Mujahid Chowdhory

Mujahid Chowdhory Stay positive.Student.Teacher.Author & Entrepreneur.
প্রজাপতির পিছনে ঘুরিওনা তুমি ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। (এপিজে আ. কা.)

15/12/2025

. English Speaking Practice | Live Session

10/12/2025

📊⚖️ জীবন–যৌবন–জ্ঞান–টাকা—সবকিছুর হিসাব হবে; রুটিন মানে হিসাবের প্রস্তুতি

আবু বারযা আল-আসলামী (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
“কিয়ামতের দিন বান্দার দুই পা তার রবের সামনে থেকে সরে দাঁড়াবে না, যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে—
তার জীবন সম্পর্কে—সে তা কীসে কাটিয়েছে;
তার জ্ঞান সম্পর্কে—সে তা দিয়ে কী কাজ করেছে;
তার ধন–সম্পদ সম্পর্কে—কিভাবে উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে;
আর তার দেহ সম্পর্কে—সে তা কী কাজে ক্ষয় করেছে।”
রেফারেন্স: Jami‘ at-Tirmidhi 2417; Riyad as-Salihin 407 (হাসান/সহিহ)
এ হাদিস সরাসরি দেখাচ্ছে—সময় ব্যবস্থাপনা মানে আসলে হিসাবের প্রস্তুতি।
চার/পাঁচটি মূল প্রশ্ন—
১) জীবন—টাইমলাইন: কতকগুলো বছর, মাস, দিন—কোন রুটিনে কেটেছে?
২) যৌবন/দেহ—এই এনার্জি কোথায় শেষ করেছি—হারাম, হালাল, অলসতা, দাওয়াহ, ইলম?
৩) জ্ঞান—শুধু নোট–বুকে, সিভি–তে, ভিডিও–তে রেখে দিয়েছি, নাকি আমল ও দাওয়াহ–তে ব্যবহার করেছি?
৪) টাকা—উপার্জন–ব্যয়ের পুরো হিসাব: হালাল কি না, অপচয় কি না?
যে ব্যক্তি দিন–রাতকে রুটিনে বাঁধে—
(ফজরের পর ইলম, দিন–ভর হালাল কাজ, বিকালে পরিবার, রাতে ইবাদত/রিভিশন)—
সে আসলে এই প্রশ্নগুলোর উত্তর গুছিয়ে নিচ্ছে।
শিক্ষা (Bangla Key Points):
📊 লাইফ–রুটিন এমন হওয়া উচিত, যেন প্রতিদিনের সূচি কিয়ামতের প্রশ্নের উত্তরের মতো সাজানো—সময়, দেহ, জ্ঞান, টাকা—সবকিছুর হিসাব ক্লিয়ার।
⚖️ যে জ্ঞান শুধু তথ্যের জঞ্জাল বাড়ায়, আমল ও দাওয়াহ–তে যায় না—সে জ্ঞানের জন্যও হিসাব হবে।
💰 সময়ের প্ল্যানের সাথে অর্থব্যবস্থার প্ল্যানও ঈমানি দায়িত্ব; রুটিনে ইনকাম–ব্যয় দুইটাই হালাল ও ব্যালান্স থাকা দরকার।
🧠 যে প্রতিদিনের শেষে নিজেকে হিসাব করে—“আজ আমার লাইফ–টাইম, বডি–টাইম, নলেজ–টাইম, মানি–টাইম কোথায় গেল?”—তার সময় ব্যবস্থাপনা স্বাভাবিকভাবেই ইমানি হয়।

[রিয়াদুস সালেহীন

09/12/2025
04/12/2025

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ২০২৬ শিক্ষাবর্ষ হতে ভর্তি চলছে। মৌলভীবাজার অলিভ ট্রি কোরআন একাডেমি।

20/11/2025

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য স্পেশাল গণিত & রসায়ন ব্যাচ শুরু হতে যাচ্ছে, ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করো:-
01866-545379 অথবা এডুকেশন কেয়ার মৌলভীবাজার,।
কোর্ট রোড, কলেজ গেইট বরাবর সামনের বিল্ডিং দ্বিতীয় তলা।

20/11/2025

২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। তবে, চাঁদ দেখার উপর নির্ভর করে এই তারিখ একদিন আগে বা পরে হতে পারে। মধ্যপ্রাচ্যেও প্রায় একই সময়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য শুরু: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)।
মধ্যপ্রাচ্যে: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার) থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য: আরবি ক্যালেন্ডার চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই চূড়ান্ত তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করবে।

20/11/2025

Exams have started!
My dear students, stay calm, stay focused and believe in yourselves.
May Allah bless you with success in every exam.
Best of luck! 🌸✏️"

19/11/2025

📚 Education Care Moulvibazar

একাদশ–দ্বাদশ শ্রেণীর ICT ও English ব্যাচে ভর্তি চলছে!

