26/09/2024
আসসালামু আলাইকুম
প্রিয় শ্রীমঙ্গল বাসী আপনারা সবার অবগত আছেন যে পূর্ব শ্রীমঙ্গল এ সাতপীর নামে ভুয়া মাজার আছে এখানে আগে গোবরের গর্ত ছিল তা এখন অবৈধ ভাবে মাজারের নাম করে টাকা ইনকামের জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অথচ কথা বলার মতো কেউ নাই, আজ থেকে প্রায় ৮বছর আগে যখন গ্রামবাসী সবাই মিলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তখন টাকার কাছে প্রশাসন এবং কিছু মুখুশ দারী সাংবাদিক বিক্রি হয়ে যায় তারপর আর কেউ কিছু বলতে পারে নাই,,, আজ যখন সবকিছু স্বাধীন তাহলে কেন শ্রীমঙ্গল বাসী চুপ কেন কোথায় আজ শ্রীমঙ্গলের বিশিষ্ট মান্যগন্য ব্যাক্তি ইসলামিক সংঘটনগুলো ও সাংবাদিকরা তারা আজ কোথায় কেন এই বিষয়ে পদক্ষেপ নেয় না,,, একটা সময় ছিল টাকা দিয়ে কাজ হইত এখন ত আর টাকা দিয়ে কাজ হবে না,,,
এমন কী পূর্ব শ্রীমঙ্গল বাসী মাজারের মালিক কে পঞ্চায়েতের বাদ করে রেখেছে এই সব অবৈধ কাজ করার জন্য গ্রামবাসী সবসময় ভুয়া মাজারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত,✊✊
অতএব যেহেতু ভুয়া মাজার এটা গ্রামের আওয়াতাধীন নায় তাহলে দলমত নির্বিশেষে সবার ই এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ঈমানী দায়িত্ব,,,
বিশেষ করিয়া ইসলামিক সংগঠনগুলো এগিয়ে আসা দরকার