
28/01/2025
শেখ মুজিবুর রহমান সাহেবের ইন্তেকালের পর দলের প্রধান হয়েছেন তাঁর মেয়ে "শেখ হাসিনা"!
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ইন্তেকালের পর দলের প্রধান হয়েছেন তাঁরই স্ত্রী "বেগম খালেদা জিয়া"!
হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের ইন্তেকালের পর দলের প্রধান হয়েছেন তাঁরই সহোদর ছোট ভাই "জি এম কাদের"!
আল্লামা আজিজুল হক সাহেবের ইন্তেকালের পর দলের উর্ধতন দায়িত্বশীল হয়েছেন তাঁরই পুত্র "মামুনুল হক"!
মুফতি ফজলুল করিম সাহেবের ইন্তেকালের পর দলের প্রধান হয়েছেন তাঁরই পুত্র মুফতি "রেজাউল করিম চরমোনাই"!
কিন্তু, ব্যতিক্রম শুধু Bangladesh Jamaat-e-Islami
জামায়াতের আমীর নির্বাচিত হন যোগ্যতা এবং তাকওয়ার গুনে গুনান্বিত যিনি!!
গোলাম আজম (রাহি), মাওলানা মতিউর রহমান নিজামী (রাহি), মকবুল আহমদ (রাহি) ইন্তেকালের পর কারো পুত্র, ভাই বা ভাতিজা আমীর হতে পারেন নাই।
এ থেকে বুঝা যায় বাংলাদেশ জামায়াত ইসলাম একমাত্র নিশ্বার্থ রাজনৈতিক দল। যেখানে কারো মাঝে বড় হওয়ার লোভ নেই, বরং যোগ্য ব্যাক্তিকে দলের প্রধান করা হয়।