Baramchal Morning News

Baramchal Morning News বরমচালের মাটি ও মানুষের কন্ঠ

17/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয়কে ইঙ্গিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ এম. নাসের রহমানের।

16/09/2025
কলেজের নবীন বরণ অনুষ্ঠান হয়ে উঠলো দলীয় আধিপত্যের প্রদর্শনীস্টাফ রিপোর্টার, বরমচাল মর্ণিং নিউজ:মৌলভীবাজার জেলার কুলাউড়া স...
15/09/2025

কলেজের নবীন বরণ অনুষ্ঠান হয়ে উঠলো দলীয় আধিপত্যের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, বরমচাল মর্ণিং নিউজ:
মৌলভীবাজার জেলার কুলাউড়া সরকারি কলেজে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান হলেও শেষ পর্যন্ত তা রূপ নেয় রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রদর্শনীতে।
প্রত্যাশিত শিক্ষামূলক পরিবেশ ছাপিয়ে রাজনীতি
কলেজ সূত্রে জানা যায়, নবীন বরণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদেরকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করা। কিন্তু বাস্তবে দেখা যায়, অনুষ্ঠানটি দখল করে নেয় কলেজ ছাত্রদল। অনুষ্ঠান জুড়ে দলীয় নেতাকর্মীদের বক্তব্য এবং উপস্থিতি নবীন শিক্ষার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

ধারাবাহিক বক্তব্যে প্রাধান্য পেল দলীয় ভাবধারা
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও শামীম আহমেদ, সদস্য সাইদুর রহমান নিশান ও সানি।
তাদের বক্তব্যে মূলত ছাত্রদলের অবস্থান, কার্যক্রম ও দলীয় ভাবধারার প্রচারই মুখ্য হয়ে ওঠে।

ক্ষোভে নবাগত শিক্ষার্থীরা
নতুন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,
“আমরা ভেবেছিলাম কলেজে স্বাগত জানানো হবে, কিন্তু এখানে এসে দেখি ছাত্রদল নিজেদের আধিপত্য দেখাচ্ছে। মনে হচ্ছে এটা কলেজ নয়, বরং রাজনীতির ঘাঁটি।”
আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আগে শুনতাম ছাত্রলীগ কলেজে আধিপত্য করতো, এখন দেখি ছাত্রদল একইভাবে করছে। এর ফলে আমাদের পড়াশোনায় সমস্যা হবে।”
কলেজ কর্তৃপক্ষের অস্বস্তি
বিষয়টি নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন,
“আমি এখানে নতুন এসেছি। শুনলাম, আগে থেকেই এ ধরনের রেওয়াজ প্রচলিত আছে। নাকি তাদের বক্তব্য না দিলে কলেজে পরিবেশগত অশান্তি সৃষ্টি হয়।”

অধ্যক্ষের বক্তব্য থেকেই স্পষ্ট হয়, রাজনৈতিক চাপ ও অস্বস্তির মধ্যেই অনুষ্ঠানটি সম্পন্ন করতে হয়েছে কলেজ কর্তৃপক্ষকে।
বাণিজ্যের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ভর্তি, ফরম পূরণসহ নানা কাজে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। গতকাল বক্তব্য রাখা সাত নেতার মধ্যে অন্তত কয়েকজন এই অভিযোগে জড়িত। বিষয়টির সত্যতা যাচাইয়ে কুলাউড়া ডট কম অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

অভিভাবক ও সচেতন মহলের শঙ্কা

অভিভাবকরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,

রাজনীতি যদি এভাবে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার করে, তাহলে সন্তানদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।”

গতকালের নবীন বরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর অভিজ্ঞতা হওয়ার বদলে পরিণত হয়েছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। শিক্ষার্থী ও অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন কলেজে স্বাভাবিক শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে।

12/09/2025

⭕Live: পার্ট(৩) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ওয়াজ,খানকা,মিলাদ ও দোয়া মাহফিল,কামারকান্দি কুলাউড়া

আয়োজনে: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি, কামারকান্দি কুলাউড়া,মৌলভীবাজার।

12/09/2025

⭕Live: পার্ট(২) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ওয়াজ,খানকা,মিলাদ ও দোয়া মাহফিল,কামারকান্দি কুলাউড়া

আয়োজনে: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি, কামারকান্দি কুলাউড়া,মৌলভীবাজার।

12/09/2025

⭕Live: পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে ওয়াজ, খানকা,মিলাদ ও দোয়া মাহফিল

আয়োজনে: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঈদে মিলাদুন্নবী বাস্ববায়ন কমিটি, কামারকান্দি।

12/09/2025

🔴লাইভ/ পবিত্র রবিউল আওয়াল মাসের তৃতীয় জুম্মার বয়ান, মাওলানা আশরাফ হোসাইন সাহেব ।

