Aklima Akter

Aklima Akter �� Jannat ��

12/06/2024

মন থেকে উঠে যাওয়ার ওও একটা লিমিট থাকে! সম্ভবত সেই লিমিট টা ক্রস করেই কিছু মানুষ এমন ভাবে মন থেকে উঠে যায়! যে তার কথা অন্য কেউ বললেও তাকে থামিয়ে দিয়ে বলি যে 'ভাই, তার কথাও বলিস না! তার নাম টাও মুখে নিস না!

বি'রক্ত লাগে!🖤

09/06/2024

জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস
যার শেষ টা কেউ লিখে যেতে পারে'না...!

06/06/2024

জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা গায়ে লাগানো যাবে না! বেলা শেষে চোখ বুজে ভাববেন; আমি আমার মতো! আমি কারো মতো না!আমি আমিতেই অন্যন্য! আমি যেমন যারা আমাকে তেমন ভাবে গ্রহণ করতে পারবে,তারাই আমার নিজের মানুষ,আমার কাছের মানুষ!❤️

02/06/2024

সহজ সরল মানুষগুলোর একটা বড় সমস্যা হচ্ছে,
তারা সবাইকে নিজের মতোই সহজ সরল ভাবে!🖤

- একটা বাড়ি হোক,বাইরের দেয়াল জুড়ে ফুলেরা বাসা বাঁধুক!💗🥹
01/06/2024

- একটা বাড়ি হোক,বাইরের দেয়াল জুড়ে ফুলেরা বাসা বাঁধুক!💗🥹

31/05/2024

রঙিন হও,
তবে রং বদলিও না।
🤍🖤🙂🥀

11/01/2024

আপনি যারে যতো বেশি ভালোবাসবেন,
সে ঠিক তার সমানুপাতিক হারে নিষ্ঠুর হইতে থাকবে।💙

প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে যে শান্তি পাওয়া যায়, বিশ্বাস করুন তাবৎ দুনিয়া ঘুরেও আপনি এই শান্তি কোথাও খুঁজে পাবেন না। হয়তো প...
14/11/2023

প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে যে শান্তি পাওয়া যায়, বিশ্বাস করুন তাবৎ দুনিয়া ঘুরেও আপনি এই শান্তি কোথাও খুঁজে পাবেন না। হয়তো প্রিয় মানুষটার সাথে আপনার রাগ ঝগড়া চলছে, কিংবা মনমালিন্য কথা কাটাকাটি হচ্ছে, সব কিছু ঝেড়ে ফেলে একবার তাকে জড়িয়ে ধরুন। ব্যাস, দেখবেন এক নিমিষেই সব ঠান্ডা।

হতে পারে কোন কারনে আপনারা দুজনেই কিছুটা মানসিক চাপে আছেন, পারিবারিক কোন কারনে মানসিক অশান্তিতে আছেন, তখন প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে দেখবেন কোন অশান্তি আর অশান্তি মনে হচ্ছে না।

তখন আপনাদের মনে হবে এই মুহূর্তে পৃথিবীর সবকিছু থমকে যাক। সেকেন্ড,মিনিট,ঘন্টার কাটা বন্ধ হয়ে যাক। সব দুঃখ-কষ্ট, অশান্তি, যন্ত্রণা মানুষ ক্ষনিকের জন্য হলেও ভুলে থাকতে পারে আপন মানুষটাকে জড়িয়ে ধরলে।

Address

Sylhet Moulvibazar Sreemangal
Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when Aklima Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aklima Akter:

Share