Azad

Azad আসসালামু আলাইকুম, আমি আজাদ
এইটা আমার নতুন পেজে সবাই ফোলো দিয়ে পাশে তাকবে�

Today,s Best photo ❤❤❤❤❤❤
04/01/2024

Today,s Best photo
❤❤❤❤❤❤












এই হাদীসের দ্বারা এটাই প্রতীয়মান হয়-উদাসীন ও অমনোযোগী হয়ে দুআ করলে সেই দুআ কবুল হবে না। দুআ করতে হবে পরিপূর্ণ মনোযোগ দিয়...
04/01/2024

এই হাদীসের দ্বারা এটাই প্রতীয়মান হয়-উদাসীন ও অমনোযোগী হয়ে দুআ করলে সেই দুআ কবুল হবে না। দুআ করতে হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে। যা চাওয়ার, তা চাইতে হবে চাওয়ার মতো করে। একজন ছাত্র যেমনিভাবে পরিপূর্ণ মনোযোগ ছাড়া ভালো ফলাফল করতে পারে না, ঠিক তেমনি একজন দায়ী (দুআ প্রার্থনাকারী) পরিপূর্ণ মনোযোগ ছাড়া দুআর হক আদায় করতে পারে না। আর যে ব্যক্তি দুআর হক আদায় করতে পারলো না, তার দুআ কখনো কবুল হবে না।

~বই: আমার শত্রু আমি।

মুসলিম মেয়েরা আজ অমুসলিম ছেলেদের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছে। কেউ পতি*তালয়ে বিক্রি হচ্ছে। কেউ গণ*ধর্ষণের শিকার হচ্ছে। ক...
04/01/2024

মুসলিম মেয়েরা আজ অমুসলিম ছেলেদের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছে। কেউ পতি*তালয়ে বিক্রি হচ্ছে। কেউ গণ*ধর্ষণের শিকার হচ্ছে। কেউ বা ধর্মান্তরিত হচ্ছে। আসলে মুসলিম মেয়েরা আজ অন্ধ হয়ে গেছে। আর অভিভাবক গুলোও মোহগ্রস্ত হয়ে গেছে। আর সবচেয়ে আশংকার ব্যাপার হলো এসব লাভ টর‍্যাপের সফট কর্ণার হিসাবে কাজ করছে হিন্দি সিরিয়াল। মেয়ে কোথায় যাচ্ছে। কার সাথে মিশছে। কি পড়ছে৷ কোনো কিছুর তোয়াক্কা আজ নেই। মেয়েকে শিক্ষিত করতে হবে। গ্রেজুয়েট হতে হবে। সরকারি চাকরি ওয়ালা পাত্র লাগবে। কত কিছু। আজ কোথায় গেলো মুসলমানদের ঈমান আমল।

কথাঃ সংগৃহীত

#চলমান_ফিতনা_সিরিজ (মু সা ফি র)

Today,s Best photo
❤❤❤❤❤❤












04/01/2024

゚viral

নিজে জানুন,অন্যকে জানান 👇১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন, আর ...
03/01/2024

নিজে জানুন,অন্যকে জানান 👇
১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন, আর পিছনে না তাকানোই উত্তম।

২/ ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন নাহ, চলে যেতে বলবেন, কারণ জ্বীনেরা সাপের রুপ ধারণ করতে পছন্দ করে, না গেলে বুঝবেন ওটা সাপ তখন মারতে পারেন বা তাড়িয়ে দিন।

৩/ যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুকে আছে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন নাহ, সুরা ইখলাস পাঠ করুন।

৪/ গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সাড়া দিবেন না, তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হোন।

৫/ যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয় বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান।

৬/ যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা (কারিন জ্বীন)

৭/ রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন নাহ, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, বুকের বাম পাশে তিনবার থুথু ফেলবেন, (বুখারী)

৮/ পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন, পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করুন, পানির নিচে জ্বীন বাস করে।

৯/ যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত একে তার ভিতরে দাড়িয়ে যান, আর দোয়া ইউনুস পাঠ করুন।

১০/ যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একি রাস্তায় বারবার চলে আসেন, বা গন্তব্য মনে পড়ছে নাহ, আজান দিবেন ঠিক হয়ে যাবে, গয়রান- নামক জ্বীন আপনাকে ঘোরাচ্ছে।

১১/ রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার দিবেন নাহ লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবেনা, আপনার জানা যেকোনো সুরা বা আয়াত পাঠ করুন।

১২/ মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন, জ্বীনেরা এমনটা করে থাকে। শুধু সালাম দিয়ে চলে যান।

১৩/ কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে (ঘুল) নামক জ্বীন থাকে, সতর্ক হওয়া উচিত।

১৪/ আয়নার মধ্যে জ্বীন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন, বাতরুমের আয়না রাতে না দেখা ভালো।

১৫/ যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন, সাপ আর বিড়ালে

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share