খতিব: হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ,দক্ষিণ মধ্য মনসুর,কুলাউড়া।

মৌলভীবাজার-২ আসনের জনপ্রিয় এমপি প্রার্থীর জনাব ইঞ্জিনিয়ার এম সাহেদ আলীর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকে ঘিরে এলাকায় সৃষ্টি ...
10/09/2025

মৌলভীবাজার-২ আসনের জনপ্রিয় এমপি প্রার্থীর জনাব ইঞ্জিনিয়ার এম সাহেদ আলীর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে অদ্ভুত এক বিতর্ক। গত রবিবার (৭ সেপ্টেম্বর) তিনি বরমচাল স্কুল অ্যান্ড কলেজ, হযরত খন্দকার রহ. দাখিল মাদ্রাসা ও মাজার পরিদর্শন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাত্র কয়েক মিনিটের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর সেই সংক্ষিপ্ত বার্তায় ছিল পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক চরিত্র গঠন, অভিভাবকের স্বপ্ন পূরণ ও দেশ গঠনে অবদান রাখার আহ্বান। উপস্থিতদের দাবি—সেই বক্তব্যে রাজনৈতিক কোনো শব্দ উচ্চারণ করা হয়নি, মতাদর্শ চাপানোরও চেষ্টা ছিল না।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর ঠিক পরেই শুরু হয় ভিন্ন সুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা মন্তব্য, কেউ কেউ ভিডিও করে প্রচার চালান। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক নয়—এর পেছনে রয়েছে একটি দীর্ঘদিনের পরিকল্পনা। তাদের মতে, আসল উদ্দেশ্য জনপ্রিয় প্রার্থীকে বিতর্কিত করা এবং একই সঙ্গে বরমচাল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষকে সরিয়ে নিজেদের অনুগত কাউকে বসানো।

শিক্ষাঙ্গনের সঙ্গে সম্পৃক্তরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি নিরপেক্ষ স্থান। সেখানে সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক যেকোনো ব্যক্তি গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকে শুভেচ্ছা জানাতে বা মতবিনিময় করতে পারেন। অথচ সেই স্বাভাবিক কার্যক্রমকে রাজনৈতিক রঙ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অযৌক্তিক ও অনৈতিক।

স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছে—একজন প্রার্থীর দু’মিনিটের নৈতিক বার্তা এতটা ভয়ের কারণ কেন? ফেরদৌসী অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকেই কেন তাঁকে ঘিরে বারবার ষড়যন্ত্র হয়? এর জবাব খুঁজতে গেলে স্পষ্ট হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা চলছে। এর থেকে ভয়ংকর বিষয় হলো বরমচালে সাম্প্রতিক সময়ে নামে বেনামে মোবাইল ফোন একটা হাতে নিয়ে উঠতি বয়সী কিছু মোবাইল সাংবাদিকের আবির্ভাব হয়েছে যারা সাংবাদিকতার নীতির বাইরে গিয়ে বরমচালের যেকোন বিষয়কে বিতর্কিত করার চেষ্টা করে এবং একই ভাবে বরমচাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ ফেরদৌসীকে এক প্রকার মব সৃষ্টি করে ভিডিও বার্তা গ্রহণ করা হয় এবং পেশিশক্তির প্রয়োগের মাধ্যমে উনাকে কৃত্রিম চাপ সৃষ্টি করে ব্যর্থ অধ্যক্ষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করা হয়। যদিও উনার নেতৃত্বে বর্তমানে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল এবং শিক্ষার মান কিছুটা উন্নতির মুখ দেখছে বলে যানা যায়।

বিশ্লেষকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ বানানোর চেষ্টা বন্ধ না হলে এর সবচেয়ে বড় ক্ষতি হবে ভবিষ্যৎ প্রজন্মের। তাই এখনই প্রয়োজন সত্যকে সত্য বলা এবং অপপ্রচারের রাজনীতি থেকে দূরে থাকা।

ম্যাচে সেরা দর্শক পুরস্কার মুকিত চৌধুরীর ব্যতিক্রমী উদ্যোগে প্রাণবন্ত হচ্ছে বরমচালের ফুটবল টুর্নামেন্টবরমচাল মর্নিং নিউজ...
09/09/2025

ম্যাচে সেরা দর্শক পুরস্কার মুকিত চৌধুরীর ব্যতিক্রমী উদ্যোগে প্রাণবন্ত হচ্ছে বরমচালের ফুটবল টুর্নামেন্ট

