
31/08/2025
📚 সীরাতের আলো ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে...
জনাব আব্দুল মোতাইন চৌধুরী সাহেবের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফসল আজ আমাদের সামনে ধরা দিল। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও লন্ডনভিত্তিক একটি সংস্থার সহযোগিতায়, আমরা আজ জামেয়া দ্বীনিয়া, মৌলভীবাজার এবং আগিউন হিফজুল কোরআনে একাডেমী ও এতিমখানা-এ মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনীভিত্তিক বই উপহার দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি।
✨ এ উপহার শুধু বই নয়—এ যেন নূরের প্রদীপ, যা প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে সীরাতের প্রেম জাগাবে এবং আলোকিত করবে তাদের চরিত্র ও জীবনপথ।
হে আল্লাহ, এ ক্ষুদ্র প্রয়াস কবুল করুন, এবং আগামী দিনের তরুণ প্রজন্মকে প্রিয় নবী ﷺ-এর পথের যাত্রী বানিয়ে দিন। 🤲