধ ও নিরুৎসাহিত করণের ল...
02/05/2025

জরুরি ও সতর্কীকরণ বার্তা:
এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, সরকার বাল্য বিবাহ প্রতিরোধ ও নিরুৎসাহিত করণের লক্ষ্যে অত্যান্ত যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

বাচ্চার জন্ম নিবন্ধনের সময় পিতার বয়স ২২বছর এবং মাতার বয়স ১৯ বছরের কম হলে বাচ্চার নিবন্ধন আবেদন করা যাবেনা।
কৃত্রিম বুদ্ধিমত্তা অনলাইন সার্ভারে এটা আটকে যাবে।
এসব ঝামেলা এড়াতে ২২বছর ও ১৯ বছরের পূর্বে বিবাহকে না বলি।

সম্মানিত ৫ নং কমলগঞ্জ সদর  ইউনিয়ন পরিষদের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যেনতুন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভা...
08/04/2025

সম্মানিত ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে

নতুন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতার জন্য যারা বিগত সময়ে অনলাইনে আবেদন করতে পারেননি তারা আগামী ০৯/০৪/২০২৫ হতে ১৭/০৪/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে

আবেদন করতে যা যা লাগবে: ...............................................

১/ বয়স্ক পুরুষ এনআইডি অনুযায়ী ৬৫ বৎসর বা তার উর্দ্ধে হতে হবে।
২/ বয়স্ক মহিলা এনআইডি অনুযায়ী ৬২ বৎসর বা তার উর্দ্ধে হতে হবে।
সকল আবেদনের জন্য এনআইডি কার্ডের ফটোকপি:

৩/ বিধবার ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদের কপি।
স্বামী পরিত্যক্তার ক্ষেত্রে তালাকের ফটোকপি অথবা ইউনিয়ন পরিষদ হতে প্রত্যয়নপত্র। সচল বিকাশ মোবাইল নম্বর।

টিসিবি সংক্রান্ত জরুরী ঘোষণা সম্মানিত ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন বাসী আগামী ১৮ মার্চ রোজ মঙ্গবার সকাল ১১ ঘটিকার সময় কমলগঞ্জ...
17/03/2025

টিসিবি সংক্রান্ত জরুরী ঘোষণা
সম্মানিত ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন বাসী
আগামী ১৮ মার্চ রোজ মঙ্গবার সকাল ১১ ঘটিকার সময় কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে
টিসিবির পন্য বিতরন করা হবে। প্যাকেজ মূল্য ৬০০ টাকা।
উপকারভোগী যাদের স্মার্ট কার্ড এক্টিভ করা হয়েছে তাদের মোবাইল ফোন ও টিসিবি স্মার্ট কার্ড সাথে নিয়ে স্ব-শরীরে উপস্থিত হতে হবে।

টিসিবি সংক্রান্ত জরুরী ঘোষণা সম্মানিত ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন বাসী আগামী ১২ ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় কমল...
10/02/2025

টিসিবি সংক্রান্ত জরুরী ঘোষণা
সম্মানিত ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন বাসী
আগামী ১২ ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে
টিসিবির পন্য বিতরন করা হবে। প্যাকেজ মূল্য ৫৪০ টাকা।
উপকারভোগী যাদের স্মার্ট কার্ড এক্টিভ করা হয়েছে তাদের মোবাইল ফোন ও টিসিবি স্মার্ট কার্ড সাথে নিয়ে স্ব-শরীরে উপস্থিত হতে হবে।

Address

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ
Maulvi Bazar
3221

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share