বরমচাল মর্নিং নিউজ

ফুটবল মানেই মাঠজুড়ে উৎসব, খেলোয়াড়দের লড়াই আর দর্শকদের উল্লাস। খেলায় প্রাণ এনে দেয় মাঠে উপস্থিত হাজারো দর্শকের কণ্ঠ। সেই দর্শকদের মূল্যায়ন করতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মুকিত চৌধুরী।

ফ্রেন্ডস ক্লাব ২০১০ কর্তৃক আয়োজিত ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে এখন থেকে প্রতি ম্যাচেই একজন দর্শক বেছে নেওয়া হবে ‘সেরা দর্শক’ হিসেবে। শুধু তাই নয়, সেরা দর্শকের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে মুকিত চৌধুরীর পক্ষ থেকে।

আয়োজকরা জানিয়েছেন, খেলার মাঠে যারা প্রাণ খুলে উৎসাহ দেবেন, খেলোয়াড়দের মনোবল বাড়াতে উল্লাসে মাতবেন এবং খেলার আনন্দ উপভোগ করবেন, তাদের মধ্য থেকেই বাছাই করা হবে প্রতিটি ম্যাচের সেরা দর্শক। এই উদ্যোগ শুধু খেলোয়াড়দের নয়, দর্শকদেরও খেলার সঙ্গে সম্পৃক্ত করবে নতুন মাত্রায়।

মুকিত চৌধুরী বলেন,

খেলার মাঠ শুধু খেলোয়াড়দের জন্য নয়, দর্শকরাও এর অপরিহার্য অংশ। খেলোয়াড়রা যেমন মাঠে লড়াই করেন, তেমনি দর্শকের উৎসাহ-উদ্দীপনাই সেই লড়াইকে উজ্জীবিত করে। তাই তাদের সম্মান জানাতেই আমার এই ছোট্ট প্রয়াস।”

ফ্রেন্ডস ক্লাব ২০১০ এর সদস্যরা জানান, এই ব্যতিক্রমী আয়োজন দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করবে। এতে খেলা যেমন প্রাণবন্ত ও উপভোগ্য হবে, তেমনি প্রতিটি ম্যাচে মাঠে দর্শকের উপস্থিতিও বাড়বে বহুগুণ।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, খেলাধুলা শুধু বিনোদনের নয়, বরং সামাজিক বন্ধন ও ঐক্যের অন্যতম মাধ্যম। আর এ ধরনের উদ্যোগ খেলার সঙ্গে সমাজকেও সম্পৃক্ত করে।

বরমচাল ফুটবলপ্রেমীদের প্রাণের টুর্নামেন্ট এখন নতুন রঙে রাঙানো হলো মুকিত চৌধুরীর অনন্য পৃষ্ঠপোষকতায়। খেলোয়াড়ের পাশাপাশি দর্শকও যে খেলাধুলার অবিচ্ছেদ্য অংশ—এই উদ্যোগে তারই সুন্দর প্রতিফলন ঘটেছে।

08/09/2025

⭕Live: রেলওয়ে সং'স্কা'রে সিলেটবাসীর ৮দ'ফা দা'বিতে মানবব'ন্ধ'ন চলছে কুলাউড়ার ভাটেরা রেলওয়ে স্টেশনে..

কুলাউড়া বরমচালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জামায়াত মনোনীত প্রার্থী। কুলাউড়ার উপজেলার বরমচাল  ইউনিয়নের বরমচা...
07/09/2025

কুলাউড়া বরমচালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জামায়াত মনোনীত প্রার্থী।

কুলাউড়ার উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল স্কুল এন্ড কলেজ, হযরত খন্দকার দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

(রোববার) ৭ সেপ্টেম্বর উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি পরিদর্শনে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষার গুনগত মানের পরিবর্তন আনবে। তিনি আরো বলেন শিক্ষিত হয়ে বেকার কেউ থাকবে না, আমরা এমন শিক্ষা ব্যবস্থা গড়ব। যে শিক্ষা ব্যবস্থায় সবার মেধার বিকাশ ঘঠবে।

এসম উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃশফিকুল ইসলাম, বরমচাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী সুলতানা, বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জয়ন্ত মালাকার,খন্দকার দাখিল মাদ্রাসার সহ-সুপার মাহতাবুর রহমান,নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চক্রবর্তী, বরমচাল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হেলাল আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বরমচাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল আমীন চৌধুরী মিসলু, ওয়ার্ড জামায়াতের সভাপতি সুমন উদ্দিন, ফখরুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি রাহিনুল খান মামুন-সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

06/09/2025

⭕Live: বরমচালে বিএনপি'র কমিটিতে আওয়ামী দো'স'রদের পূনর্বাসনের বি'রু'দ্ধে বি'ক্ষো'ভ মি'ছিল ও প্র'তি'বাদ সভা।

Address

Kulaura
Maulvi Bazar
3236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baramchal Morning News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share