Learning English.

Learning English. Do you speak English?

৩৮ টি গুরুত্বপূর্ণ ইংরেজি Expression: Let's run away --- চল এক্ষুনি পালাই। I am getting wet --- আমি ভিজে যাচ্ছি। I don't...
10/05/2023

৩৮ টি গুরুত্বপূর্ণ ইংরেজি Expression:

Let's run away --- চল এক্ষুনি পালাই।

I am getting wet --- আমি ভিজে যাচ্ছি।

I don't care --- আমার কিছু যায় আসে না ।

How else --- আর কিভাবে।

Little by little --- ত্রুমান্বয়ে।

Is it so --- তাই নাকি।

If you do ease --- যদি আপনি চান।

Have a good day --- ভালো একটি দিন কাটাও।

Let's sit somewhere --- চল কোথায় বসি ।

So far so good --- এ পর্যন্ত সবই ভালো।

I tend to think --- আমার কেন জানি মনে হয়।

I suppose so --- আমি ও সেটা ধারণা করছি।

I don't mind --- আমি কিছু মনে কিছু করি নি।

If so, so what --- যদি তাই হয় তাতে কি।

Keep your word --- তোমার কথা রেখ।

Nothing is impossible --- কোন কিছুই অসম্ভব নয়।

Whatever (you want)--- তুমি যা চাও।

Whatever you do --- তুমি যা কর।

Why should i care --- কেন আমি পরোয়া করব।

Something else --- অন্য কিছু।

Nothing else --- অন্য কিছুই না।

Talk sense --- চিন্তা করে কথা বল।

Don't say anymore --- আর কিছু বলো না।

Forget it --- ও ভুলে যাও।

What a pity --- কি দুঃখজনক।

Hold on --- লাইনে থাকুন।

Do it at once --- এক্ষুনি কর।

Speak with care --- সাবধানে কথা বল।

How strange --- কি অদ্ভুত ।

How absurd --- কি বাজে বকছো।

Good riddance --- যাক বাঁচা গেল।

Just for asking --- চাইলেই পাওয়া যায়।

No smoking --- ধূমপান নিষেধ।

Let me digress --- একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক।

Swear i will --- কসম আমি করব।

I gave up --- আমি ছেড়ে দিয়েছি।

এই লেসনে শিখবো  Preposition  In এর ব্যবহার। 1. বড় স্থানের আগে in বসে। যেমন: I live in Bangladesh.2. কোনো বিষয় বা ভাষা বু...
02/05/2023

এই লেসনে শিখবো Preposition In এর ব্যবহার।

1. বড় স্থানের আগে in বসে।
যেমন: I live in Bangladesh.
2. কোনো বিষয় বা ভাষা বুঝালে তার আগে in বসে।
যেমন: In English, In Bengali.
I wrote a novel in English.
3. সময়ের ক্ষেত্রে সেশন, দশক বছর, মাসের আগে In বসে।
যেমন : He was born in 1980.
আবার দিনের যেকোনো একটি সময় হলেও In বসে। যেমন: I usually get up in the morning.
4. পেশার আগে In বসে।
যেমন: He joined in navy.
5. বিষয়ের আগে In বসে।
যেমন: He studies in History.
6. অবস্থা বুঝাতে In বসে।
যেমন: She is in happy mode.
7. ক্ষেত্র বোঝাতে In বসে।
যেমন: I have nothing to say in this regard.
8. স্থায়ী কোনো কাজ বোঝাতে in বসে।
যেমন: My brother in the navy.
9. চূড়ান্ত ফলাফল বোঝাতে in বসে।
যেমন: In the end, we sold our property.
Learning English.

02/05/2023

🚩 ইংরেজি সঠিক উচ্চারণ যা আমরা প্রায় সময় ভুল করি-

১ । ভুল উচ্চারণ: Biscuit -বিস্কুট
সঠিক উচ্চারণ: বিস্কিট

২ । ভুল উচ্চারণ: Ticket -টিকেট
সঠিক উচ্চারণ: টিকিট

৩ । ভুল উচ্চারণ: Example -এগজাম্পল
সঠিক উচ্চারণ: ইগজাম্পল

৪ । ভুল উচ্চারণ: They -দে
সঠিক উচ্চারণ: দেই

৫ । ভুল উচ্চারণ: Information -ইনফরমেশন
সঠিক উচ্চারণ: ইনফরমেইশন

৬ । ভুল উচ্চারণ: Nature-নেচার
সঠিক উচ্চারণ: নেইচার

৭ । ভুল উচ্চারণ: patient-পেশেন্ট
সঠিক উচ্চারণ: পেইশেন্ট

৮ । ভুল উচ্চারণ: May- মে
সঠিক উচ্চারণ: মেই

৯ । ভুল উচ্চারণ: Baby - বেবি
সঠিক উচ্চারণ: বেইবি

১০ । ভুল উচ্চারণ: Said--সেইড
সঠিক উচ্চারণ: সেড

-পড়া শেষে Done লিখতে ভূলবেন না।
Learning English.

02/05/2023

🔹 It is bad to do.
★ এটা করা ঠিক না.
🔹 It is bad to eat.
★ এটা খাওয়া ঠিক না.
🔹 It is bad to see.
★ এটা দেখা ঠিক না.
🔹 It is bad to travel.
★ ভ্রমণ করা ঠিক না.🥰
🔹 It is bad too angry.
★ রাগ করা ঠিক না.
🔹 it is bad to argue
★ তর্ক করা ঠিক না.
🔹 It is bad to behaviour badly.
★ খারাপ আচরণ করা ঠিক না.
🔹 It is bad to disrespect.
★ অসম্মান করা ঠিক না.
🔹 It is bad to theft.
★ চুরি করা ঠিক না.
🔹 It is bad to lie.
★ মিথ্যা বলা ঠিক না.
Learning English.
Write done

02/05/2023

২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!

1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)

Address

Maulvi Bazar
3200

Telephone

+8801710642305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learning English. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share