07/04/2025
দেশের অনেক বড় বড় সমালোচকরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, এতই যখন পারেন তাহলে ইশরাইলি কোম্পানী ফাইভারকে বয়করে দেখান।
আলহামদুলিল্লাহ, অনেক সাহসী ভাই ইতিমধ্যে তাদের সেই চ্যালেঞ্জকে উড়িয়ে দিয়ে রিযিকের ফায়সালা আল্লাহর ভরসায় জিম্মা রেখে নিজেদের ফাইভার একাউন্ট ডিলেট করছেন।
সাধুবাদ কিংবা সমালোচনা কোনটাই করবো না শুধু বলতে চাই, ফাইভার একাউন্ট যখন ডিলেটই করবেন বলে ভাবছেন তাহলে ২টা কাজ না করে ফাইভার একাউন্ট ডিলেন করবেন না।
০১. ক্লায়েন্টদেরকে ব্যাপারটি অবহিত করুন, এতে করে ফাইভারের প্রতি তাদের ট্রাস্ট কমে যাবে। এমনিতে আপনি চলে আসলে হয়তো সে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিবে কিন্তু যদি তাকে ঘৃণিত ব্যাপারগুলো বুঝিয়ে আসতে পারেন আর সে যদি মার্কেট থেকে চলে যায় সেটা একটা বিশাল প্রাপ্তি হিসেবেই গণ্য করা যায়।
০২. নিজের অন্যান্য কনটাক্ট লিঙ্কগুলো শেয়ার করে আসুন। যেমন: মেইল, যোগাযোগের নাম্বার, সোস্যাল মিডিয়া লিঙ্ক। ইত্যাদি।
যারা বলছেন এসব বয়কট করে শুধু নিজেদেরই লস এবং দিনশেষে তাদের বিস্তৃত প্রোডাক্ট নেটওয়ার্ক থেকে বের হওয়া সম্ভব নয় তাদের চিন্তাকেও সম্মান জানাচ্ছি।
তবে, প্রয়োজনই পণ্য বা সেবা তৈরী করবে। আমরাও তৈরী করবো বিশ্বমানের টেক প্রোডাক্ট। ইনশাআল্লাহ
Credit: