22/01/2024
প্রিয় দ্বীনি ভাই নিজের বিবেককে কাজে লাগান:
প্রিয় দ্বীনি ভাই, আপনি নিজেকে মুসলিম দাবী করেন, ইসলামী আন্দোলনের একজন সৈনিক মনে করেন, সুস্থ সংস্কৃতি তথা ইসলামী সংস্কৃতির প্রচারক মনে করেন অথচ আপনি একজন বেগানা নারীর সাথে ঘন্টার পর ঘন্টা ফোনালাপ করেন, ফেইসবুকে চ্যাটিং করেন! ছুটিয়ে প্রেম করেন, প্রেমে ছ্যাঁকা খেয়ে আবার ফেইসবুকে পোস্টও করেন! লজ্জা হয়না আপনার? জেনে রাখুন, আপনি মুসলিম দাবীদার! কিন্তু প্র্যাকটিসিং মুসলিম নন। আপনি অবৈধ কাজের সাথে জড়িত এরমানে আপনার মাঝে দ্বীনদারীতা নেই! হয়ত আপনার ফেমিলিতেও দ্বীনের পরিবেশ নেই! কারণ যে পরিবার বা পরিবেশে দ্বীনের আলো থাকে সেই পরিবেশে পাপাচারের অন্ধকার আসতে পারেনা।
প্রিয় দ্বীনি ভাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, মুখে দাড়িও রেখেছেন!(আলহামদুলিল্লাহ)। এই ভালো কাজগুলোর জন্য আপনি অবশ্যই পুরস্কৃত হবেন যদি এই কাজগুলো আপনাকে খারাপ কাজ হতে বিরত রাখতে পারে। এখন নিজেই নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কোনো অবৈধ কাজের সাথে জড়িত আছেন কি না? যদি না থাকেন তাহলে আলহামদুলিল্লাহ! আর যদি থেকে থাকেন তাহলে এই মুহুর্তে তাওবাহ করে ফিরে আসুন ঐ পথে, যে পথের শেষে জান্নাত রয়েছে। সদা সর্বদা নিজের মনকে ঈমানী আমল দ্বারা আবাদ রাখুন। কারণ "যে মন ঈমানী আমল দ্বারা আবাদ থাকে সে মনে দুষ্ট শয়তান বাসা বাঁধতে পারেনা"।
প্রিয় দ্বীনি ভাই, আপনি নিজেকে আল্লাহর রাসূল সাঃ এর আশিক উম্মত দাবী করেন। আপনি নবীজীর প্রেমে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকেন। অপরদিকে একজন বেগানা নারীর প্রেম আপনি হৃদয়ে লালন করেন! এটা কি করে সম্ভব? যে হৃদয় আল্লাহ ও তাঁর হাবীব সাঃ এর প্রেমে ভরপুর সেই হৃদয়ে কি করে একজন বেগানা নারী স্থান পায়?
প্রিয় দ্বীনি ভাই আমার, মহান রবের আদেশ অমান্য করে যদি জান্নাতে যাওয়ার আশা করেন তাহলে এই আশা আপনার জন্য দুরাশা হবে। কারণ জান্নাতের মালিক আমাকে-আপনাকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে না গিয়ে অন্য পথে গিয়ে জান্নাত পাওয়ার আশা রাখাটা বোকামী। তাই আসুন ঐ পথে, যে পথ জান্নাতিদের পথ।
আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়ত দান করুন (আমিন)
📝এমরান হোসেন