আপনার স্বপ্নের ফলাফল অর্জনের প্রস্তুতি শুরু হোক প্রফেশনাল গাইডলাইন ও টপ-ক্লাস শিক্ষাদানে!
Education Care Moulvibazar নিয়ে এসেছে—

✨ Special ICT Batch (XI–XII)

✔ সহজভাবে প্রতিটি চ্যাপ্টার ব্যাখ্যা
✔ MCQ ও CQ নিয়মিত প্র্যাকটিস
✔ বোর্ড পরীক্ষায় ১০০% কাভারেজ
✔ ক্লাস শেষে প্রশ্ন সমাধান

✨ Special English Batch (XI–XII)

✔ Grammar + Writing স্কিল উন্নয়ন
✔ Board Exam Focused Lessons
✔ Regular Speaking & Writing Practice
✔ পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান

---

🎯 কেন আমাদের ব্যাচ?

🔸 ছোট ব্যাচ – প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা মনোযোগ
🔸 অভিজ্ঞ শিক্ষক
🔸 সাপ্তাহিক পরীক্ষা
🔸 বোর্ড সাজেশনের নিশ্চয়তা
🔸 উন্নত শিক্ষার পরিবেশ

---

📌 ভর্তি চলছে!

📍 ঠিকানা: কলেজ গেট বরাবর, দ্বিতীয় তলা — Education Care Moulvibazar
📞 Contact: 01866545379
🕒 Admission Time: প্রতিদিন

ভ‌র্তি চল‌ছে!ভ‌র্তি চল‌ছে!ভর্তি চলছে!আলহামদুলিল্লাহ! মাসজিদ ওমর রাদিআল্লাহু আনহু এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি এবং খা‌দিজ...
07/11/2025

ভ‌র্তি চল‌ছে!ভ‌র্তি চল‌ছে!ভর্তি চলছে!

আলহামদুলিল্লাহ! মাসজিদ ওমর রাদিআল্লাহু আনহু এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি এবং খা‌দিজা রাদিআল্লাহু আনহা গার্লস কুরআন একা‌ডে‌মি-তে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হ‌তে যা‌চ্ছে।

🔹 শিক্ষা কার্যক্রম:
আবা‌সিক/অনাবা‌সিক
(বালক শাখা)
জেনা‌রেল উইথ হিফজ প্রোগ্রাম
(প্লে থেকে ৫ম শ্রেণি)

(বালিকা শাখা)
(প্লে থেকে নার্সারী)

🔹ইসলাম ও আধু‌নিক শিক্ষা ব‌্যবস্থার সমন্ব‌য়ে যু‌গোপ‌যোগী পাঠদা‌নে বদ্ধপ‌রিকর।

📆 ফরম ‌বিতরণ শুরু:
২০ ন‌ভেম্বর থে‌কে ২৫ ডি‌সেম্বর পর্যন্ত।

📍 মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি।
মোস্তফাপুর রোড, মোস্তফাপুর, মৌলভীবাজার ৩২০০।

📞 01744 221 312(Office)

🟣 তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামী শিক্ষার জন্য আজই আপনার সন্তানকে ভর্তি করুন।

Contact Us:

Khair H Khan Ruhul
☎️ +44 7904 833790
Sheikh Salim Ahmed
☎️ +44 7944 157576
Sayed Jamaal Ali
☎️ +966 54 523 1047
Arafat Ahmed Bahar
☎️ +966 50 127 6047

07/11/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

প্রিয় শিক্ষার্থীরা,
আজকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিতের উপর বিশেষ লাইভ ক্লাসটি টেকনিক্যাল সমস্যার কারণে অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।

🔹 তোমাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
🔹 ইনশাআল্লাহ, খুব শিগগিরই এই ক্লাসটি নতুন সময়ে নেওয়া হবে।
🔹 পরবর্তী সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে এই পেইজেই।

07/11/2025

📢 ঘোষণা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৫ এর উপর বিশেষ গণিত লাইভ ক্লাস শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে।

07/11/2025

📢 প্রিয় শিক্ষার্থীরা,
আজ শুক্রবার রাত ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে গণিতের উপর বিশেষ লাইভ ক্লাস 🧮 সবাই সময়মতো যুক্ত হবে ইনশাআল্লাহ 💫

Address

Moulvi Bazar Sadar
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujahid Chowdhory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share