সত্য জানি সত্য জানাই

সত্য জানি সত্য জানাই সব ধরনের গরমা -গরম খবর পেতে আমাদের পেজের সাথে থাকুন

অভিনন্দন মৌলভীবাজার জেলা বি.এন.পির নব নির্বাচিত কমিটি কে।আহব্বায়ক জনাব ফয়জুল করিম ময়ুন সাহেবকে।হাজি মুজিব সাহেব কে ৮নং এ...
04/11/2024

অভিনন্দন মৌলভীবাজার জেলা বি.এন.পির নব নির্বাচিত কমিটি কে।
আহব্বায়ক জনাব ফয়জুল করিম ময়ুন সাহেবকে।
হাজি মুজিব সাহেব কে ৮নং এ রাখলেন, আর সাবেক কৃষি মন্ত্রি আব্দুস শহিদ সাহেবের আস্থা ভাজন মধু সাহেব কে কেন ৩২নং এ রাখলেন?
আমি এর নিন্দা জানাই।

ছাগলের ৩২নং বাচ্চা এইটা খুবই দুক্ষজনক।

https://www.dainikdigantor.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8...
18/10/2024

https://www.dainikdigantor.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87/5642/

নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গল সাবেক পৌর মেয়র মহসীন মিয়া (মধু) গংদের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে....

কি নির্মম অবস্থা সামান্য একটা গাড়ির জন্য একটি জীবন কেড়ে নিল আর একটি পরিবার ধ্বংস করে দিলো।শ্রীমঙ্গলে এক টমটম চালককে নি...
15/10/2024

কি নির্মম অবস্থা সামান্য একটা গাড়ির জন্য একটি জীবন কেড়ে নিল আর একটি পরিবার ধ্বংস করে দিলো।
শ্রীমঙ্গলে এক টমটম চালককে নির্মমভাবে খুন।আবুল খায়ের (৩৫) পিতা মৃত আনসার মিয়া গ্রাম মুসলিমবাগ গাং পাড়। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার কালীঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের ১১ নং সেকশনে গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এছাড়াও মৃত ব্যক্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কে এই মহসিন মিয়া মধু ? কিভাবে উনার কাছে শত শত কোটি টাকা আসলো? অন্যায়ের প্রতিবাদী দুঃসাহসী সংবাদকর্মীরা থেমে নেই। তারা ...
07/10/2024

কে এই মহসিন মিয়া মধু ? কিভাবে উনার কাছে শত শত কোটি টাকা আসলো?
অন্যায়ের প্রতিবাদী দুঃসাহসী সংবাদকর্মীরা থেমে নেই। তারা কলমের সাহায্যে অন্যায়ের প্রতিবাদ করে থাকে সব সময়।

আজকের তাজা খবর______বিশেষ সূত্রে জানা গেছে সাবেক মেয়র মহসিন মিয়া মধু এখন কানাডা অথবা সিঙ্গাপুরে পালিয়ে আছেন। কুখ্যাত ...
06/10/2024

আজকের তাজা খবর______
বিশেষ সূত্রে জানা গেছে সাবেক মেয়র মহসিন মিয়া মধু এখন কানাডা অথবা সিঙ্গাপুরে পালিয়ে আছেন।
কুখ্যাত নষ্টদের অপকর্ম প্রচারের দুই ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যায় তবে সংবাদকর্মীরা বসে নয় তারা আসল চেহারা জনগনের সামনে তুলে ধরবেই।

শ্রাবন্তি,, (শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী) আজ রাত আনুমানিক ৮ ঘটিকায় (শ্রীমঙ্গল,ডাক বাংলা পুকুর পাড়) এর প...
29/09/2024

শ্রাবন্তি,,
(শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী)

আজ রাত আনুমানিক ৮ ঘটিকায় (শ্রীমঙ্গল,ডাক বাংলা পুকুর পাড়) এর পাশে ওর নিজ বাসায় গলায় ফাসঁ লেগে আন্তহত্যা করে...😢

