Moulvibazar News 彡

Moulvibazar News 彡 মৌলভীবাজার জেলার সর্ব প্রকারের সংবাদ জানতে আমাদের এ পেইজে স্বাগত।
(1)

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন!! জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা জ...
07/07/2022

"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন!!
জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা জামিল আহমদ আনসারী (হাফিঃ)এর সাহেব জাদা, হযরত মাওঃ ক্বারি Saeed Bin Jamil (রাহিঃ) আর আমাদের মধ্যে নেই! আল্লাহ তাআলা প্রাণপ্রিয় ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করতঃ পরিবারের সকলকে সবর এখতিয়ার করার তাওফিক দান করুন।
#আমীন।

29/06/2022

🚦 সাবধানে গাড়ি চালান 🚎
সিলেট ফেঞ্চুগঞ্জ টু মৌলভীবাজার মেন রোডে পানি।রাস্তায় অনেক গর্ত রয়েছে।

 #মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে কুলাউড়া পৌরসভার উত্তর কুলাউড়া বন্যায় ক্ষতিগ্রস্থ, পানিবন্দি ও সুবিধাবঞ্চিত মানুষের মধ...
29/06/2022

#মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে কুলাউড়া পৌরসভার উত্তর কুলাউড়া বন্যায় ক্ষতিগ্রস্থ, পানিবন্দি ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার, জনাব হাসান মোহাম্মদ নাছের রিকবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এবিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, জনাব মোঃ আব্দুছ ছালেক, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা, জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), কুলাউড়া, থানা মৌলভীবাজারগন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দূর্যোগে বাংলাদেশ পুলিশ রয়েছে সাধারন মানুষের পাশে।

 #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন।মৌলভীবাজার জেলার প্রবীণ আলেমেদ্বীন, বেফাক বোর্ডের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, শায়...
06/04/2022

#ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন।
মৌলভীবাজার জেলার প্রবীণ আলেমেদ্বীন, বেফাক বোর্ডের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, শায়খুল হাদিস মাওলানা আব্দুল বারী ধর্মপুরী হুজুর ইন্তেকাল করেছেন।

আল্লাহ হুজুরকে মাগফেরাত দান করুন। জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

 #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্নাইলাহি_রাজিউন🔺বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন খড়মপুর গ্রামের জাহিদ কিছুক্ষণ আগে মৌলভীবাজার পাসপো...
30/03/2022

#ইন্নালিল্লাহি_ওয়া_ইন্নাইলাহি_রাজিউন

🔺বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন খড়মপুর গ্রামের জাহিদ কিছুক্ষণ আগে মৌলভীবাজার পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে আসার সময় রাজনগর এসে মোটরসাইকেল ও সিএনজির সাথে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে জাহিদ ইন্তেকাল করেন।

চলে গেলেন....😓😓@মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ও বড়লেখা ডাকবাংলো জামে মসজিদের সাবেক সম্মানিত খতিব হযরত মাওঃ আব...
29/03/2022

চলে গেলেন....😓😓
@মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ও বড়লেখা ডাকবাংলো জামে মসজিদের সাবেক সম্মানিত খতিব হযরত মাওঃ আব্দুস সামাদ সাহেব।
#ইন্না_লিল্লাহি_ও_ইন্না_ইলাইহি_রাজিউন
🤲আল্লাহ্ তায়ালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।(আমীন)।

🏍️কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় তরুনের মৃত্যু।😓✍️মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ফাহিম আহমদ(১৯)নামে এক তরুনের মৃত্যু...
28/03/2022

🏍️কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় তরুনের মৃত্যু।😓

✍️মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ফাহিম আহমদ(১৯)নামে এক তরুনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ফাহিম উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের মোঃ শহরু মিয়ার দ্বিতীয় ছেলে।

✍️রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় মোটরসাইকেলযোগে রবিরবাজার থেকে কুলাউড়া আসছিলেন ফাহিম। রাউৎগাঁও এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে তাঁর। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আইসোলোশনে নেওয়া হয় তাঁকে। কিছুক্ষণ পর রাত ১২টায় চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষনা করেন।

জনকণ্ঠ
#সংগৃহিত #আজকের_খবর
#মৌলভীবাজার #সংবাদ

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা ছাত্রদলের আজকের র‍্যালি। স্বাধীনতার এই দিনে জিয়া তোমায় মনে পড়ে,মহান...
26/03/2022

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা ছাত্রদলের আজকের র‍্যালি।

স্বাধীনতার এই দিনে জিয়া তোমায় মনে পড়ে,
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম সহ সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

Address

Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar News 彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share