10/12/2025
📊⚖️ জীবন–যৌবন–জ্ঞান–টাকা—সবকিছুর হিসাব হবে; রুটিন মানে হিসাবের প্রস্তুতি
আবু বারযা আল-আসলামী (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
“কিয়ামতের দিন বান্দার দুই পা তার রবের সামনে থেকে সরে দাঁড়াবে না, যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে—
তার জীবন সম্পর্কে—সে তা কীসে কাটিয়েছে;
তার জ্ঞান সম্পর্কে—সে তা দিয়ে কী কাজ করেছে;
তার ধন–সম্পদ সম্পর্কে—কিভাবে উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে;
আর তার দেহ সম্পর্কে—সে তা কী কাজে ক্ষয় করেছে।”
রেফারেন্স: Jami‘ at-Tirmidhi 2417; Riyad as-Salihin 407 (হাসান/সহিহ)
এ হাদিস সরাসরি দেখাচ্ছে—সময় ব্যবস্থাপনা মানে আসলে হিসাবের প্রস্তুতি।
চার/পাঁচটি মূল প্রশ্ন—
১) জীবন—টাইমলাইন: কতকগুলো বছর, মাস, দিন—কোন রুটিনে কেটেছে?
২) যৌবন/দেহ—এই এনার্জি কোথায় শেষ করেছি—হারাম, হালাল, অলসতা, দাওয়াহ, ইলম?
৩) জ্ঞান—শুধু নোট–বুকে, সিভি–তে, ভিডিও–তে রেখে দিয়েছি, নাকি আমল ও দাওয়াহ–তে ব্যবহার করেছি?
৪) টাকা—উপার্জন–ব্যয়ের পুরো হিসাব: হালাল কি না, অপচয় কি না?
যে ব্যক্তি দিন–রাতকে রুটিনে বাঁধে—
(ফজরের পর ইলম, দিন–ভর হালাল কাজ, বিকালে পরিবার, রাতে ইবাদত/রিভিশন)—
সে আসলে এই প্রশ্নগুলোর উত্তর গুছিয়ে নিচ্ছে।
শিক্ষা (Bangla Key Points):
📊 লাইফ–রুটিন এমন হওয়া উচিত, যেন প্রতিদিনের সূচি কিয়ামতের প্রশ্নের উত্তরের মতো সাজানো—সময়, দেহ, জ্ঞান, টাকা—সবকিছুর হিসাব ক্লিয়ার।
⚖️ যে জ্ঞান শুধু তথ্যের জঞ্জাল বাড়ায়, আমল ও দাওয়াহ–তে যায় না—সে জ্ঞানের জন্যও হিসাব হবে।
💰 সময়ের প্ল্যানের সাথে অর্থব্যবস্থার প্ল্যানও ঈমানি দায়িত্ব; রুটিনে ইনকাম–ব্যয় দুইটাই হালাল ও ব্যালান্স থাকা দরকার।
🧠 যে প্রতিদিনের শেষে নিজেকে হিসাব করে—“আজ আমার লাইফ–টাইম, বডি–টাইম, নলেজ–টাইম, মানি–টাইম কোথায় গেল?”—তার সময় ব্যবস্থাপনা স্বাভাবিকভাবেই ইমানি হয়।
[রিয়াদুস সালেহীন