শ্রীমঙ্গলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার আপডেট সময় ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪...
29/09/2024

শ্রীমঙ্গলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার আপডেট সময় ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কলেজ পৌর এলাকার কলেজ রোড থেকে শ্রীমঙ্গল থানার মামলা নং-৩০(০৯)২৪ এর এজাহারনামীয় আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গোপেন্দ্র চরন শর্মা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের শ্যামা চরন শর্মার ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত গোপেন্দ্র গোপেন্দ্র চন্দ্র দীর্ঘদিন যাবৎ কোচিং করানোর আড়ালে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিল। এক পর্যায়ে তার কোচিং এর এক ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ এনে গোপেন্দ্র চন্দ্র শর্মার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা পূর্বে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে চাকুরী করতেন। বিগত ২০১৪ সালে স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরীচ্যুত করা হয়। পরে সে তার স্থায়ী ঠিকানায় চলে যায়। বিগত এক বছর পূর্বে সে আবারো শ্রীমঙ্গলে এসে কলেজ রোডস্থ (ডাক বাংলো পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার নীচতলায় ‘টেকনিক কোচিং একাডেমী’ চালু কোচিং ব্যবসা চালু করে। এর আগেও এই শিক্ষক একই অভিযোগে পুলিশের হাতে আটক হয় বলে জানা যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেফতারের পর রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আসসালামু আলাইকুম প্রিয় শ্রীমঙ্গল বাসী আপনারা সবার অবগত আছেন যে পূর্ব শ্রীমঙ্গল এ সাতপীর নামে ভুয়া মাজার আছে  এখানে আগে গ...
26/09/2024

আসসালামু আলাইকুম
প্রিয় শ্রীমঙ্গল বাসী আপনারা সবার অবগত আছেন যে পূর্ব শ্রীমঙ্গল এ সাতপীর নামে ভুয়া মাজার আছে এখানে আগে গোবরের গর্ত ছিল তা এখন অবৈধ ভাবে মাজারের নাম করে টাকা ইনকামের জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অথচ কথা বলার মতো কেউ নাই, আজ থেকে প্রায় ৮বছর আগে যখন গ্রামবাসী সবাই মিলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তখন টাকার কাছে প্রশাসন এবং কিছু মুখুশ দারী সাংবাদিক বিক্রি হয়ে যায় তারপর আর কেউ কিছু বলতে পারে নাই,,, আজ যখন সবকিছু স্বাধীন তাহলে কেন শ্রীমঙ্গল বাসী চুপ কেন কোথায় আজ শ্রীমঙ্গলের বিশিষ্ট মান্যগন্য ব্যাক্তি ইসলামিক সংঘটনগুলো ও সাংবাদিকরা তারা আজ কোথায় কেন এই বিষয়ে পদক্ষেপ নেয় না,,, একটা সময় ছিল টাকা দিয়ে কাজ হইত এখন ত আর টাকা দিয়ে কাজ হবে না,,,
এমন কী পূর্ব শ্রীমঙ্গল বাসী মাজারের মালিক কে পঞ্চায়েতের বাদ করে রেখেছে এই সব অবৈধ কাজ করার জন্য গ্রামবাসী সবসময় ভুয়া মাজারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত,✊✊
অতএব যেহেতু ভুয়া মাজার এটা গ্রামের আওয়াতাধীন নায় তাহলে দলমত নির্বিশেষে সবার ই এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ঈমানী দায়িত্ব,,,
বিশেষ করিয়া ইসলামিক সংগঠনগুলো এগিয়ে আসা দরকার

নানা হয়ে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মধু মিয়ার সাথে মিলে আপন মেয়ের ঘরের নাতিনের সাথে অসামাজিক কার্যকলাপ 🙄 আসুন জানা...
26/09/2024

