aditya_saeef

aditya_saeef No matter how sincere you are or how clean your intentions may be, you will never be saved from the abuse, accusations and hate of people.

Don't let them stop you, change you or hinder your progress.

09/09/2024

হে আমাদের প্রতিপালক ! আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি , তাহলে আমাদের পাকড়াও করবেন না ।

[সূরা বাক্বারা -২৮৬]

09/09/2024
07/09/2024

আপনার মৃ*ত্যু হবে রাত ১০ টায়😳💥দেখুন শুধু একবার
- মিজানুর রহমান আজহারী
- Mizanur Rahman Azhari


আযান শুনে মেয়েদের মাথায় কাপড় দেওয়াপ্রশ্ন : মেয়েরা আযানের সময়ই কেনো মাথায় কাপড় দেয়? উত্তর : এক. মাথায় কাপড় দেওয়া আজান...
02/09/2024

আযান শুনে মেয়েদের মাথায় কাপড় দেওয়া

প্রশ্ন : মেয়েরা আযানের সময়ই কেনো মাথায় কাপড় দেয়?

উত্তর :
এক. মাথায় কাপড় দেওয়া আজান-সংশ্লিষ্ট কোন আমল নয়; বরং মহিলাদের মাথায় কাপড় তো সব সময় থাকা উচিত। কেননা আল্লাহ্‌ তাআলা বলেন,

يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ

তারা যেন তাদের জিলবাবের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়। (সূরা আল-আহযাব ৫৯)

এ আয়াতে ‘জালাবীব’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা ‘জিলবাব’ শব্দের বহুবচন। আরবী অভিধানের বিখ্যাত গ্রন্থ ‘লিসানুল আরাব’ (১/২৭৩)–এ লেখা হয়েছে, ‘জিলবাব’ ওই চাদরকে বলা হয় যা মহিলারা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকার জন্য ব্যবহার করে।

অভিধান থেকে সরে গিয়ে মুফাসসিরগণের বক্তব্য দেখলেও জানা যায়, ‘জিলবাব’ এমন কাপড়কে বলে যদ্বারা মহিলারা নিজেদের শরীর ঢাকেন। ‘জিলবাব’ অর্থ বড় চাদর, যা দ্বারা মাথাসহ মুখমণ্ডল ও পূর্ণ দেহ আবৃত করা যায়। (কুরতুবী, আল-জামে‘ লিআহকামিল কুরআন ১৪/২৪৩)

দুই. তবে যদি কোন মহিলার বাসা-বাড়িতে অসতর্কাবস্থায় মাথায় কাপড় না থাকে তাহলে আজানের সময় যদি সে সতর্ক হয় এবং এর আলামত হিসাবে মাথায় কাপড় টেনে আরও শালীন হয়ে ওঠে তাহলে এটা তার আল্লাহভীতির পরিচায়ক। কেননা আজান আল্লাহ তাআলার বড়ত্ব ও তাসবীহ সম্বলিত কিছু বাক্যের সমষ্টি, যা শরীয়তের গুরুত্বপূর্ণ প্রতীক তথা ‘শিআর’; শিআরের গুরুত্ব স্বীকৃত। আল্লাহ বলেন,

وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

কেউ শিআর তথা আল্লাহর নামযুক্ত বস্তুসমুহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। (সূরা হজ ৩২)

উল্লেখ্য, আজান-সংশ্লিষ্ট আমল হচ্ছে, আজানের জবাব দেওয়া, আজান শেষে দরূদ পড়া, এরপর দুআ পড়া। এই তিনটি আমলের কথা হাদীস শরীফে উল্লেখ আছে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন : শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

©

  MUBARAK 🕋May Allah accept your good deeds 🤲🏻 ✉️ كل عام وأنتم بخير
16/06/2024

MUBARAK 🕋

May Allah accept your good deeds 🤲🏻

✉️ كل عام وأنتم بخير

14/06/2024

"আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে হিদায়াত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো।"

[সূরা আস সাজদাহ আয়াত -১৩]

13/06/2024

গুনাহকে ভয় কর। তোমার শত্রু চাইলেই তোমাকে ক্ষতি করতে পারবে না। তবে তোমার গুনাহ তোমার শত্রুকে ক্ষতি করার সুযোগ করে দিবে এবং তোমাকে ধবংস করবে তোমার গুনাহ।
সংগৃহীত

°°° সত্যিকারের আপন বলতে আমি আমার রব কেই চিনি। °°°
13/06/2024

°°° সত্যিকারের আপন বলতে
আমি আমার রব কেই চিনি। °°°

06/06/2024
06/06/2024

৮ জুন থেকে ১৭ জুন ইন শা আল্লাহ....
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when aditya_saeef posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to aditya_saeef:

Share