কি যেন নেই ?

কি যেন নেই ? প্রেমিকার চেয়ে প্রকৃতি সুন্দর-🖤
প্রিয় ফুল-🌺

02/12/2024

তাহলে এতো চিন্তা কিসের 🧡✨

29/11/2024

দাবার চালকি শুধু তোমরাই চালাতে পারো 🇸🇦🏹

26/11/2024

ওই মানুষ থাইকা দূরে থাইকো, যে তোমারও বন্ধু, তোমার শত্রুরও বন্ধু 💔😔

এই মানুষটা আমার বন্ধু আমার ভাই, স্বার্থহীন ভালোবাসার উদাহরণ। ওর সাথে ৬টা বছর একসাথে কাটিয়েছি প্রানের শহর সিলেটে। সবাইকে...
05/11/2024

এই মানুষটা আমার বন্ধু আমার ভাই, স্বার্থহীন ভালোবাসার উদাহরণ। ওর সাথে ৬টা বছর একসাথে কাটিয়েছি প্রানের শহর সিলেটে। সবাইকে পরিচয় দেই ও আমার বন্ধু। এতগুলো বছরে ওর কোনো ব্যবহার আমাকে আঘাত করেনি। একমাত্র এই মানুষ’টার মাঝে আমি কোনো স্বার্থ দেখি নি। ছোট করে একটা গল্প বলি-আজ থেকে প্রায় ৪ বছর আগে, আমার ছোট একটা অপারেশন হয়েছিল, সেই সময় আমি অনেক ভয় পাই, একা একা কান্নাও করি। আমার মন খারাপ দেখে হঠাৎ বলে আরে বেটা এইটা কোনো সমস্যা নাই আমি তো আছি। সত্যি সে ছিল। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ও আমার পাশে ছিল, তার সাথে আরেকজন বন্ধুও ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করেছে, সুন্দর না? অনেক বেশিই সুন্দর। ও অনেক ভালো একজন মনের মানুষ, অল্পতেই খুশি থাকতে জানে। সারাজীবন এই মানুষটার সাথে ভালো সম্পর্ক থাকুক আমার। কখনো বলা হয় নি যে কথাটা- তোকে অনেক ভালোবাসি আমার ভাই আমার বন্ধু
তর অবদান ভুলবো না মৃত্যুর আগ পর্যন্ত,
দুঃখ একটাই আমি তোর জন্য কিছু করতে পারিনি।

রমিজ আহমদ 🫂🌼

10/09/2024

হে আল্লাহ, আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন। যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন 🌸❤️

27/08/2024

আলহামদুলিল্লাহ ❤️

কমলগঞ্জ সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড গ্রাম ছতিয়া বন্যার্ত ৩২ পরিবারের জন্য ঘরে ঘরে শুকনো খাবার হস্তান্তর করা হয়েছে।

🚫 সবাইকে জানিয়ে সতর্ক করুন 🚫আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হব...
21/08/2024

🚫 সবাইকে জানিয়ে সতর্ক করুন 🚫

আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে। এতি মধ্যে ১৯০ ও বেশি গ্রাম বন্য পরিস্থিতি

করণীয় :
- মোবাইলে চার্জ রাখুন।
~ শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
~ প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
~ যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
~ ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
~ গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
~ সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
~ গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
~ বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত!
মধ্যরাতে নোয়াখালী-ফেনী পানিতে তলিয়ে গেল। বন্যার শঙ্কায় লক্ষীপুর-কুমিল্লা সহ আরও কয়েকটা জেলা।

- জনস্বার্থে পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইলো ❤️

21/08/2024

ভয়াবহ রূপ ধারণ করেছে ধলাই নদী আল্লাহ হেফাজত করুন 💔

21/08/2024

যতই সময় যাচ্ছে ততই ধোলাই নদীর পানি বেড়েই চলছে, আমাদের এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ 😭

20/08/2024

কমলগঞ্জ সদর ইউনিয়নের আজকের বর্তমান বন্যার পরিস্থিতি নিয়ে লাইভ 😌💔

20 08 2024

Address

Khushal Pur
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কি যেন নেই ? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কি যেন নেই ?:

Share