নানা হয়ে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মধু মিয়ার সাথে মিলে আপন মেয়ের ঘরের নাতিনের সাথে অসামাজিক কার্যকলাপ 🙄

আসুন জানাজাক আসল ঘটনা। 💯

গুহোরোড এর ডক্টর হাউজের নিলু সাহেব কে মধু মিয়া তার বাগানের এমডি বানিয়ে ওনার সরলতার সুযোগ নিয়ে নিলু সাহেব এর বউয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে এবং তাকে নিয়ে পালিয়ে যায়।

এর পূর্বে নাপিত কাইয়ুম এর বউয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল।

শ্রীগবিন্দপুর স্কুলের মাস্টারনী যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ছিল তার সাথেও অবৈদ সম্পার্ক গড়ে তুলেন।

১৯৯৬ সালে অপরাধ চিত্র ম্যাগজিন এ শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মধু মিয়া ও পূর্বাশা এলাকার আজম আকরাম আলা এর বোনের নগ্ন ছবি প্রকাশ হয়।
এতেও তিনি পিছুপা হন না উনার কর্মকাণ্ড থেকে,বরং ওই সময় উনি চছিন্দ্র বাবুর ভাতিজি এর সাতে অবৈধ সম্পর্কে লিপ্ত হন এবং মেয়েটি গর্ভবতী হয়ে গেলে।আত্মহত্যা করে মেয়েটি মারা যায়।
শুধু তাই নয় উনি উনার রাজনৈতিক সহযোদ্ধা ইয়াকুব আলী কে সঙ্গে নিয়ে,ইয়াকুব আলীর আপন মেয়ের ঘরের নাতিন,সিন্দুরখাঁন ইউনিয়নের শ্রিগাঁও গ্রামের জহুর মিয়ার মেয়ে ইয়াসমিন ও তাহমিনা এর সাথে বিভিন্ন সময়ে অসামাজিক কার্যক্রমে লিপ্ত হন।

শ্রীমঙ্গলে ট্রাক চাপায় খালা বোনজি নিহতশ্রীমঙ্গল প্রতিনিধিশ্রীমঙ্গলে ডায়না ট্রাক চাপায় খালা ও বোনজি নিহত হয়েছেন। সোমবার ব...
01/07/2024

শ্রীমঙ্গলে ট্রাক চাপায় খালা বোনজি নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ডায়না ট্রাক চাপায় খালা ও বোনজি নিহত হয়েছেন। সোমবার বিকেল ৬ টায় উপজেলার পাত্রীকুল তে পারা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খালা হলেন উপজেলার পশ্চিম পাত্রীকুল এলাকার স্বামী পরিত্যক্তা মৃত কলিম উল্লার মেয়ে পিয়ারা বেগম (৫৫) ও পিয়ারা বেগমের বোনজি উপজেলার আলিশারকুল এলাকার মৃত দুদু মিয়ার শিশু মেয়ে সাদিয়া আক্তার (৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ভূনবীর-মির্জাপুর সড়কে পিয়ারা বেগম ও তার বোনজি আলিশার প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার ভূনবীর দিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় দুটি ডায়না খালি ট্রাক ভূনবীর দিকে বালু আনতে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় ট্রাক দুটি ওভারটেক করার সময় পিয়ারা বেগম ও সাদিয়া আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলে পিয়ারা বেগম নিহত হন ও সাদিয়া আক্তার মারাত্মক আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। পরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবীতে এলাকাবাসী লাশ ঘিরে ওই রাস্তা রাত ১০ টা পর্যন্ত অবরোধ করে রাখেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বানু লাল রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় খালা-বোনজি মৃত্যুর ঘটনা যুগান্তরকে নিশ্চিত করে জানান,ঘাতক দুটি ট্রাক আটক করা হয়েছে এবং ওই দুটি ট্রাকের চালককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Address

Sreemangal
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্য জানি সত্য জানাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্য জানি সত্য জানাই:

Share