ALI Vai আলী ভাই

ALI Vai আলী ভাই video creator, theory, Travel-Natural view

23/05/2025

বাংলার জাতি বৈষম্য মুক্ত হতে চেয়ে আবার বৈষম্য যুক্ত হয়ে যাচ্ছে।
এই জাতিকে কি পারে না সংশোধিত হতে।নিজের দেশের স্বার্থে ন্যায়ের পক্ষ হতে।

15/05/2025

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়'
জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না।চলে যায়,বরং সুন্দরভাবেই কেটে যায়,যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন,তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন,তার জীবন কোন প্রভাব পড়ে কিনা!
দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে, বড়জোর একটু হুটহাট আপনার অভাব বোধ হতে পারে,এর বেশি কিছুই না!
আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়,ভালোবাসা না।
সুতরাং আমাদের উচিত নিজেকে ভালোবাসা!

02/02/2025
The last destination deat
03/07/2024

The last destination deat

এক মাস আগে প্যাট কামিন্স একটা ইন্টারভিউতে বলেছিলেন, "অবশ্যই আমরা সেমিতে যাবোই।আমাদের সাথে বাকি কোন তিনটা দল আসবে সেটা আপ...
27/06/2024

এক মাস আগে প্যাট কামিন্স একটা ইন্টারভিউতে বলেছিলেন, "অবশ্যই আমরা সেমিতে যাবোই।
আমাদের সাথে বাকি কোন তিনটা দল আসবে সেটা আপনি পছন্দ করেন। যে কেউ আসুক, আই ডোন্ট কেয়ার"।
একমাস পরেই অস্ট্রেলিয়ার অধিনায়ককে সেমিতে যাওয়ার জন্য বলা লাগলো,
"কাম অন বাংলাদেশ" !!

তারচাইতেও মজার বিষয় হলো, অস্ট্রেলিয়ার প্লেয়াররা আসলে বাংলাদেশকে চিনেনা।
বাংলাদেশকে আজীবন "কাম অন" বললেও যে কাজ হবেনা এটা আসলে তারা জানেনা !!

সবচেয়ে মজার বিষয় হলো,
ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া হারার পর আমি নিশ্চিত প্রত্যেকটা অস্ট্রেলিয়া প্লেয়ার বাংলাদেশের ম্যাচ দেখবে।
পুরোটাই দেখবে। হয়তো জীবনের প্রথমবারের মতো বাংলাদেশের ম্যাচ দেখবে।
এবং আমি নিশ্চিত মনে মনে অস্ট্রেলিয়ার প্লেয়াররা এটাই বলবে, "মাফ কর ভাই। জীবনে আর কখনো বাংলাদেশের খেলা দেখবো না" !!

ভাবতেই একটা আনন্দ লাগছে।
ইন্ডিয়ার কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিলো।
মুখ দিয়ে "কাম অন বাংলাদেশ" বললো।
বাংলাদেশের ফুল ম্যাচ দেখলো।
বাংলাদেশের মানুষদের জ্বালা যন্ত্রণা, হার্ট এট্যাকের সম্ভাবনা, তাসবীহ, দোয়া, সবকিছুই তারা ফিল করলো। আহ !!

এখন হয়তো অস্ট্রেলিয়ার প্লেয়াররা বিমানে উঠে একে অন্যের সাথে গল্প করবে,
"বাংলাদেশের এক ম্যাচ দেখেই অবস্থা খারাপ আমাদের, ঐ দেশের মানুষ বছরের পর বছর এসব সহ্য করে কিভাবে"??
🙄🙄🙄

07/01/2024

সম্পর্ক বদলে গেলো মার্কা নিয়ে 🛻🛶

04/12/2023

কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না, দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য।

29/11/2023

এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষন্নতায়😒

অস্ট্রেলিয়ান এই প্লেয়ারের নামটি কিভাবে উচ্চারণ হবে তা লিখে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। 👉
20/11/2023

অস্ট্রেলিয়ান এই প্লেয়ারের নামটি কিভাবে উচ্চারণ হবে তা লিখে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। 👉

19/11/2023

খেলা যার যার ইন্ডিয়া হারলে উৎসব সবার

28/10/2023

😃😃😃😃😃✋লে হালুয়া

Address

Kulaura,pushainagar Road
Maulvi Bazar
3230

Alerts

Be the first to know and let us send you an email when ALI Vai আলী ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share