Radhe Krishna

Radhe Krishna Radhe krishna ki jyoti alaukik
Tino lok mein chhaaye rahi hai
Bhakti vivash ek prem pujaarin
Phir bhi

দুর্গাপূজার ইতিকথা..🌺🙏ষষ্ঠী থেকে বিজয়া আনন্দে উৎসবে কাটুক বাঙালির দুর্গাপূজা.. ❤️🔱🙏🌺
02/10/2023

দুর্গাপূজার ইতিকথা..🌺🙏
ষষ্ঠী থেকে বিজয়া আনন্দে উৎসবে কাটুক বাঙালির দুর্গাপূজা.. ❤️🔱🙏🌺

5 দিনের আনন্দ 😍                   365 দিনের আশা🤗আমরা হিন্দু বস 🙋‍♂️                   এইটাই আমাদের ভালোবাসা❤মা আসছে 👣আর ...
24/09/2023

5 দিনের আনন্দ 😍
365 দিনের আশা🤗
আমরা হিন্দু বস 🙋‍♂️
এইটাই আমাদের ভালোবাসা❤
মা আসছে 👣আর কিছু দিনের অপেক্ষা🙏✨❤🦋

💫 ঈশ্বর সবচেয়ে আশাহীন পরিস্থিতিকে  আপনার,   জীবনের সেরা মুহুর্তে পরিবর্তন করতে পারেন 💫                   🙏🌿 হরেকৃষ্ণ 🌿🙏
16/08/2023

💫 ঈশ্বর সবচেয়ে আশাহীন পরিস্থিতিকে আপনার,
জীবনের সেরা মুহুর্তে পরিবর্তন করতে পারেন 💫
🙏🌿 হরেকৃষ্ণ 🌿🙏

একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করল," সবাই বলছে যে, তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছো। কিন্তু আমি এতো ছোট এবং অসহায় হয়ে কী...
14/08/2023

একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করল," সবাই বলছে যে, তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছো। কিন্তু আমি এতো ছোট এবং অসহায় হয়ে কীভাবে বাঁচব?"

ঈশ্বর বললেন, " তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে। "

তখন শিশুটি আবার জিজ্ঞাসা করল," তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমি এতো খুশি আছি, সারাক্ষণ গান হাসি..... কতো আনন্দ..."

ঈশ্বর বললেন, " তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন। "

বাচ্চাটি বলল, " কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কীভাবে? আর আমিই বা তাদের ভাষা কীভাবে বুঝতে সক্ষম হব?"

ঈশ্বর বললেন," তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য্য এবং যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কীভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে। "

" এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কী করব?" -- বাচ্চাটি জিজ্ঞাসা করল ঈশ্বরকে।

ঈশ্বর বললেন," তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কীভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দেবেন। "

বাচ্চাটি জিজ্ঞেস করল," কে আমাকে রক্ষা করবে? "

ঈশ্বর বললেন," তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন। দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন। "

বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করল," প্রভু আমি এতো ছোট, ঠিকমতো খেতে পাব তো?"

ঈশ্বর বললেন," আমি যাকে জন্ম দিই তার খাবারের ব‍্যবস্থা করেই রাখি। কিন্তু মনে রাখবে, আমি খাবারের ব‍্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না। কিন্তু তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত। ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে। "

" কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না। " বাচ্চাটি বলল।

ঈশ্বর বললেন," তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন। যদিও আমি সর্বদাই তোমার পাশে থাকব "

সেই মুহুর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, " ঈশ্বর, আমি যদি এখনই চলে যাই দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন। "

ঈশ্বর বললেন, একজন নয় - দুজন। তুমি তাদের শুধু " মা " আর " বাবা "বলে ডাকবে। 🙏🙏

(সংগৃহীত)

রাধে রাধে❤️❤️❤️
13/08/2023

রাধে রাধে❤️❤️❤️

🙏🙏🙏আপনি কী জানেন রোজ যখন আপনি রাধা কৃষ্ণের পোষ্টে  হরে কৃষ্ণ লিখে যান এর ফলে কি হয় ?এর ফলে আপনার পাপ ক্ষয় হয় এবং আপনি...
09/08/2023

🙏🙏🙏আপনি কী জানেন রোজ যখন আপনি রাধা কৃষ্ণের পোষ্টে হরে কৃষ্ণ লিখে যান এর ফলে কি হয় ?
এর ফলে আপনার পাপ ক্ষয় হয় এবং আপনি ধীরে ধীরে ভগবান এর চোখে প্রিয় হয়ে উঠছেন 🙏🙏❤️
ভগবান এর জন্য কিছু করলে সেটা বৃথা হয় না যদি আপনি ভগবান এর জন্য একটু কর্ম করেন বা আপনি দিনে একটি বার হলে ও ওনার নাম নেন উনি কিন্তু ঠিক হিসেব করে রেখে দেন । উনি দয়াময় ওনাকে একটু ভালোবাসলে উনি আপনাকে তাঁর থেকে বেশি ভালোবাসা দেবেন ।🙏🙏🙏

💕💕💕💕হরে কৃষ্ণ । রাধে রাধে💕💕💕💕

☞ একদিন রাঁধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন।🥀রাঁধাঃ= রাগ_কী? 🌸কৃষ্ণঃ= অন্যর ভুলের শাস্তি নিজেকে দেওয়া।🥀রাঁধাঃ= বন্ধু আর প্র...
09/08/2023

☞ একদিন রাঁধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন।

🥀রাঁধাঃ= রাগ_কী?

🌸কৃষ্ণঃ= অন্যর ভুলের শাস্তি নিজেকে দেওয়া।

🥀রাঁধাঃ= বন্ধু আর প্রেমের মধ্যে পার্থক্য কী?

🌸কৃষ্ণঃ= শ্রীকৃষ্ণ হেঁসে বললেন -প্রেম সোনা আর বন্ধুত্ব হিরে।সোনা ভেঙে গেলে আবার বানানো যায় হিরে নয়।

🌸🥀🙏 হরে কৃষ্ণ 🙏🥀🌸

Address

Ramnagar Manipuri Para
Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when Radhe Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radhe Krishna:

Share